নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কোটা সংস্কার আন্দোলন পুনরায় বেগবান ।। টিএসসিতে গনজোয়ার

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬

সরকারের দেওয়া আশ্বাস ভেঙ্গে পুনরায় কোটা সংস্কার আন্দোলন বেগবান হয়েছে ।সেই সাথে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ। বর্তমান সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া এক মাস সময়ের নিকুচি করে ফের আন্দোলনে ছাত্র-ছাত্রীরা ।
কেন আবার আন্দোলনে নামল ;
১)সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আন্দোলনকারী শিক্ষার্থীদের ''রাজাকারের বাচ্চা বলে গালি'' ।মতিয়া চৌধুরীকের আজকে বিকেল ৫ তা পর্যন্ত ক্ষমা চাওয়ার ও বক্তব্য ফেরত নেওয়ার আলটিমেটাম দেওয়া হলেও কোন প্রতিক্রিয়া না আসা ।
২)অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত বলেছেন,"বাজেটের পর কোটা সংস্কার হবে " ।
৩)তথ্যমন্ত্রী ইনু সরাসরি বলেছেন "কোটা সংস্কার হবেনা ,আন্দোলনকারীরা স্বাধীনতাবিরোধী''।
৪)সংসদে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন "কোটার বিরুদ্ধে আন্দোলন কারীরা সবাই জামাত-শিবিরের উগ্রবাদী নেতাকর্মী।''
৫)আটককৃত শিক্ষার্থীদের ছেড়ে না দেওয়া ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য মতে তাদের সাথে সরকার প্রবঞ্চনা করছে ।পুনারায় কোটা সংস্কার আন্দোলন আবার জেগে উঠেছে ও আরো বেশি বেগবান হয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থানরত আন্দোলনকারী ছাত্রছাত্রীদের গনজোয়ার ; ধারনা করা হচ্ছে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী ও সাধারন মানুষ জমায়েত হয়েছে ।


মতিয়া চৌধুরীর পোত্তলিকা বানিয়ে ক্ষোভ প্রকাশ ;



আজকে ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে মাঠে নেমেছে ড্যাফোডিল ,ইউল্যাব ,ইউ আই ইউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।
আন্দোলন কি তাহলে গন-অভূথ্যানের দিকে ঢেলে দিচ্ছে সরকার ??

বিঃ দ্রঃ - মিডিয়া তেমনভাবে আন্দোলনকে ফোকাস করতেছেনা ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

কাওসার চৌধুরী বলেছেন: ১৯৮৬-৮৭ সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রণীত তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১ লক্ষ ২ হাজার ৪৫৮ জন। ১৯৯৭-২০০১ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৮৬ হাজার ৭৯০ জন! ২০০১-২০০৬ সাল পর্যন্ত আরেকদফা তা বেড়ে দাঁড়ায় ২ লক্ষ ১০ হাজার ৪৮১ জনে!! বিগত দশ-বারো বছরে সংখ্যটি যে আরো বেড়েছে তাতে কোন সন্দেহ নেই!!!

এই হচ্ছে মুক্তিযোদ্ধাদের তালিকার বেহাল দশা।

হিসাব করলে দেখা যায় দেশের মাত্র.......... ০.১১% ভাগ (শুণ্য দশমিক এগার) !!! ......... (মোট জনসংখ্যার ১% এর নয়ভাগের এক ভাগ...........!!!! সত্যি বিষ্ময়কর) মানুষের জন্য সরকারি চাকরিতে ৩০% কোটা সংরক্ষিত!!!!!

এটা কোন যুক্তি বলে কোন লেভেলের বিশেষজ্ঞরা করেছেন জানি না। যারা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনা উচিৎ।

চরম বৈষম্যমূলক এ কোটা প্রথা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধারা একাত্তরে তাঁদের সন্তান ও নাতিপুতিদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করেননি। তাদের সংগ্রাম আর আত্মত্যাগ ছিল সমগ্র বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, পাকিস্তানীদের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে। সরকারি চাকরিতে বাঙালিদের সম অধিকার নিশ্চিত করার জন্য।

কোটা পদ্ধতির সুবিধা নিয়ে ভূয়া মুক্তিযোদ্ধারা জাতির মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছে। সরকার প্রতিমাসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে যে সম্মানী দেন তার একটি বড় অংশ ভূয়াদের পেটে যায়।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৮

শাহারিয়ার ইমন বলেছেন: কোটা পুরোপুরি বিলুপ্তি করার জন্য কিন্তু এ আন্দোলন নয় ।৫৬% কে কমিয়ে ১০% করার জন্য আন্দোলন

২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: "চোরের মায়ের বড় গলা" কথাটি মন্ত্রী মহাদয় জাতীয় সংসদে প্রমাণ করলেন।

৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: পোস্টে উল্লেখিত ৫টি পয়েন্টের মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক ছিল সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করে আন্দোলনকারীদেরকে মতিয়া চৌধুরীর রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া। মতিয়া-মেনন-নাহিদ-ইনু গংদের জন্য হয়তো আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে অনেক বড় মূল্য দিতে হতে পারে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:


মতিয়া চৌধুরী এর থেকে বড় বড় আন্দোলনের ডাক দিয়েছিলেন আগের দিনে; এখন অলস হয়ে গেছেন, মনে হয়!

যাক, শেখ হাসিনা আশ্বাস যখন দিয়েছেন, কিছু একটা করবেন; অকারণে রাস্তায় নেমে কোন মায়ের বুক খালি করা ঠিক হবে না।

৫| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দীর্ঘদিন ক্ষমতায় থেকে অহংকারের চুড়ান্ত সীমা অতিক্রম করেছে।

৬| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: শাহারিয়ার ইমন ,




"মাইনাস -টু"র সময়ে মতিয়া-মেনন--ইনু গং যা বলেছে তাতে হাসিনার উচিৎ ছিলো এতোদিনে তাদের চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে রোদ্দুরে শুকোতে দেয়া । অথচ তারাই আজ হাসিনার প্রিয় ।
আর এদিকে যারা হাসিনা প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গত ক'দিন যাবৎ রাস্তায় আন্দোলন করছে তারা কিন্তু হাসিনার ছবিকে উঁচুতে রেখেই তা শুরু করেছে ।
এতেও কি হাসিনার টনক নড়বেনা ?

মাননীয়া প্রধানমন্ত্রী ; আপনি , ইনু-মতিয়া-মেনন এই তিনটা আপদ বিদেয় করুন । আর যদি ঐ তিনটাকে নিয়ে ইঁদুর বিড়াল খেলতে চান তা যেন তারা হাড়ে হাড়ে টের পায়, তেমন করে খেলুন ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মতিয়া চৌধুরীর বয়স হয়েছে তাই আন্দোলনের যৌক্তিকতা বুজতে পারছেন না।
গনতন্ত্র এভাবেই দাবী আদায়ের মধ্য দিয়ে বিকশিত হবে,এবং একদিন দেশ সত্যিকারের
সোনার বাংলা হবে।
..............................................................................................................................

৮| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

পদ্মপুকুর বলেছেন: ইতিহাস বলে, যে আন্দোলন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়, তা কখনই ব্যর্থ হয় না।
এই আন্দোলনও ব্যর্থ হবে না ইনশা আল্লাহ।

এগিয়ে যান। স্বশরীরে থাকতে পারছি না কিন্ত শতভাগ সমর্থন নিয়ে আছি এই আন্দোলনে।

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: দুনিয়ার সকল মানুষ সুদের পক্ষে সাফাই গাইলেও তা হালাল হয়ে যাবেনা। আর পৌত্তলিক সংস্কৃতির বেশীরভাগই মুসলমানদের জন্য নিষিদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.