নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

পহেলা বৈশাখ যেভাবে কাটালাম

১৪ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫০




পহেলা বৈশাখ তো এখনো শেষ হয়নি । ভাবছেন তার আগেই পহেলা বৈশাখ কাটানোর পোষ্ট !! তাহলে বাকিটুকু পড়েই দেখুন !
কালকে রাতে ভাবছিলাম এবার পহেলা বৈশাখ আরো জম্পেশ করে কাটাবো ।কাছেই বিজিবি ক্যাম্পের মেলা ,টাউন হল পার্কে ঘুরব ।
তার আগে বলে রাখি ,আমি হলে থাকি ।আমাদের ক্যাম্পাসে মংগলশোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ।সরকারের নির্দেশ প্রত্যেক শিক্ষা-প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে হবে । আচ্ছা মঙ্গলশোভাযাত্রায় কি মঙ্গল নিহিত আছে সেটা আমি এখনও বুঝে উঠতে পারিনি ! ছোট মস্তিষ্কে বড় বড় ব্যাপার ধরেনা ।
যাইহোক রাতে বিশাল স্বপ্ন নিয়ে ঘুমালাম পহেলা বৈশাখ দারুন কাটাব । রাতে এমনিতেই অনেক দেরিতে ঘুমানো হয় ।কালকে রাতে ১টা ৩০ এর দিকে ঘুমাতে গেলাম ,ঘুম আসতে আসতে সোয়া ২ টা কি আড়াইটা বাজবে । বন্ধুদের সাথে আগেই প্ল্যান করাছিল আজকে পহেলা বৈশাখ অনেক ঘুরাঘুরি হবে ।
সকাল ৮টার দিকে তীব্র কান ফাটানো বাঁশীর শব্দে ঘুম ভাংগল ।বুঝলাম মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে গেছে ।চোখে তখন বিশাল ঘুম । একটু পরে উঠি এই ভাব নিয়ে চোখ বুঝে আবার ঘুম । বাঁশির শব্দ উপেক্ষা করে ঘুমালেও কিছুক্ষন পরে সাউন্ড বক্সে বাংলা হিন্দি গান শুরু হল ।
তাও উপেক্ষা করে ঘুমালাম । ঘুমাই আবার গানের শব্দ শুনে ঘুম ভাঙে আবার ঘুমানোর চেষ্টা করি । এভাবে করতে করতে ঘুম দিয়া উঠে ফ্রেশ হয়ে উঠে দেখি ১২ টা বাজে ।হায় কপাল ,মঙ্গলশোভাযাত্রায় আর অংশগ্রহন করা হলনা ! পহেলা বৈশাখ উপলক্ষে জুনিয়র ছেলে পেলে কিছু খাবারের স্টল দেয়া হইছিল । পাশে মঞ্চে চলছে গান-বাজনা ,নৃত্য ।হিন্দি -বাংলা গান সমাল তালে । আমার এক রুম মেট গিয়েছিল সেখানে ,এক গ্লাস শরবত ,ইলিস-পান্তা খেয়ে ৪০০ টাকা বিল দিয়ে এসেছে ! জুনিয়রদের স্টল বলে কথা !! পকেটে টাকার অবস্থা চিন্তা করে আর ইলিস-পান্তা খাওয়া হলনা !
মঙ্গল শোভাযাত্রাইয় যাইনি ,ইলিস-পান্তা খাইনি , বাঙালিরা কি আমাকে মেনে নেবে ??
হল থেকে ষ্টল আর মঞ্চ দেখা যাচ্ছিল । একটা গান শুনে আবার রুমে আসলাম । তখন পেটে ক্ষুধায় চি চি করছে ।রুমে ৪ জন থাকি ,কেউ খাবার এনে রাখেনা ,খাবার আনলে কখন কে খেয়ে শেষ করে হিসেব থাকেনা । হলের ডাইনিং শুরু হয় ১ টার দিকে ।যেহেতু এক ঘন্টা বাকি ,ভাবলাম ব্লগে একটু ঢু মেরে ,গান টান শুনে কাটিয়ে দেই ।দুপুরে খেয়ে মেলায় যাওয়া যাবে ।সকালের খাবার ঘুম আর আলসেমির কারনে বেশীরভাগ দিনই খাওয়া হয়না ।
ডাইনিং আজকে পহেলা বৈশাখে স্পেশাল খাবার আয়োজন করার কারনে দিল ৩ টায় ।স্পেশাল খাবার দেখে মেজাজ আরো খারাপ হল । প্রতিদিন মুরগীর এক পিস ,আর পাতলা ডাল দেয় ।আজকে স্পেশাল বলতে সাথে ছোট এক পিস নলা মাছ(খেতে খুব বাজে) আর অর্ধেক ডিম ভুনা । প্রতিদিন মুরগী রান্নাটা ভাল হয় ,ভাল হয় বলতে খাওয়া যায় ।আজকে স্পেশাল বলতে একটা তরকারিও ভাল হয়নি ।খাওয়া দাওয়া শেষে একটু জিরিয়ে নিয়ে দেখি ৪ টা বাজে ।তখন আবার আকাশের অবস্থা খারাপ । ও বলাই ত হয়নি দুপুরে হালকা বাতাস আর বৃষ্টির কারনে ক্যাম্পাসের সব আয়োজন বন্ধ হয়ে গিয়েছিল ।
বিকেল ৪ টায় অধিকাংশ মেলাই শেষের দিকে ,তার উপরে আকাশের অবস্থা খারাপ । তখন এক রুমমেট বলল ,তার গার্ল ফ্রেন্ড ফোন দিছে ,তার সাথে ঘুরতে পার্কে যাওয়া লাগবে । সে চলে গেল ।আর এক বন্ধু আছে ,সে কোথাও যায়না এমনিতে ।অনেক জোরাজুরি করলাম না সে কোথাও যাবেনা । বাকি রইলাম আমাদের রুমে ২ জন । অন্যজন তখন বলল ,চল পাশের বিজিবি ক্যাম্পে ঘুরে আসি ।পাশের রুমে আরো দুজন বন্ধু আছে আমরা এই ৫-৬ জন একসাথে ঘুরতে গেলে যাই সাধারনত । ওরা দুজন বাসায় চলে গেছে । রইল দুজন ।আর এই বন্ধুর সাথে ঘুরতে গিয়ে মজা নেই ।সারাদিন টিউশনি করে বেড়ায় ।আজকে সব বন্ধ দিয়ে রুমে আছে মেলায় ঘুরতে যাবে বলে ।
কিছুক্ষন পর তার দুজন ছাত্র আসল ,না তারা পড়তে আসেনি ,এমনি ক্যম্পাস ঘুরতে আসছে ।তো এই বন্ধুও গেল ।আমিও তখন ভাবলাম আর মেলায় গিয়ে কাজ নেই আজ । কিছু বৈশাখি গান শোনা শুরু করলাম । পরে দেখি হালকা ঘুম পাচ্ছে । ঘুমাতে চেষ্টা করলাম ।কিছুক্ষন ঘুমাইছিলাম বোধ হয় পরে মশার কামড়ে ঘুম ভেঙে দেখি সন্ধ্যা পার হয়ে গেছে ।
ফ্রেশ হয়ে আবার ব্লগে ঢুকুলাম ,ঢুকেই শুরু করলাম লেখাটা ।
যারা ব্যাচেলর গার্লফ্রেন্ড নেই ,হলে বা মেসে থাকে তাদের অনেকেরই আমার মত নিরামিষ পহেলা বৈশাখ কেটেছে ।আশা করি আপনাদের বেশ ভালই কেটেছে পহেলা বৈশাখ । আপনাদের কিভাবে কেটেছে জানলে খুশি হতাম ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামির দিনগুলো।
নববর্ষের শুভেচ্ছা।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: খুব ভালো, আমি সারাদিন বাসায় ছিলাম, বৃষ্টি নামলো, ভিজতে বের হলাম :)

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: বাহ

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা।
আপনার বৈশাখ আরেকটু ভালো করার দরকার ছিলো; সকালে না উঠলে সব মিস হয়ে যায়!

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: একবার নাহয় একটু খারাপ কাটালাম

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে ভালোই কেটেছে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: তাহলে ত ভালই

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
.......ব্লগে স্বাগতম।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লেগেছে। ++

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: সারাদিন ফেসবুক খুলে রঙ্গীন ছবি দেখলাম, জিভে পানি আসা বাঙ্গালী খাবারের ছবি দেখে অর্ধভোজন করলাম, দেশে ফোন দিয়ে প্রিয়জনের সাথে কথা বললাম।এইভাবেই কেটে গেল প্রবাসের নিরামিশ বৈশাখ। ্তবে আগামীকাল রবিবার। প্রবাসের কৃ্ত্রিম বৈশাখী আয়োজনে যাব।ভাল লাগানোর চেষ্টা করব।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৪

শাহারিয়ার ইমন বলেছেন: একা থাকেন বিদেশে ?

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখার মাঝে কয়েকটা ইন্টার চাপবেন।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: আচ্ছা

৯| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
বাংগালিয়ানা ভাল।লেগেছে ভাই! লেখাটাও পরিষ্কার!

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

শাহারিয়ার ইমন বলেছেন: এখানে ভাই ভাল লাগার কিছুই নাই

১০| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

চাঙ্কু বলেছেন: বিদেশে যারা একা থাকে তাদের চেয়ে ভালো পহেলা বৈশাখ কাটাইছেন!

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

শাহারিয়ার ইমন বলেছেন: তা কি যে বলেন না

১১| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


লেখায় বাংগালির বাংগালিয়ানা নিয়ে আক্ষেপ আছে!

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

শাহারিয়ার ইমন বলেছেন: এখনকার বাংগালিয়ানা শোবিজ হয়ে গেছে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.