নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

কিম জং আনের পারমানবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত - কতটুকু ফলপ্রসূ ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬



উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলছে, ২১ এপ্রিল থেকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করে দেবে।

নেতা কিম জং-আনের যে বিবৃতি কেসিএনএ প্রচার করেছে, সেখানে তিনি বলছেন - ক্ষেপণাস্ত্র পরীক্ষার আর প্রয়োজন নেই কারণ ক্ষেপণাস্ত্র দিয়ে পারমাণবিক বোমা বহনের সক্ষমতা উত্তর কোরিয়া অর্জন করে ফেলেছে।

প্রেসিডেন্ট কিম আরও বলেন, নর্দার্ন পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি তার উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হয়েছে, সেটির আর প্রয়োজন নেই। এখন তার মূল লক্ষ্য উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক অর্থনীতির বিকাশ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। এই ঘোষণা কিম জং আন এমন সময় দিলেন যখন খুব দ্রুত তিনি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত হচ্ছেন।

তারর প্রথম বৈঠকটি হবে এ মাসের ২৭ তারিখ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে। অন্যটি মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্তের জন্য মি কিমকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু উত্তর কোরিয়ার এই সিদ্ধান্তে উল্লসিত হওয়ার কারণ কতটা?

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর সদস্য এবং নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পাণ্ডা বিবিসিকে বলেছেন - উত্তর কোরিয়ার ইতিহাস এবং তার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে, আশাবাদে রাশ টানতে হবে।

কারণ হিসাবে মি পাণ্ডা বলছেন, প্রথমত - বন্ধের যুক্তি হিসাবে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের যে কথা কথা প্রেসিডেন্ট কিম দাবি করেছেন, সেটা একবারে অবিশ্বাস করার মত কথা নয়।

ভারত ও পাকিস্তানের উদাহরণ টেনে মি পাণ্ডা বলেন, ১৯৯৮ পর্যন্ত এই দুই দেশের প্রত্যেকে ছয়টি করে পারমাণবিক পরীক্ষার পর তারা আর কোনো পরীক্ষা করেনি এবং সারা বিশ্ব মেনে নিয়েছে এরা পারমাণবিক শক্তিধর।

"ছয়টি পারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়া একইভাবে নিশ্চিত হয়েছে তারা অস্ত্র বানিয়ে ফেলেছে।"

সূত্র -বিবিসি

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


কিম ও দ: কোরিয়ার বৈঠক কিছুটা ফল দিচ্ছে!

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: অস্ত্র তো ঠিকই মজুদ করে রেখেছে উত্তর কোরিয়া । অর্থনৈতিক অবস্থা ভাল হলে ,কি করে বসে কে জানে

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কিমের কথা বিশ্বাস হয় না। তবে অস্ত্র মনেহয় ভাল রকমই বানিয়েছে।।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: সেটাই ত মনে হয়

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৫

কাওসার চৌধুরী বলেছেন:


এখনো অনেক খেলা বাকী। লেটস্ সী।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৪

শাহারিয়ার ইমন বলেছেন: আমেরিকা কি করে এখন দেখতে হবে

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: কিম দুষ্ট লোক সে খারাপ কিছু করবেই।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

শাহারিয়ার ইমন বলেছেন: বিশ্বাস নেই তার উপর

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

দরিদ্র ইমরান হুসাইন বলেছেন: যতই বলা হোক এটা বন্ধ করবে না কিম জং

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: ভিতরে ভিতরে হয়ত বানিয়ে যাবে পারমানবিক অস্ত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.