নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর চির উন্নত মম শির !

শাহারিয়ার ইমন

শাহারিয়ার ইমন › বিস্তারিত পোস্টঃ

মানুষ চেনা বড় দায় !!

০৯ ই মে, ২০১৮ রাত ১০:২৫



আমার কাছে মনে হয় পৃথিবীতে মানুষ চেনা সবচেয়ে কঠিন । সবচেয়ে বিশ্বস্ত বন্ধু একদিন এমন কাজ করে বসে ,তখন বিশ্বাস ,বন্ধুত্ব সব কিছু পিছন দরজা দিয়ে পালায় ।

আমার জীবনের এমন কিছু অন্ধকার ঘটনা আছে যেগুলো কিনা আমার সবচেয়ে কাছের বন্ধু করেছে ।এইসব কথা কাউকে বলাও যায়না ,সহ্য করাও যায়না । সামান্য কিছু টাকার জন্য খুব সুন্দর বন্ধুত্ব হারিয়ে যায় সেটাতো কমন ব্যাপার ।

দুনিয়াতে মানুষ বলতেই স্বার্থপর । এই কথাটা চরম সত্য । হয়ত কেউ আগেই বুঝতে পারে ,কেউ পরে বোঝে । আমার বুঝতে সময় লেগেছে ২৩ বছর । আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করি ,বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই ।

ছোটবেলাতে যাকে প্রিয় বন্ধু ভাবতাম সেই আমাকে এমন কিছু কাজ করিয়েছে যার ফল আমাকে সারাজীবন ভুগতে হবে ,এখন তার সাথে দেখা হলেও কথা বলতে কষ্ট হয় ।

স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড যাকে ভাবতাম ,সেও ছিল জঘন্য মনের মানুষ ।

নিজের পরিবারের বাইরে এখন আসলে কোন মানুষকে বিশ্বাস করতে ভয় হয় ।

তারপরেও মানুষের সাথে ত মিশতে হবে আমাদের । তবে কারো সাথে খুব দহরম মহরম ভাবে না মেশাই ভাল ,অন্তত এখন এটা বুঝতে পারছ ।দুনিয়াতে দেওয়া নেওয়ার সম্পর্ক এখন। কারো কাছ থেকে কিছু পেতে হলে তাকে কিছু দিতে হবে ,অন্তত তেলবাজিতে এক্সপার্ট হতে হবে । তেলবাজি আমার চক্ষুশূল । শুনেছি কর্পোরেট জগতে তেলবাজি না জানলে সে এগুতে পারেনা ।জানিনা ভবিষ্যতে কি আছে কপালে !

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার কথা শুনে খারাপ লাগলো।

০৯ ই মে, ২০১৮ রাত ১০:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: এটাই বাস্তব ভাই

২| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:৫৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: সবাইকে ভালবাসা যায় কিন্তু সবাইকে বিশ্বাস করা যায় না।
সুন্দর পোষ্ট। ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:০০

শাহারিয়ার ইমন বলেছেন: ঠিক বলেছেন । শুভেচ্ছা রইল

৩| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:



"প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।"
--- আব্রাহাম লিংকন.

০৯ ই মে, ২০১৮ রাত ১১:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: তিনি মানুষ চিনতে পেরেছিলেন

৪| ১০ ই মে, ২০১৮ রাত ১২:৩৯

শামচুল হক বলেছেন: সবাইকে ভালোবাসলেও বিশ্বাস করা যায় না।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮

শাহারিয়ার ইমন বলেছেন: সেটাই ,ব্লগে স্বাগতম

৫| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: তারপরও বলব সবাইকে ভালোবাসুন।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: চাইলেও বাসা যায়না ভাই

৬| ১১ ই মে, ২০১৮ রাত ১২:০৪

মাকামে মাহমুদ বলেছেন: আসলে বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটা খুব গভীর তো, তাই অনেকেই তা গভীরটা অনুভব করতে পারে না।

১১ ই মে, ২০১৮ রাত ১:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: ঠিক ভাই ।শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.