নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন ছোট্র কিন্তু সুন্দর।

।।।।হেরে যাব বলে তো সপ্ন দেখেনি।।।।

ইন্জিনিয়ার জনি

বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যে সব পাতায় পাতায়- শিখছি সে সব কৌতুহলে সন্দেহ নেই মাত্র। বিশ্ব জোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

ইন্জিনিয়ার জনি › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার সুন্দর একটি মসজিদ ও নয়নাভিরাম দৃশ্য পটের ছবি ব্লগ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

যখনি সময় পাই সিঙ্গাপুর থেকে শুধু মাত্র একটি মসজিদ দর্শনে ছুটে যাই যোহর, মালয়েশিয়া। অসম্বভ সুন্দর একটি ছোট পাহাড় সদৃশ একটি টিলার উপর একটি মন মাতানো কারুকার্য খচিত একটি মসজিদ। আর কথা বাড়াচ্ছি না, যারা দেখেন নি তাদের জন্য এই ছবি ব্লগ।












মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর মসজিদ, সুন্দর ছবিব্লগ +++++++

ভালো থাকবেন :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

ইন্জিনিয়ার জনি বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

রাবেয়া রব্বানি বলেছেন: সুনদরর কিন্তু সানি প্লেস। ঘুরা যায় না বেশিক্ষণ

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

ইন্জিনিয়ার জনি বলেছেন: সহমত। ধন্যবাদ মন্তব্যর জন্য।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

নির্বোধ পাঠক বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর। জোহর অনেক গিয়েছি কিন্তু এই মসজিদটি নজরে পড়েনি।
এটা কি চাঙ্গি নদীর পাড়ে ক্যাপিটাল টাওয়ারের পাশে না কি সুলতানের প্রসাদে?

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

ইন্জিনিয়ার জনি বলেছেন: না ভাই, এটি সিঙ্গাপুর - জোহর লিংক পয়েন্ট এর জোহর অংশে। উডল্যান্ডস চেক পয়েন্ট পাড় হলেই একটু পরে। বাস অথবা ক্যাব দিয়ে যেতে হয়। ৫ কিমি এর মধ্যে সিটি সেন্টার থেকে।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মদন বলেছেন: +++

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

জুন বলেছেন: অপুর্ব নৈসর্গিক সৌন্দর্য্য বেষ্টিত মসজিদটি সত্যি আকর্ষনীয় স্থাপত্যশৈলীতে তৈরী মনে হলো ছবি দেখে ইঞ্জিনিয়ার জনি।
আমি ক্র্যাব আইল্যন্ড যাবার পথে সেলাংঘরের ব্লু মস্ক দেখেছিলাম। সত্যি অসাধারন নান্দনিক ডিজাইন নীল আর সাদার সংমিশ্রনে ।
+

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

ইন্জিনিয়ার জনি বলেছেন: অনকে ধন্যবাদ অাপনাকে। আপনার ভ্রমন ব্লগ ভিশন ভালো লাগে।
আমিও পছন্দ করি ঘুরতে অজানাকে জানতে। অনকে শুভ কামনা আপনার জন্য। সিঙ্গাপুর ভ্রমনের আমন্ত্রন রইল। ভাল থাকবেন।

৬| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, বেশ সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.