নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম বেয়াদব

আমি ফাহিম। লেখালেখির প্রতি ভাললাগা থেকে ব্লগ খোলা

ফাহিম বেয়াদব › বিস্তারিত পোস্টঃ

মুখোশ

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৪

আমাদের সমাজে বাবা-মা’রা ছোট থাকতেই তাদের সন্তানদের মুখে সামাজিক জীবের মুখোশ পরিয়ে দেয়। মুখোশ পরে থাকলে আদর আর না পরে থাকলে বেতের বাড়ি। আদরের লোভ আর বেতের বাড়ির ভয়ে সবাই তাই সেই মুখোশ পরেও থাকে। একটা সময় আসে যখন ক্রমাগত মুখোশ পরে থাকতে থাকতে তাদের মুখটাই মুখোশের আকৃতির হয়ে যায়। নিজেকে চেনার,নিজেকে জানার তখন আর প্রশ্নই উঠে না। যখনই কেউ মুখোশ খুলে নিজের রাস্তা নিজে খুজে নিতে চায় তখনই সেই ‘’সামাজিক মুখোশ’’ সিন্দবাদের ভূতের মত তার ঘাড়ে চেপে বসে আর মুখোশ পরতে বাধ্য করে তাকে নিয়ে যায় সামাজিক গোলকধাধায়, যার অলিতে-গলিতে ঠোকর খেতে খেতে সে নিজের নিজস্বতাকে হারিয়ে ফেলে। সব মানুষই ডানা নিয়ে জন্মায় কিন্তু সমাজ চায় না যে সবাই উড়ুক। সবাই উড়লে সমাজের রথ বয়ে নিয়ে যাবে কারা! সে জন্যই তার সবার মুখে মুখোশ আটা আর ডানা কাটা। সমাজের ‘আদর্শ’ হওয়ার লোভ আর ‘আদর্শ সমাজ’এ ‘সুন্দর জীবন’এর লোভ মানুষকে আত্মপরিচয় না খুজে সামাজিক পরিচয় খোজার পথে ছোটায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.