নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারদীন নিশ্চিন্ত

ফারদীন নিশ্চিন্ত

আমি কে? যেদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেদিন পৃথিবীতে আর একটাও রহস্য অবশিষ্ট থাকবে না।

ফারদীন নিশ্চিন্ত › বিস্তারিত পোস্টঃ

আউট দে - আউদ্দে

৩১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

কোনো ব্যাটসম্যানের আউট হওয়ার সম্ভাবনা তৈরি হলে আম্পায়ারের উদ্দেশ্যে বোলার ও ফিল্ডারগণ দু হাত উচিয়ে চিৎকার করে উইকেট দাবী করে। ক্রিকেটের ভাষায় এই চাওয়াটাকে বলা হয় আপিল। ক্রিকেট আইন অনুযায়ী আপিল না করা হলে আম্পায়ার নিজ থেকে আউট দিতে পারেন না।

ব্যাটসম্যানকে আউট করার উদ্দেশ্যে বোলার ও ফিল্ডারদের আপিলের ভাষা হলো 'হাউজদ্যাট' শব্দটি। 'হাউ ইজ দ্যাট' এর সংক্ষিপ্ত রূপ 'হাউজদ্যাট' জোরে উচ্চারণের মাধ্যমে আপিল করা হয়।

তবে আমাদের বাঙ্গালীদের নিজস্ব একটা আপিলের ভাষা আছে। আর সেটা হলো 'আউদ্দে'। 'আউট দে' এর সংক্ষিপ্ত রূপ 'আউদ্দে' জোরে উচ্চারণের মাধ্যমে আমরা আপিল করে থাকি।

আপিল করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ভাষা রয়েছে। তবে আমাদেরটাই সবচেয়ে বৈচিত্রপূর্ণ। "আউদ্দে" শব্দটিকে ঘিরে রয়েছে বাঙ্গালীর ক্রিকেটের হাজার হাজার অনুগল্প। যারা ক্রিকেট ভালবাসেন তাদের প্রত্যেকের এই শব্দটিকে ঘিরে রয়েছে শৈশব কৈশরের কোনো ক্রিকেটীয় স্মৃতি।

মাঠে, শুকনো বিলে, পার্কে - ক্রিকেট খেলা যেখানেই হোক, সেখানে সমস্বরে শুনতে পাওয়া যায় 'আউদ্দে' কিংবা 'আউট দে'।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

দুর্জয় বিশ্বাস বলেছেন: আমি আগে ভাবতাম,শুধু চট্টগ্রামের মানুষরাই 'আউদ্দে' শব্দটা ব্যবহার করত।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

রাােসল বলেছেন: So far I know, that is " How was that" means what is your (Umpire) opinion.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.