নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারদীন নিশ্চিন্ত

ফারদীন নিশ্চিন্ত

আমি কে? যেদিন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেদিন পৃথিবীতে আর একটাও রহস্য অবশিষ্ট থাকবে না।

ফারদীন নিশ্চিন্ত › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটের যতোসব শট্

০৩ রা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০০



ব্যাট দিয়ে বল মোকাবেলা করার নাম ব্যাটিং। ব্যাটিং করা ক্ষেত্রে ব্যাটসম্যান বিভিন্ন কৌশলে বল মোকাবেলা করে থাকেন। বল মোকাবেলার বিভিন্ন পদ্ধতিকেই ক্রিকেটের ভাষায় শট্ বলা হয়। বিভিন্ন ধরনের শটের কথা আমরা ক্রিকেট ধারাভাষ্যে শুনে থাকি। চলুন, একে একে আমরা ক্রিকেটের বিভিন্ন শট্ সম্পর্কে জানার চেষ্টা করি।


০১। এগ্রিকালচারাল শট:
জোরে ব্যাট চালিয়ে খেললে কখনো কখনো ব্যাটের আঘাতে পিচের মাটি উঠে আসে। বাজে শট খেলার ফলেই এটা হয়। এই ধরনের শটকে ব্যাঙ্গ কে এগ্রিকালচারাল শট বলা হয়।

০২। এক্রস দ্যা লাইন:
বলের লাইনের সাথে তাল মিলেয়ে এই ধরনের শট খেলা হয়। যে লাইনে বল আসে, ঠিক সেই লাইনে ব্যাট চালানো।

০৩। এটাকিং শট্:
আক্রমাত্মক ব্যাট চালিয়ে খেলা। বেশি রান তোলার জন্য জোরে হিট করে এই ধরনের শট খেলা হয়।

০8। ব্যাক ফুট শট্:
ব্যাক ফুট অর্থাৎ পেছনের পায়ে ভর দিয়ে এই ধরনের শট খেলা হয়।

৫। কাট:
অফ স্টাম্পের বাইরে থাকা শর্ট বলের ক্ষেত্রে এই ধরনের শট খেলা হয়। দেখলে মনে হয়, ব্যাট দিয়ে ব্যাটসম্যান কিছু একটা কাটছেন।

০৬। স্কয়ার কাট:
স্কয়ারের দিকে যে কাট শট খেলা হয়।

০৭। সুইপ:
হাটু গেড়ে বসে ঝাড়ু দেওয়ার মতো ভঙ্গিমায় এই ধরনের শট্ খেলা হয়। স্পীন বল বা স্লো বলে এই ধরনের শট খেলে স্বাচ্ছন্দ পাওয়া যায়।

০৮। পুল:
ব্যাট ঘুড়িয়ে খেলার একটি কৌশল। সাধারনত শর্ট বলে এই ধরনের শট্ খেলা হয়। লেগ সাইডে ঘুরিয়ে দ্রততার সাথে এই শট্ খেলতে হয়।

০৯। ক্রস ব্যাট শট্:
অনেকটা কাট বা পুল শটের মতোই। মাঠের সমান্তরালে খেলতে হয়।

১০। ডিলস্কুপ:
এটি সম্ভবত সবচেয়ে নতুন স্টাইল। ২০০৯ সালে তিলকারত্নে দিলশান এই ধরনের শট প্রথম খেলেন। তার নাম অনুসারেই এর নাম দেওয়া হয় ডিলস্কুপ। এই শটের মাধ্যমে মাথার উপরে আলতো ছুয়ে দেয়ার মাধ্যমে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বল সীমানায় পাঠানো যায়।

১১। ফ্রেঞ্চ কাট:
এক ধরনের কাট শট্। ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পের সামান্য দুরত্ব দিয়ে বল চলে যায়। এটি 'চাইনিজ কাট', ' সারে কাট', ইত্যাদি নামেও পরিচিত।

১২। হ্যাক:
দুর্বল ব্যাটসম্যান যখন প্রচন্ড জোরে ব্যাট চালান। আক্রমনাত্বক ধরনের শট্।

১৩। হিল ক্লিপ:
কোমর বরারবর আসা বল হাত ঘুরি সুইপ করে স্কয়ার লেগের দিকে জোরের সাথে খেলা শট। এটি ব্রায়ান লারার উদ্ভাবিত বিশেষ শট্।

১৪। হুক:
কাঁধেরর উপরের বল লেগ সাইডে পাঠানোর উদ্দেশ্যে খেলা এক ধরনের শট্।

১৫। প্যাডেল সুইপ:
এক ধরনের সুইট শট, ব্যাটের স্পর্শ লাগার পর লেগ স্টাম্পের সামান্য বাইরে দিয়ে বল বেরিয়ে যায়।

১৬। রিভার্স সুইপ:
ডান হাতি ব্যাটসম্যান যখন বাম ঘুরে বামহাতি ব্যাটসম্যানের মতো সুইপ শট্ খেলেন এবং বাম হাতি ব্যাটসম্যান যখন ডান দিকে ঘুরে ডানহতি ব্যাটসম্যানের মতো সুইপ শট্ খেলেন।

১৭। স্লগ:
হাওয়ায় ভাসিয়ে শক্তিশালীভাবে দ্রুততার সাথে এই শট্ খেলা হয়। প্রচুর জোর খাটিয়ে খেলতে হয়।

১৮। স্লগ সুইট:
শক্তিশালী সুইপ শট। স্পিন বোলিং মোকাবেলার ক্ষেত্রে এই শট্ খেলা হয়।




আরো অনেক ধরনের শট আছে ক্রিকেটে। তবে উল্লেখিত শটগুলোই বেশি প্রচলিত। ব্যাক্তিগত আগ্রহ থেকেই বিভিন্ন শট্ সম্পর্কে জানার চেষ্টা করেছি। অনেক ঘাটা-ঘাটি করে এতোটুকুই জানতে পেরেছি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ।

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকগুলো শর্ট শিখে গেলাম, ভালো লাগলো পোষ্ট

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১

ফারদীন নিশ্চিন্ত বলেছেন: জ্বি, ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.