নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ কবিতা ও চোর

০৩ রা মে, ২০১৭ সকাল ১০:৩৪



(এক)

অবশেষে আমি একটা ভাব কবিতা লিখেই ফেল্লাম, যেমন-

অন্ধকার হারিয়েছি অন্ধকারে
দুঃখ গুলো পাচ্ছিনা কোথাও খুঁজে
সুখের পায়রা উড়ে আকাশ জুড়ে
শান্তির বাতাস বহে নিরিবিলি
এতটুকুইতো জীবন!
মনকে কষ্ট দিয়ে লাভ কি?

লজ্জা খেয়েছি পুড়ে ভেজে
শংকা মরেছে পদপৃষ্ঠে
সংকোচেরা সব হয়েছে উদাও
আলস্য আজ নেই দৃষ্টি গোঁচরে
সাহসের সিঁড়ি বেয়ে বেয়ে দেখি
আমি রয়েছি সাফল্য চুড়ায়।

বেয়াক্কেল মনে আগুন জ্বালায়
আক্কেল ঢালে পানি
বুদ্ধিমান সুখকে সাজায় জীবনের পরতে পরতে
দুঃখকে ধুয়ে-মুছে করে ফেলে সাফ
তৃপ্ত মনে তাকিয়ে দেখে শান্তি পূর্ণিমায়
জীবন এক অসাধারণ কবিতা!

শেষ দুই শব্দ নিয়ে কবিতার নাম দিলাম,‘অসাধারণ কবিতা’। এখন এ কবিতা মানুষকে জানানোর উপায় কি? ভাবলাম কবিতা চোরকে দিয়ে আসি তারা আমার কবিতা প্রচার করবে। তাদের নামে প্রচার করলেও করবে তো! তবে এ কবিতা আমি যেই সেই চোরের হাতে তুলে দিতে চাইনা্ আমার লাগবে অসাধারণ কবিতা চোর।

(দুই)

অসাধারণ কবিতা চোর

আমি কবিতা লয়ে রাস্তায় বের হলাম। পথে ফেলুদা খ্যাত বিলি রহমানের সাথে দেখা। বিলি বলে কোথায় যাচ্ছেন? -বল্লাম, চোরের বাড়ি। -বল্লেন, কেন? - বল্লাম, কবিতা দিয়ে আসতে। -বল্লেন, আপনার কবিতা নিবেনা। চোর নিবে ফাতেমা ছবির কবিতা। -বল্লাম, অসাধারণ কবিতা। -বল্লেন, নিজের ঢোল নিজে পিটান? তখন সেথায় আসলেন কাউয়ার জাত, বল্লেন দেখিতো অসাধারণ কবিতা! আমি মূলার মতো দাঁত কেলিয়ে, তার হাতে কবিতা ছেড়ে দিলাম। পড়ে তিনি বল্লেন, সব পোষ্ট হিট করার ধান্ধা। সেথায় এলেন চাঁদগাজি। তিনি বল্লেন, দেখিতো কার খোয়াড়ের ছাগল আবার কবি হয়েছে? কবিতা পড়ে বল্লেন, কবিতা নোবেল কমিটিতে পাঠায়ে দেন। ততক্ষণে সেখানে ছোট খাট একটা জটলা তৈরী হলো। সেথায় দেখলাম কাল্পনিক ভালবাসাকে। তিনি বল্লেন, আপনি একজন সাধারণ ব্লগার। আপনি অসাধারণ কবিতা লেখেন ক্যামনে? ফাইজলামির আর জায়গা পাননা মনে হয়। সুভদ্র ডঃ এম এ আলী বল্লেন, আপনাদের মনে হয় কোথাও ভুল হইছে। ইনিতো জীবনকে অসাধারণ কবিতা বলছেন। মোহাম্মদ আব্দুল হাক মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলেন। মাঝে মাঝে আবার মনে হলো কিছু কথা লিখে রাখছিলেন। নাঈম জাহাঙ্গীর নয়নকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় মেঘ নিয়ে কবিতা লেখার কল্পনা করে। এসব কবি পারেও বটে। এরা যা নিয়ে কবিতা লিখতে মন চাইবে তাই নিয়ে একখান কবিতা লিখে ফেলবে। শাহরিয়ার কবির, মোস্তফা সোহেল, নীল পরি, নতুন নকিব, মাহমুদুর রহমান সুজন। সমিউল ইসলাম বাবুও এমন। নাগরিক কবি এমনকি সুইডেন প্রবাসী ওমেরাকেও দেখছি আজকাল কবিতা লেখে। সামুতে কবির ছড়াছড়ি।
অথচ আমি পারিনা কিছুই। না পারি স্ত্রীর মনযোগাতে, না পারি পাবলিকের মন যোগাতে। একটু অন্য মনস্ক হয়েছিলাম, এমন সময় পিছন থেকে একজন বল্ল, কবিতাটা আমার হাতে দেন। আমি নিজ হাতে আমার কবিতা তার হাতে তুলে দিতেই সে দাঁত কটমট করে বল্ল, এবার বলেন, এটা আপনার কবিতা! যত্তসব আপদ। আমার কবিতা নিয়ে বাহাদুরী হচ্ছে? সে কবিতা নিয়ে দ্রুত গতিতে চলে যেতে থাকল। আমি আর্তস্বরে চিৎকার দিতে থাকলাম। চোর চোর চোর, ‘অসাধারণ কবিতা’ চোর!
চিৎকার দিতে দিতে গলা ভাঙ্গার পর মনে হলো এ আমি কি করছি? আমিতো এটাই চেয়েছি। কথায় বলে চোর গেলে বুদ্ধি হয়। যখন আমার বুদ্ধি হয়েছিল তখন সত্যি সত্যি চোর চলে গিয়েছিল।

ছবির গল্প

কবি কুমারের বাকদত্তা কবিতা কুমারী। কিন্তু তাদের এখন মিশতে বারণ। বাল্য সাথীকে ছাড়া কত আর থাকা যায়। তাই এক দিন কবি কুমার সবার চোখ ফাঁকি দিয়ে কবিতা কুমারীকে নিয়ে বেরিয়ে পড়ল। কিছুটা সময় একত্রে কাটাবে বলে। কবিতা এতে দারুণ খুশী।

বিঃদ্রঃ এটি একটি গল্প
(ছবি ইন্টার নেট)

মন্তব্য ৩৮ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:০০

মোঃ কাওছার ইসলাম বলেছেন: হা হা হা ,
হাসিয়েছে আমায়।
শুধু কবিতাই অসাধারন নয় । বরং গল্পটাও অসাধারন হয়েছে।

তাই আমি বলতে চাই কবিতার কবি শুধুই কবি নয়, বরং অসাধারন লেখকও বটে।

পোস্টি অনেক অনেক সুন্দর হয়েছে।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্যও হয়েছে সেই রকম। আল্লাহ আপনার মঙ্গল করুন।

২| ০৩ রা মে, ২০১৭ সকাল ১১:২৩

এনায়েত হোসাইন বলেছেন: ভালো কে অবশ্যই ভলো বলতে হবে আর ভালোকে যদি ভালো না বলি তা হলে আমি কৃপনের তালিকায় লিপিবদ্ধ হয়ে যাবো । কবিতা এবং গল্পটা অসাধারন হয়েছে পড়ে অনেক মজা পাইলাম !!এত সুন্দর কবিতা এবং গল্প পোষ্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন।

৩| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: মনকে কষ্ট দিয়ে লাভ কি? আসলেই মনকে কষ্ট দিয়ে কোন লাভ নেই। মন মনে হয় শুধু শুধুই কষ্ট পাই।
ফেলুদা বিলি ভাইয়াকে তো কোথাও পাচ্ছি না। উনি কি আবার গুম হয়ে গেলেন!

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনকে ভাল রাখা গেলে ভাল থাকা যায়।

৪| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ হাসতে হাসতে মইরা যাইমু রে হাহাহাহ
এত্তগুলা সুন্দর হইছে পোস্ট

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হ্যাঁ আপনার পোষ্টের একটু রিভিউ না দিয়ে থাকতে পারলাম না। অসাধারণ লিখেন আপনি।

৫| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: দারুন লাগলো।

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরির আগমনে ধন্য হলাম। অবশ্য পরে পরীর নামটিও গল্পে দিয়ে দিয়েছি। যাক সময় পেলে পরীকে নিয়ে আরো গবেষণা করা যাবে।

৬| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন +++

ভাই আপনি কেমন আছেন ?

০৩ রা মে, ২০১৭ রাত ৮:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি প্রিয় কবি।

৭| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা গল্প দুটোতেই মুগ্ধতা। এ এক অসাধারণ আন্তরিকতার প্রকাশ। প্রথমেই ভালোবাসা ভরে শ্রদ্ধা।


সত্যিই জীবন একটা অসাধারণ কবিতা!
এই কবিতায় সব আছে,
দুঃখ যেমন আছে
তেমনি কমতি নেই কোন ভালোবাসা।
হাসি কান্না আবেগ মূর্ছনা,
প্রীতি অপ্রীতি নিয়ে শেষ বেলা পর্যন্ত
দূরন্ত ছোটে চলাই এই কবিতার বৈশিষ্ট্য।
সত্যিই,
সত্যিই জীবন এক অসাধারণ কবিতা।
একে খুব যতনে রাখতে হয়,
সাজাতে হয় দুঃখকষ্টের ভাঁজে ভাঁজে
নিঃস্বার্থ সুখানুভূতি আর অমিত ভালোবাসায়।
আলোকিত রাখতে এই কবিতার ভেতরবাড়ি
বিশ্বাসের আলোয়।
তবেই তো এই কবিতার সার্থকতা-
উপলুব্ধ অনুভূত জনেজনে প্রাণ-মনে।
সত্যিই জীবন এক অসাধারণ কবিতা।
সেই কবিতা তো করবেই চুরি চোরে...।

অনেক ভালো লাগা রেখে গেলাম প্রিয় কবির প্রিয় কবিতা আর সুন্দর একটা রম্য গল্পে। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়েই চলেছে দিনদিন। এই ভালোবাসা ধরে রাখার সৌভাগ্য আর দৃঢ়তা যেন ধরে রাখতে পারি। দোআা কামনায়....।

"নাঈম জাহাঙ্গীর নয়নকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় মেঘ নিয়ে কবিতা লেখার কল্পনা করে। এসব কবি পারেও বটে। এরা যা নিয়ে কবিতা লিখতে মন চাইবে তাই নিয়ে একখান কবিতা লিখে ফেলবে।" আপনার এই ভালোবাসার মুগ্ধতা কি করে প্রকাশ করবো ভাই , শ্রদ্ধা আর ভালোবাসা আপনার জন্য, অফুরন্ত থাকুক অনন্তকাল।

অখাদ্য কুখাদ্য আমি লিখে চলি যতসব অ'কবিতা
সামু আমারে করলো কবি দিয়া উদার ভালোবাসা

কৃতজ্ঞতা আর শ্রদ্ধা রাখিব সবসময়, রাখিব সবার প্রতি গভীর ভালোবাসা।

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি সাহিত্যের সব শাখাতেই বিচরনের চেষ্টা করছেন। সরকারীর চাকুরীর পাশাপাশি আপনি এখাতে অনেক সময় ব্যায় করেন। হয়ত এ সময় অন্য কাজে ব্যায় করলে কিছু টাকা আসলেও আসতে পারতো। কিন্তু সাহিত্যিকরা জাতির দায়বদ্ধতা ছাড়তে পারেনা বলে নানা ভাবে নিগৃতি হয়। অথচ মানুষ তাদের লেখা পড়েই জ্ঞানবান হয়। হয়ত এখানেই তারা স্বর্থকতা খুঁজে পান। আমি চাই আপনার কষ্ট স্বীকৃতি দ্বারা সিক্ত হোক। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

৮| ০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


কবিতাও সুন্দর হয়েছে, মাঝে মাঝে বাস্তবতাকে ছেড়ে বলাকা হওয়া কঠিন কিছু নয়; তারপর আবার ফিরতে হয় ধুলার ধরায়!

০৩ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আসলে এখানে পরোটাই গল্প। কবিতা গল্পের অংশ মাত্র। ব্যাপরটা মনে হয় কেউ খেয়াল করছেনা। অথচ আমি কথাটা বলেও দিয়েছি। তবে আপনার মন্তব্যগুলো বরাবরের মত সুন্দরই আছে।

৯| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই গল্পটি পড়ে মনে হয়েছিল ফরিদ ভাইয়ের রষিকতায় পড়েছি, হুম ভাবছি ফরিদ ভাই ................ওনি এতো হিউমার রাখেন কোথায়!!! ওনার ছবিতেে তা দেখা যায়না!
যেমন কমলা সুন্দরীকেতো তার গ্লামারে বুঝা যায় সে যে সুন্দরী। যারা হিউমার প্রবন ব্যাক্তি তারা অপরকে হাসাতে পারে নিজে হাসেন না হয়তো। পরের তরে যখন সাহিত্য ফরিদ ভাইতো আর নিজের তরে হতে পারেন না।

কিন্তু একি দেখলাম আমাকেও ছাড়েননি! আমি বসে সবার পড়া পড়তে পড়তে এখান- ওখান থেকে দুই একটি শব্দ নিঙ্গড়িয়ে একত্র করে পোস্ট করে দেই। সবার সাথে থাকা মাত্র ,কবিতার জন্য বা কবি হবার দূরস্বপ্ন ও দেখিনা। আব্দুল হক আমার গুরু বলেছেন,'কবি হলে কষ্টে দিন কাটে।'

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: লিখতে আপনাকে হবেই। আপনারা আবার আমলদার মানুষ। জানেনতো বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। সুতরাং লিখছেন, লিখবেন। আর িএভাবেই এক দিন বেরিয়ে আসবে অনেক ভাল লেখা যা পড়ে মানুষ উপকৃত হবে। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন। নতুন নকিব ও আপনাকে আমি পথিকৃত মানি।

১০| ০৩ রা মে, ২০১৭ রাত ৮:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায় হায় মাইরালাইছেনরে ভাই। আপনি গুনিজন ভাই। আমি যাদের খোঁজি তাদের একজন আপনি। ভরসা মাত্র এই সুস্থ্যধারা। সবাই বিদ্যান কিন্তু সঠিক পথের কয়জন ভাই। যারা মশাল জ্বেলে পথ পারি দিয়েছে তাদেরকে আমরা কান্ডারী বলি। আপনি তাদের দলের। আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান দিবেন। আলোর পথ সেতো অতি উত্তম। আমি অনুজ আমাকে দোয়া আর দয়া দুই নজরে দেখবেন।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিনয় গুনির ভূষণ। আল্লাহ আপনার সার্বিক মঙ্গল করুন-আমিন।

১১| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন বলেছেন কবি। ভালো লাগলো।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে আমি কবির একখানি মন্তব্য পেলাম। শুভেচ্ছা নিরন্তর।

১২| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চৌধুরী সাহেব, আমি বুকে পাথর চেপে ৩০ বছর গত করেছি। এখনও আমি নির্ভীক হতে পারিনি, যদিও আমার ১২ খান উপন্যাস আমাজনে প্রকাশ হয়েছে। এখন আমার লেখা চুরি হলে আমি মামলা করতে পারব এবং আমাজন খরচ বহন করিবে। কারণ আমি লেখা সংরক্ষণের দায় ভার তাদের।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার কথা জেনে অনেক খুশী হলাম। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

১৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:০২

সুমন কর বলেছেন: হাহাহা............ব্যাপক মজা পেলাম। ২৭ নং +।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অবশেষে কবি এলেন। আর তাই আমারো ভাল লাগল।

১৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১২:৫৮

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কবিতায় +++

গল্পটা বেশ মজার ছিল। বিলি ভাই এবার আমার উপর কারফিউ জারি করবে :D মনে হয় B-)

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আলো নাম নিয়ে ভালই আলো ছড়াচ্ছেন বস! মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৫| ০৪ ঠা মে, ২০১৭ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কবিতা ও লিখা
দারুন লিখেছেন
জীবন এক অসাধারণ কবিতা!

অনেক শুভেচ্ছা রইল ।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আপনার প্রতিটি মন্তব্যই আমার জন্য অনুপ্রেরণা। আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

১৬| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৩

শূন্যনীড় বলেছেন: অনেক সুন্দর। কবিতা ও গল্প, দুটোই চমৎকার

শুভ হোক।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শূন্যনীড় ভরে উঠুক ঐশ্বর্য ও সুখে। মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৭| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০০

কানিজ ফাতেমা বলেছেন: কবিতা, গল্প এবং ছবির গল্প তিনটির সমন্বয়ে মুগ্ধ । চমৎকার স্যাটায়ার ।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করছি ।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার এদিকটায় আপনার পদধুলি কম পড়ে। যাক এসেছেন খুশী হয়েছি। আল্লাহ আপনার সার্বিক মঙ্গল সাধন করুন।

১৮| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:১১

ধ্রুবক আলো বলেছেন: জীবন এক অসাধারণ কবিতা

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বস বিষয়টা বুঝতে পেরেছেন তাই ধন্য হলাম।

১৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২৬

অচিন্ত ব্যানার্জী বলেছেন: অনেক সুন্দর কবিতা। এই কবিতার কবি শুধু
কবিই নয়, বরং অসাধারন লেখকও বটে।

০৫ ই মে, ২০১৭ সকাল ৮:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.