নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

তারপর যা হলো তা’ উপরেই লেখা আছে

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:২৬


পূর্ণিমার রাত। ছাদের গাজী ট্যাঙ্কটার উপর দেখছি চাঁদটা। চাঁদ আর গাজী চাঁদগাজী, ভালই লাগল।
নয়ন ফাতেমার ছবি আঁকছিল নতুন নকিব এসে বল্ল, সিন্দাবাদ জাহাজি তার সব ছবি কিনবে। বিদেশে হাতে আঁকা এসব ছবির নাকি ভাল দাম পাওয়া যায়।
আব্দুল হাক তার নাতনি ওমেরার সাথে গল্প করছিলেন। নীল পরির গল্প। ডঃ এ এম আলী বল্লেন, এখন আর পরীর পিঠে চড়ে উত্তরে যেতে হয়না। বিলিয়ার রহমান বল্লেন, মেয়াভাই কথা ঠিক কইছেন। বিজন রায় ভাবছিলেন, সেকালে বিজন প্রান্তরে কতনা পরী উড়ে বেড়াতো। হায় আমার সেকাল!
মৌমুমু কাল্পনিক ভালবাসা নিয়া কি কবিতা লেখা যায় সেকথা ভাবছিলেন। সুমন কর তাকে বল্লেন, পুরস্কারের ১৫% কিন্তু আমাকে কর হিসেবে দিতে হবে। সামিউল ইসলাম বাবু বল্লেন, কবির কষ্টের কথা বিবেচনায় কর কমিয়ে ১০% করেন, আমি অনুরোধ করলাম।
জুন সাদামনের মানুষকে বল্লেন, চলেন এবার আমরা নুরুন নাহার লিলিয়ান ও কলিমদ্দিন দফাদরকে নিয়ে একসাথে ভ্রমনে বের হই। সাহিদা টুনটুনি ও টমাটু বল্লেন, ভ্রমনের সাথে সাথে পোষ্ট দিলে আমরাও আপনাদের ভ্রমনের বিষয় জানতে পারব।
প্রামাণিক ভাবছিলেন ভ্রমরের ডানা নিয়ে একটা দারুন ছড়া লিখবেন। লিটন বল্ল ভাই কি করি আজ ভেবে না পাই, তাই আজ একটু কাউয়ার জাতের কথা ভাবছি।
হুমায়ুন জাহিদ আসমা কেয়ামনি পার্থ অচিন্ত ফারজানা শারমিন ইলা ইসরাত নিয়াজ ভাবনা রিয়াদ এনায়েত শোভন কাউছার ওসমান হাসান আসাদ সাইফুল মিশু সালমা রাছেল বসে আড্ডা মারছিল। নাগরিক কবি এলে সবাই চেপে ধরল। আজ আপনার একটা কবিতা শুনবই শুনব।
মাহমুদুর রহমান সুজন ধ্রুবক আলো মোস্তফা সোহেল বসেছিলেন শাহরিয়ার কবিরের অপেক্ষায়। সবাই মিলে ঠিক করলেন নিয়মিত কবি আড্ডার ব্যবস্থা করা হবে। রাবেয়া রাহীম ও বিদ্রোহী ভৃগু অপ্সরা ও সায়মা বল্লেন, তোমরা শুরু কর আমরাও সাথে আছি।
লক্ষণ ভান্ডারী, পি কে বড়ুয়া রূপক বিধৌত নতুন শেয়াল বল্লেন ব্লগে স্বাধীণতা বিরোধী কারা সেটা খুঁজে বের করা দরকার।
রীনা বল্লেন অরুনী মায়ার জন্য তাঁর অনেক মায়া। রেজা ঘটক বল্লেন বিয়ে না হলে বলেন পাত্র দেখি।
আরিল্ড ক্লকার বল্লেন, অনেক কথাই জানা হলো। যাক আপনারা কিন্নরীর জন্য দোয়া করবেন।ও যেন ভবিষ্যতে বাংলাদেশ ও নরওয়ের জন্য কাজ করতে পারে। মতৃভূমি-পিতৃ ভূমি বলে কথা।! জাহিদ অনিক বল্ল আমিও সবার দোয়া কামনা করি।
গেম চেঞ্জার ক্লেডলকে বল্ল, প্রেমিকা-প্রেমিকের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ল, এ নিয়ে তারা দু’জন খুব হাসছিল। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে যদিও সেসব আমার মনে নেই। একজন বলেছিল ১০ তারিখ বৌদ্ধ পূর্ণিমা সেখান থেকেই ঘটনার সূত্রপাত। চাঁদের কথা মনে হলো, তারপর যা হলো তা’ উপরেই লেখা আছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +২৯/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৩

নতুন নকিব বলেছেন:



ফরিদ ভাই,
নিরবচ্ছিন্ন সাধনা চলছেই।

ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৭ রাত ৯:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

২| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, হাসাহাসি পরে হবে, আগে কন এত্ত এত্ত সব নাম আপনে মুখস্থ করলেন কেমনে! কাউরেই তো বাদ দেন নাই। সবাই আছে আপনার কাছে। আপনার রঙ্গ রসিকতা আমার ভালো লাগে, বেশি ভালো লাগে আপনার এমন পারদর্শিতা দেখে। পারেন আপনি সবই। আপনার থেকে বাঁদ পড়ার কোন চান্স নাই। এখানে আমার সবসময় কৃতজ্ঞতা থাকে। এমন ভালোবাসাময় থাকুক সবার ব্লগবাড়ি, গড়ে উঠুক সবার সাথে আত্মসেতুবন্ধন।

ছবি আপুর ছবি দেখতে পারিনি এখনো। তবে আপুর যে গুণাগুণ তা মনের ফ্রেমে এমন কবি শ্রদ্ধা আর ভালোবাসার জ্যোতি হয়েই থাকে। আমিও তাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার চোখে দেখি অনেককে, তাদের গুণ দেখেই শ্রদ্ধা এসে যায়। যেমন আপনি। আপনি মানেই মন ভালো হওয়ার ঔষুধ। আপনার জন্য তো শ্রদ্ধা ভালোবাসা এমনিতে আসবে, শ্রদ্ধা ভরেই দেখি স্মরণ করি। ভালোবাসা জানবেন সবসময়।

কৃতজ্ঞতা শ্রদ্ধা আর ভালোবাসা চির অম্লান থাকুক।
শুভকামনা সবসময়।

০৮ ই মে, ২০১৭ রাত ৯:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৩| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, হাসাহাসি পরে হবে, আগে কন এত্ত এত্ত সব নাম আপনে মুখস্থ করলেন কেমনে! কাউরেই তো বাদ দেন নাই। সবাই আছে আপনার কাছে। আপনার রঙ্গ রসিকতা আমার ভালো লাগে, বেশি ভালো লাগে আপনার এমন পারদর্শিতা দেখে। পারেন আপনি সবই। আপনার থেকে বাঁদ পড়ার কোন চান্স নাই। এখানে আমার সবসময় কৃতজ্ঞতা থাকে। এমন ভালোবাসাময় থাকুক সবার ব্লগবাড়ি, গড়ে উঠুক সবার সাথে আত্মসেতুবন্ধন।

ছবি আপুর ছবি দেখতে পারিনি এখনো। তবে আপুর যে গুণাগুণ তা মনের ফ্রেমে এমন কবি শ্রদ্ধা আর ভালোবাসার জ্যোতি হয়েই থাকে। আমিও তাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার চোখে দেখি অনেককে, তাদের গুণ দেখেই শ্রদ্ধা এসে যায়। যেমন আপনি। আপনি মানেই মন ভালো হওয়ার ঔষুধ। আপনার জন্য তো শ্রদ্ধা ভালোবাসা এমনিতে আসবে, শ্রদ্ধা ভরেই দেখি স্মরণ করি। ভালোবাসা জানবেন সবসময়।

কৃতজ্ঞতা শ্রদ্ধা আর ভালোবাসা চির অম্লান থাকুক।
শুভকামনা সবসময়।

০৮ ই মে, ২০১৭ রাত ৯:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

০৮ ই মে, ২০১৭ রাত ৯:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

৪| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

হাফিজ রাহমান বলেছেন: ভাই ! বেশ চমৎকার আইডিয়া। আহামরি রকমের বিনোদন বলা চলে। ধন্যবাদ।

০৮ ই মে, ২০১৭ রাত ৯:১০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কাউয়ার জাত বলেছেন: এতদিন শুনে এসেছি সরকারের মধ্যে ছায়া সরকার।
ব্লগের মধ্যেও যে একপাল নিক দিয়ে ছায়া ব্লগ কায়েম করা যায় তা বাস্তবে প্রমাণ করে ছাড়লেন জনাব ফরিদ আহমদ চৌধুরী!
বেস্ট অফ লাক!

০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমি যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক। আমাদের প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে সচিবও রয়েছে। আমি নিজে বিশ বছরে ১৬০০ জনকে কম্পিউটার শিখিয়েছি। সুতরাং আপনাদের ব্লগে আমার অসখ্য ছাত্র-ছাত্রী রয়েছে। আমি ব্লগিং করি আমার আসল ছবি দিয়ে তো আমার ছাত্রদের আমাকে না চিনার কথা নয়। অফিস কলিগ আছেন অনেকেই । হয়ত পোষ্ট দিলে তাদের অনেককে আমি জানাই এই বলে যে একটা পোষ্ট দিলাম একটু দেখবেন। আমার ছাত্ররা বিভিন্ন হোষ্টেলেও আছে । ওদের একজন জানলে অনেকে সেটা জানে। তবে চলমান ব্যাচের ছাত্ররাই পোষ্ট সম্পর্কে বেশী অবগত হয়। এভাবেই কঞত আপনার মনে করার মত কিছু ঘটে। কিন্তু বাস্তব হলো ফেস বুকে আমার আইডি দু’টা হলেও ব্লগে একটি। আমার দু’ই মেয়েও ব্লগার। তবে অনেকেই আবার বেশীর ভাগ ফেস বুক নিয়ে ব্যাস্ত থাকে। আমার শেয়ার পোষ্ট দেখলে তখন আমার লিংক দিয়ে ব্লগে আমার পোষ্ট দেখে আবার ফেসবুকে ফিরে যায়। এখন আপনিই বলুন আপনার মনে করার ভিত্তিতে আমার প্রতি আপনার সাজেশন কি? আমি নিজেও ফেসবুক আর ব্লগ একত্রে চ্লাই। তারমানে একইসাথে আমি ব্লগ ফেসবুকে লগইন। আত্মিয় বন্ধু ছাত্র কলিগ মিলে ব্লগে আমার পরিচিত কয়েক হাজার সে অনুপাতে আমি ফিড ব্যাক পাইনা। সে জন্য মনে একটু কষ্ট আছে। আর আপনি বলেন আপনার কথা। যাক দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া উপায় নেই। তবে সামুকে আমি প্রচন্ড ভালবাসি। তখাপি সামু আমাকে পরকরে দিলে আমার কিছুই করার নেই। কারণ আমি সামুর মালিক বা মডু নই।

৬| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি নাই কেন?
এত অবহেলা ভাল্লাগেনা!
তবে যারা আছে সবাই আমার আপন জন।

০৮ ই মে, ২০১৭ রাত ৮:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যাক আপনি না থাকলেও আপনার আপন জনতো আছে।

৭| ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

হাতুড়ে লেখক বলেছেন: এমন যদি হতো! :)

০৮ ই মে, ২০১৭ রাত ৮:৪৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবেতো মহা কান্ড হতো!

৮| ০৮ ই মে, ২০১৭ রাত ৮:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাই,,, আপনার পোষ্ট প্রথম পাতায় আসে না, কেন ?

০৮ ই মে, ২০১৭ রাত ৮:৪৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কারণ আমি সেফ নই।

৯| ০৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:


প্রেমহীন হলে পৃথিবী মোরে
দেয় যেন বিদায় দিয়ে,
ভালোবাসবো গভীর থেকে
ঠিক যেমনটি ছিলাম আগে।
পাই গো যদি বন্ধুর দেখা
হারিয়ে যাবো দূর অজানায়,
বন্ধু যদি আগের মতোই
ভালোবাসা দেয় গো আমায়।
কত দিনের স্বপ্ন চোখে
যায়'গো বিফল বন্ধু বিনে,
আবার যদি পাই বন্ধুরে
পাপপুণ্য আর খুঁজবো নারে।
কিসের পাপ ভালোবাসায়
মনের সাথে মন মিলালে,
দোযখ বেহেশত সবি বন্ধু
তাকে ছাড়া'যে আগুন বুকে।

উপরের লাইন কয়টি এক আপুর পোষ্টে মন্তব্য করতে ঢোকে করে আসলাম। সঙ্গে নিয়েও আসছিলাম। কোথায় রাখবো ভাবছিলাম, এর মধ্যে আপনার নোটিফিকেশন, ভালই হলো, রেখে গেলাম। খারাপ লাগলে সোজা ক্রস করে দিবেন।

ছায়া ব্লগ কারে কয় স্যার?

০৮ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রিয় কবির কবিতা কি ক্রস করা যায়? বরং সেটা একসাথে হৃদয়েও রেখে দিতে হয়।
আর ছায়া ব্লগযে কি সেটা জনাব কাউয়ার জাত ভাল বলতে পারবেন!

১০| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



এ্যাকটিভ সব ব্লগারদের লেখা থেকে তাঁদের মতিগতি নিরীক্ষণ করছেন, মনে হয়! ব্লগারদের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পাওয়া গেলো!

০৯ ই মে, ২০১৭ রাত ১২:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য উপভোগ করি। এসছেন ভাল লাগল।

১১| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:৪৬

ধ্রুবক আলো বলেছেন: আমি পুরো ভাষা শুন্য হয়ে গেলাম।
কি সুন্দর করে মিলিয়ে লিখছেন অসাধারণ বললেও কম হবে।
অনেক ধন্যবাদ ভাই....
সাথে অনেক গুলো প্লাস :)

০৯ ই মে, ২০১৭ রাত ১২:০৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

১২| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:৫০

টারজান০০০০৭ বলেছেন: কি ! এতবড়ো সাহস ! বনের রাজা টারজানের নাম নাইক্কা !

০৮ ই মে, ২০১৭ রাত ১১:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বনের রাজা থাকেন বনে বাদাড়ে তাকে কি সহজে খুঁজে পাওয়া যায়? যাক যদি একবার ভাব এসে যায় তবে না হয় আস্ত একটা সনেটই লিখে ফেলব-ইনশাআল্লাহ।

১৩| ০৮ ই মে, ২০১৭ রাত ১১:৩৪

মিঃ আতিক বলেছেন: ছন্দের জাদুকরি দেখছি।

০৮ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

১৪| ০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কাউয়ার জাত বলেছেন, এতদিন শুনে এসেছি সরকারের মধ্যে ছায়া সরকার।
ব্লগের মধ্যেও যে একপাল নিক দিয়ে ছায়া ব্লগ কায়েম করা যায় তা বাস্তবে প্রমাণ করে ছাড়লেন জনাব ফরিদ আহমদ চৌধুরী!
বেস্ট অফ লাক!
ভাইয়া এইটা নিয়ে একটি লেখা আপনার পোষ্ট দেওয়া দরকার । যাতে কারও মনে সন্ধেহ না থাকে।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।

০৯ ই মে, ২০১৭ সকাল ৯:৫৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর ধারণা আমার অনেকগুলো নিক। এখন তিনি যদি মডু হয়ে থাকেন তবে আমাকে ব্লক মারার জন্য তাঁর এ ধারণাই যথেষ্ট। তিনি যদি বলেন আপনাকে আমাদের আর দরকার নাই তবে এখানে আমার আর কিছু বলার সুযুগ থাকেনা। যাক যতক্ষণ সুযুগ পাই ততক্ষণ কাজে লাগাই আর কি! সময় কাটানোর আরো অন্য মাধ্যম আছে। না হয় পরে সেগুলোই কাজে লাগাব আর কি!

১৫| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:৩৪

নাগরিক কবি বলেছেন: নাগরিক কবি এলে সবাই চেপে ধরল। আজ আপনার একটা কবিতা শুনবই শুনব।

আমি একটা কবিতা শুনাতে চাই =p~ :-B


+ ;)

০৯ ই মে, ২০১৭ দুপুর ১:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে মন্তব্যে একটা কবিতা দিয়েই দেন। যারা শুনতে চেয়েছে তারা এখানে এলে অন্তত তা’পেয়ে যাবে।

১৬| ০৯ ই মে, ২০১৭ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হিাহাহাহাহাহাহাহ াদারুন হয়েছে লেখা এতসব নাম বাপরে
কিভাবে সঙগ্রহ করলেন আপনি

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

১৭| ১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

ভ্রমরের ডানা বলেছেন:
অসম্ভব চিন্তার প্রকাশ! ভাল লেখেছেন! খুব ভাল!

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.