নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার সনেটের কবি।

ফরিদ আহমদ চৌধুরী

বিষয় যতই জটিল হোক,ভাবতে ভালো লাগে

ফরিদ আহমদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মডু ও কাউয়ার জাত

০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮




শেকল বাঁধেনা মডু সকলের পায়
কোথায় জমেছে দেখে আবর্জনা স্তুপ
অথবা লুকানো কোন বিষেভারা কূপ
সেসব দেখেন তারা ব্লগতরু ছায়।
মডুরা ব্লগের শুধু ভালহোক চায়
বাচালে ক্যাচলে বলে একদম চুপ
ক্ষতির পতঙ্গ নাশে আছে হেথা ধুপ
নাটিকে যে তা’তে তারা ব্লগছেড়ে যায়।

ব্লগার ব্লগের প্রাণ পোষ্টে চাই মান
নয়তো মডুর শেল বিঁদ্ধ হবে বুকে
অযথা লাফালে কেউ সুতো দেবে টান
অলেখা কূলেখা কান্ড যাবে তাতে চুকে।
হেথায় আছেন এক কাউয়ার জাত
সুকাজে ব্যায়ীত হয় তার দু’টি হাত।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

মন্তব্য ১৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ বিকাল ৪:৪০

নতুন নকিব বলেছেন:



//হেথায় আছেন এক কাউয়ার জাত
সুকাজে ব্যায়ীত হয় তার দু’টি হাত।//

-কাউয়ার জাতরে ধরছেন? নিরীহ পক্ষীরে নিয়ে আবার টানাটানি করবেন?

ভাল আছেন, নিশ্চয়ই।

০৯ ই মে, ২০১৭ রাত ১০:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নিরিহ বলেই একটু সম্মান জানালাম।

২| ০৯ ই মে, ২০১৭ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


আজকে ব্লগের সফটওয়ার ভয়ংকর শ্লো মনে হচ্ছে; এটা কি আমার বেলায় শুধু?

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এখন আর শ্লো মনে হচেছনা। কাল শ্লেয়ের জালায় ব্লগ ব্যবহার করতে পারিনি।

৩| ০৯ ই মে, ২০১৭ রাত ১১:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো হয়েছে এবারের সনেটও। কথাগুলো সত্য ও গ্রহণযোগ্য।

ভালো লাগলো প্রিয় কবি।
শুভকামনা রইল।

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা প্রিয় কবি।

৪| ১০ ই মে, ২০১৭ রাত ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন:
দারুন সনেট + ভালো লাগলো।


@গাজী ভাই
আজকে ব্লগের সার্ভার ভয়ংকর শ্লো মনে হচ্ছে না, সত্যিই স্লো আমি সারাদিন ব্লগে একটা লেখা পড়তে পারি নাই!!

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য শুভেচ্ছা নিরন্তর।

৫| ১০ ই মে, ২০১৭ রাত ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ফ্রি লেখার সুযোগ দিয়েছে বলে কি, এমন এতিম খানার মত ব্যবহার করা কি ঠিক হচ্ছে !!

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: উৎপাত করলেতো এতিমকেও শাসন করকে হয়।

৬| ১০ ই মে, ২০১৭ সকাল ৮:১৩

বিলুনী বলেছেন: ভাল লিখেছেন, এত সাংকেতিক ভাষা বুঝতেই পারছিনা
যে দিকে তাকাই শুধু দেখি কেমন কেমন জানি মনে হয় নরে চরে বসেছে একটুখানি
বিশেষ কিছু লিখাতেই ব্লগের পাতা যেতেছে ভাসি ।

১০ ই মে, ২০১৭ রাত ১১:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বহুকাল পরে এদিকে একটু ফিরে তাকালেন বলে মনে হলো।

৭| ১২ ই মে, ২০১৭ রাত ১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: দারুন লিখেছেন



ব্লগার ব্লগের প্রাণ পোষ্টে চাই মান
নয়তো মডুর শেল বিঁদ্ধ হবে বুকে
অযথা লাফালে কেউ সুতো দেবে টান
অলেখা কূলেখা কান্ড যাবে তাতে চুকে।

চলুক সনেট লেখা দুর্বার গতিতে ।
শুভেচ্ছা রইল ।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মহোদয় আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে রইল।

৮| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:০০

ভ্রমরের ডানা বলেছেন:


সনেট বেশ ভালই লাগল। ৭ এর প্রতিউত্তর ও ৯ নং মন্তব্যে লাইক দিয়ে গেলাম!

১৪ ই মে, ২০১৭ রাত ১২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.