নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এমন একজন নারী

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

হয়ত তুমি জানো, কিংবা
একদমই জানো না
তোমার ভিতর সঙ্গোপনে
কাঁদছে বসে একজনা


অনেকদূরের স্বপ্নালোকে
জলের দেশে পরীর দেশে
অমরাবতীর সোনার মেয়ে
তারার আলোয় বেড়ায় ভেসে


সেই মেয়েটি বর্ষা শরৎ
হেমন্ত বা শীত বসন্ত যেন
সেই মেয়েটির নেই উপমা
তার উপমা অরূপরতন হেম


যখন তুমি ঘুমের ভিতর
কিংবা গভীর ধ্যানের ভিতর কাঁদো
বুকের ভিতর আগলে রেখে
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি তোমার ভিতর
বীজ বুনে যায় বৃষ্টিদানার মতো।
খুব সহজে সেই মেয়েটির
সামনে দাঁড়াও তুমি
আগুনজ্বালা উপশমের
সে এক চারণভূমি।


এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে
সারাদিনের শ্রান্তি শেষে
যার সমীপে আসবে ফিরে।
সেই মেয়েটি অতিগোপন
সঞ্জীবনী সুধা
অন্ধকারে ঘোর সমুদ্রে
আলোকবর্তিকা।


আলোর পথে যাচ্ছ উড়ে
হে অদৃশ্য পাখি
বুকের ভিতর ঝুলছে তোমার
প্রেমচন্দন রাখী


বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত


হাত বাড়ালে যাও ফুরিয়ে
বাতাসে যাও মিশে
হাওয়ায় তোমার গন্ধ ভাসে
নিমিষে নিমিষে।


২৫ নভেম্বর ২০১৬


উৎসর্গ: বিশ্বের সকল নির্যাতিতা নারী, এবং এক অদৃশ্য পাখি, আমার অজ্ঞাতে যে আমার কলকাঠি নাড়ে।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর।
১ম ভালোলাগা :)

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।

২| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল!! কেমন যেন ছন্দময় দোলা!

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

নীলসায়র বলেছেন: অপূর্ব।

২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

অনেক দিন পর আপনাকে পেয়ে ভাল লাগল। কেমন আছেন?

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি ভাই আল্লাহর রহমতে। দোয়া করবেন।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই মন দিয়ে লেখাটা পড়লাম। অসাধারণ --- সুন্দর আর সাবলীল --- মুগ্ধ আমি ---
অনুরোধ: আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস --- যদি লেখাটি বিশ্বের সকল নির্যাতিত নারীর জন্য উৎসর্গ করেতন --- খুবই খুশি হতাম

২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুশি হয়েছেন, আপু?

৬| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

কেমন আছেন, ভাইয়া?

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাল আছি ভাই। আপনি ভাল তো?

৭| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
অনেক অনেক সুন্দর

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। শুভেচ্ছা।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: কেমন আছেন? অনেক দিন পর, ব্লগে এলেন এবং আপনার লেখা পড়লাম। বেশ লাগল।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি সুমন ভাই। হয়তবা ফেইসবুকে স্বাস্থ্যগত আপডেট দেখেছেন।

ভালো থাকবেন। শুভেচ্ছা।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

কাবিল বলেছেন: বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত


অনেক অনেক ভাললাগা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল ভাই। শুভেচ্ছা।

১০| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই নারীর সন্ধান পেলে ধন্য জীবন
ভক্তি প্রেম আর সঞ্জীবনী
ছড়ায় নিত্য মানিক রতন!!!

দারুন কাব্যে ভাললাগা :)

++++++++++++

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। শুভেচ্ছা।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

মনিরা সুলতানা বলেছেন: অসাধারণ !
অনেক অনেক শুভ কামনা ভাইয়া :)

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। কেমন আছেন?

১২| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,



অনেক ছন্দময় কবিতা ।

এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে

অনেক অর্থবোধক । :(

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জি এস ভাই। কেমন আছেন?

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ ছন্দময় কবিতা। উৎসর্গ ভঙ্গী সুন্দর ।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কথা আপু/ভাইয়া। ভালো থাকবেন।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: ভালো আছি ভাইয়া ,ফেসবুকে আপনার আপডেট দেখি ,অনেক অনেক ভালোথাকুন শুভ কামনা !

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, আপনার সাথে আমি ফেইসবুকে কানেক্টেড। ভালো থাকুন আপনিও।

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

এম এ কাশেম বলেছেন: বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত ..................... দারুণ।

শুভ কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই। শুভেচ্ছা।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

গেম চেঞ্জার বলেছেন: আসলে নারী আছে বলেই পৃথিবীটা আজো এত শৈল্পিক, এত আরাধ্য! সবকিছু বিবেচনায় নিলে নজরুলের ঐ পংক্তিই চলে আসে-
" বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা কিছু এল পাপ তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী।"

(অনেক দিন পর আপনার লেখা পড়লাম! আশা করি ভালই আছেন।)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় গেম চেঞ্জার। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.