নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

একটি ধাঁধার কবিতা //// রহস্যময়ী নারী

০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

বলো তুমি রহস্যময়ী নারী,
কাকে তুমি ভালোবাসো সবচেয়ে বেশি?
সে তোমার মাতাপিতা? ভগ্নি? সহোদর?
নাকি নাড়িছেঁড়া সন্তান?


'এ ভুবনে আমার তো কেউ নেই-
বাবা-মা, বোন অথবা ভাই।
সন্তানের কথা বলছো? ওরা হলো
আল্লাহর দান; আল্লাহই ওদের ঘুম পাড়াবেন,
দেখাবেন বেহেশ্তের বাগান।'


তাহলে তোমার স্বামী? বন্ধু অথবা
গোপন কোনো প্রেমিক?


'আমাকে এমন কিছু শোনালে, আজ অবধি
যার কোনো অর্থ এবং মূল্য, কোনোটাই
আমার চিন্তায় হয় নি উদ্ভাসিত।'


কোথায় তোমার জন্মভূমি, গ্রাম, বা শহর,
আছে কি নদীর পাশে শীতল কোনো কুটীর?


'আমি জানি না, পৃথিবীর কোন কোণে এসবের অবস্থিতি।'


তাহলে তোমার রূপ-লাবণ্য, কাজলমাখা চোখ,
চুলের অন্ধকার - এসব কি তোমার প্রিয় নয়?


'হায়, এসব আমি খুব ভালোবাসি। কিন্তু জানো তো,
রূপ বা সৌন্দর্য খুবই ক্ষণস্থায়ী; দ্রুত সে চলে যায়
বিধাতার গোপন কৌটোয়, যেখানে তার কোনো মৃত্যু
বা বিনাশ নেই, সে অমর।'


সোনার গহনা? হীরা-জহরত তোমাকে উৎফুল্ল করে না,
হে রহস্যময়ী নারী?


'এসব আমি ঘৃণা করি খুব, যেমন তোমরা দুর্বৃত্তদের
ধারালো ছুরিকে খুব ঘৃণা করো, এবং ভয়।'


তাহলে বলো হে অদ্ভুত অচেনা নারী,
কী তুমি ভালোবাসো?


'আমি ভালোবাসি ঝরনার স্রোত,
পাহাড় গড়িয়ে পড়া জলপ্রপাত।
আমি ভালোবাসি ফুলের সুবাস,
যাতে নেই কোনো পাপ।
আমি ভালোবাসি পাখির হৃদয়,
উষ্ণ পালকে যারা আকাশে মেলে দেয় ডানা।
আমি ভালোবাসি উড়ন্ত রোদ, যারা ধাওয়া করে
ছুটে চলা মেঘ।
আমি ভালোবাসি বৃষ্টিতে ভিজে ভিজে ধানক্ষেতের
আল ধরে নিরুদ্দেশ হেঁটে যেতে।
আমার রয়েছে এক অনন্য কুটুম-
একমাত্র তাকে আমি ভালোবাসি,
সে আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনী।
সে আমার ছায়া।'



৭ ডিসেম্বর ২০১৬




*এই কবিতার ধাঁধাটা কী, আশা করি কাউকে বলে দিতে হবে না; কারণ, এটি একটি অতি কমন ধাঁধা।


মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: আঁধারে তো ছায়াও থাকে না । তখন কী হবে ?

ধাঁধাঁটা বুঝি নাই ।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছায়া সবসময়ই থাকে, আঁধার বলে তা দেখা যায় না।

ধাঁধাটা আশা করি এতক্ষণে বুঝে গেছেন।

ধন্যবাদ কথাকথি। শুভেচ্ছা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

আলোরিকা বলেছেন: 'শার্ল বোদলেয়ার ---- অচেনা মানুষ -----আমি ভালবাসি মেঘ…চলিঞ্চু মেঘ…ঐ উঁচুতে….ঐ উঁচুতে….
আমি ভালবাসি আশ্চর্য মেঘদল! ' --------আমার প্রিয় কবিতাগুলোর একটি ! আপনার কবিতাটিও দারুণ :)

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার কবিতাটিকে দারুণ বলার জন্য ধন্যবাদ। আসলে এটা আমার কবিতা হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নই।

ভালো থাকবেন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩

বিজন রয় বলেছেন: পারিবারিক কবিতা।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিজন রয়। শুভেচ্ছা।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

আমি তুমি আমরা বলেছেন:



আমার রয়েছে এক অনন্য কুটুম-
একমাত্র তাকে আমি ভালোবাসি,
সে আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গিনী।
সে আমার ছায়া।'

অন্ধকারে মানুষকে তার ছায়াও ছেড়ে চলে যায়। ছায়া তাহলে বিশ্বস্ত সঙ্গিনী হয় কিভাবে?

কবিতায় চতুর্থ ভাল লাগা :)

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছায়াকে শুধু 'ছায়া' বা 'শ্যাডো' ছাড়া আর কিছু ভাবা যায় না? আক্ষরিক অর্থে ছায়াকে ভাবলে অর্থটা খুব সংকুচিত হয়ে যায়।

অনেক ধন্যবাদ আতুআ। শুভেচ্ছা।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পঞ্চভূতের ছায়ায় জীবন
আঁধারে আলোর হলনা দর্শন
চোখ মেলে দেখি কুঁচকানো চামড়া
যৌবন নদীত ফারাক্কা দিয়েছে কে কখন বুঝিনি..

সকল নারী নয় কছিু নারীও যদি এমন হতো সমাজ বদলে যেত!

কিন্তু অধরা রহস্যময়ীর মতো তাদের পাওয়াও দুর্লভ -আজকাল।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে বরাবরের মতোই মুগ্ধ হলাম। চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। শুভেচ্ছা।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: পড়তে ভালো লেগেছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনে হয় ভালো লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই। শুভেচ্ছা।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: রহস্যময়ী নাকি শুদ্ধতম নারীর ভালোলাগা অনুভূতি পড়লাম!
৬ষ্ঠ প্লাস।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি রহস্যময়ীই ভেবেছি। আপনার কথায় তো মনে হচ্ছে, সে শুদ্ধতমও বটে।

অনেক ধন্যবাদ রাজপুত্র। শুভেচ্ছা।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,




কোথায় যেন পড়েছিলুম এমন মেজাজের একটি কবিতা । ঠিক মনে নেই তবে " বোদলেয়ার" এর হতে পারে সম্ভবত !

ভালোবাসি তাকেই, যে আমার নম্র সঙ্গিনী ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
"ভালোবাসি তাকেই, যে আমার নম্র সঙ্গিনী।"

চমৎকার একটি লাইন। অনেক ভালো লাগলো।

ভালো থাকবেন প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.