নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যমজ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৪

তুমি আজ কাকে নিয়ে কবিতা লিখেছ?
অথচ গতকাল ওটা আমার মগজে ভ্রূণ ফুটিয়েছিল।
তুমি জানো, অপ্‌সরার নামে আজো আমি কবিতা লিখি নি
সে আমার আড়িয়াল পাড়ে থাকে
পাখির ডানায় আকাশে রৌদ্র ছড়ায়,
সকাল সাঁঝে আমারই নাম ডাকে।

তুমি তো জানোই, কবিতারা সহসা আসে না
যেমন চাইলেই আসে না প্রেমিকারা প্রেম নিয়ে
যখন প্রেম অথবা আসবে কবিতারা
জড়িয়ে নিতে হয় দু'হাত বাড়িয়ে

কে আমায় কী করেছে, বলতে পারো?
আমি ডুবে আছি গানে ও প্রেমে;
সারারাত কেটে গেছে কবিতার সাথে
কে আমার দু চোখ পুড়িয়ে তাড়িয়ে দিয়েছে ঘুম?

তোমায় নিয়ে আমারও কিছু কবিতা ছিল
ওসব তোমার বুকের আগুনে ঝলসে গেছে
একজীবনে গোপন মানুষ কজন থাকে?
কাল যে ছিল, আজ সে গেছে সকল ফেলে।

আজও তুমি আমায় নিয়ে কবিতা লিখেছ
তুমি তো জানো, সে নই আমি
যে জন আমায় কবিতা লেখায়,
সঙ্গোপনে লিখে সে নিজেও
নয় সে মানবী, পরীও সে নয়
সে জন আমার মরমে মরমে ঘুমায়।

হারিয়ে যেতেই সে ভালোবাসে
হঠাৎ হঠাৎ জেগে উঠে
স্বপ্নের মতো দেখায় আলোর ঝিলিক
সেই কতদিন হারিয়ে গেছে পরীর দেশে
কে জানে সে কোথায় এখন, কোন পরিচয়
কী নাম তাহার!

আর কি তাহার দেখা পাবো
জোছনাধারায় নরম পাখায় নামবে আকাশ থেকে
সারা ভুবন রঙে ঝলমল
নির্মল তার রাঙা যুগল ঠোটে?

প্রেমিকা সে হতে চেয়ে হয়েছিল সিদ্ধ ঈশ্বরিনী।
পালিয়ে যেয়ে বর দিয়েছে,
কবিতা আর গানে করেছে ঋণী।


২৯ ডিসেম্বর ২০২৬



মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩০

সোহানী বলেছেন: আহ্ দারুনতো.......

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সোহানী। শুভেচ্ছা।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩৭

নস্টালজিক বলেছেন: খলিল ভাই, ভালো আছেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি রানা ভাই। আপনার কী খবর?

শুভেচ্ছা।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: আমি কিছু লিখিনি বলে তুমি ভেবনা আমি কবি নই।

আমার আবেগ কখনো কখনো লেখা হয়ে ফোটে না।

কেমন আছেন?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি বিজন দা। আপনাকে আমার ব্লগে নিয়মিত পেয়ে খুব ভালো লাগছে। কিন্তু আমি যেতে পারি না- এটা আমাকে কষ্ট দেয়।

ভালো থাকবেন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: আবৃতি করার মত একটা কবিতা । পড়তে পড়তে লাইনগুলো যেন আপনাআপনিই চলে আসছিলো । অর্থগুলো খুব জীবন্ত ।
ভাল লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কথাকথিকেথিকথন। ভালো থাকবেন।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো পড়ে! কবিতাখানি অসাধারন....
+++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো। ভালো থাকবেন।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা অফুরান......

হৃদেয়র ভেতর থেকে যেন কেউ কথা কয়ে উঠল :)

++++++++++++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বিদ্রোহী। শুভেচ্ছা।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

অশ্রুত প্রহর বলেছেন: অনেক সুন্দর কবিতা। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অশ্রুত প্রহর।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬

সিগনেচার নসিব বলেছেন: +++++++++
কবি হে ভাল লাগা জানিয়ে দিলাম

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত্তগুলো প্লাস? অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: শেষে লিখেছেন, ২৯ ডিসেম্বর ২০২৬ -- এটা কি ভুল করে, নাকি ইচ্ছাকৃত?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্যরি সুমন ভাই, তারিখটা ভুলই হয়েছে। ২০১৬ হবে। ধন্যবাদ।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৫

জেন রসি বলেছেন: কবিতাটা পড়ে ভালো লেগেছে। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

ভারসাম্য বলেছেন: পালিয়ে গিয়ে সত্যিই বর দিয়ে গেছে সে। নইলে কি আর এমন কবিতা পেতাম আপনার কাছ থেকে! আমরাও তার কাছে ঋণী। :D

কেমন আছেন এখন? শুভকামনা থাকছেই। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেনে অভী ভাই।

এখন আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করবেন।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,



খুব সুন্দর এই লাইনটি - "একজীবনে গোপন মানুষ কজন থাকে ?"

দিনে দিনে কবিতার হাত খুলছে আপনার । এক অপ্সরার যাদুর ছোঁয়ায় সম্ভবত কবিতার গায়ে ঝিলিক দিচ্ছে বেশ !

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব ভালো লাগলো এটা জেনে যে, দিনে দিনে কবিতার হাত খুলছে আমার। এটা এই ব্লগেরই অবদান নিঃসন্দেহে।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

শুভেচ্ছা।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে। ++++

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজপুত্র। শুভেচ্ছা।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। শুভ নববর্ষ ২০১৭।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ চমৎকার কবিতা । ভাল লাগার সবটুকু ।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ ২০১৭।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: লেখাটা আকর্ষণীয় হয়েছে। ভাল লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভ নববর্ষ ২০১৭।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//প্রেমিকা সে হতে চেয়ে হয়েছিল সিদ্ধ ঈশ্বরিনী।// দারুণস!!!!

কবির জন্য অনেক শুভেচ্ছা রেখে গেলাম :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই। শুভ নববর্ষ ২০১৭।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

শায়মা বলেছেন: ভাইয়া এই কবিতা তো আবৃতি করতে হবে আমাকে!!!!!!!! :) :) :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি খুব ভালো আবৃত্তি করো। এটা করে পাঠাতে পারো?

শুভ নববর্ষ ২০১৭।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

ডট কম ০০৯ বলেছেন: প্রেমিকা সে হতে চেয়ে হয়েছিল সিদ্ধ ঈশ্বরিনী।
পালিয়ে যেয়ে বর দিয়েছে,
কবিতা আর গানে করেছে ঋণী।

কবিতার শেষটা অনেক সুন্দর এই তিনলাইন ই আমার জন্য যথেষ্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আরমান ভাই। শুভ নববর্ষ ২০১৭।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: দারুন লাগল।মন ভালো করা কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রিকতা মুখার্জী। শুভেচ্ছা।

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনি এর চেয়ে অনেক বেশিই ভাল লিখতে পারেন। এটি আপনার মানের সাথে যায় নি।
আমার মোটেই পছন্দ হয়নি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার উপর আপনার আস্থা দেখে খুব ভালো লাগলো। আসলে সব কবিতা তো সমান মানের হয় না, তাই না? যাই হোক, ভবিষ্যতে আপনার প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করবো।

অনেক অনেক শুভেচ্ছা।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন: স্নিগ্ধকর আবেশ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পালিয়ে যাওয়া 'চোরনির' জন্য শুভ কামনা। তার 'বরে'ই তো চমৎকার সব কবিতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা লিটন ভাই, রসচুন্নীকে প্রেমচুন্নীর কাছে নিয়ে এলেন? ভালোই। মজা পেয়েছি খুব। আপনি সত্যিই খুব রসালু মানুষ :)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

এফ.কে আশিক বলেছেন: দারুণ লিখেছেন...

০৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এফকে আশিক। শুভেচ্ছা।

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০৬

ANIKAT KAMAL বলেছেন: ভা‌লো মন্দ বিচা‌রের সাধ্য অামার নেই কিন্তু অসাধারন

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

ভাবুক কবি বলেছেন: বাহ দারুণ!


আমার জগতেও সবাইকে স্বাগতম।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

অতঃপর হৃদয় বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

জাহিদ অনিক বলেছেন: শায়মা আপু কি কবিতাটি আবৃত্তি করেছো ?????

করে থাকলে আমাকে শুনতে দাও । B-)


এত সুন্দর কবিতা আর তোমার সুন্দর আবৃত্তি শোনার লোভ সামলাতে পারছি না । তোমার গলা ব্যাথা এখন ভালো হয়ে গেছে না আপু ??

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শায়মা আপু কি আপনাকে কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছে? আমিও শুনতে চাই :) :)

৩০| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২

ইফতেখারুল মবিন বলেছেন: সুন্দর.....সুন্দর.....

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

৩১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১

শিহাব প্রামাণিক বলেছেন: হৃদয়স্পর্শি কবিতা।

ভালবাসা নেবেন। :)

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শিহাব প্রামাণিক ভাই। শুভেচ্ছা।

৩২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

মেহেদী হাসান তামিম বলেছেন: দারুণ ভালো লাগা ছড়িয়ে গেল।

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.