নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘলা দিনে রোদেলা স্বপ্ন

ফজল

মেঘলা আকাশ

ফজল › বিস্তারিত পোস্টঃ

বিষাক্ত প্রলোভন

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

সুযোগ বুঝে আমি পালিয়েছিলাম
জমাটবাধাঁ রক্তের থেকে দুরে ।
সে আমার আপন কেউ ছিলোনা।
তাই এমন কান্ডে প্রতিবাদ হলো না।
আহা! আহা! আহা!

মনের সুপ্ত গহীনতম কোণে
বুঝি বিবেক পোকা কেউ থাকে
যখন সব আলো ফুরিয়ে যায়
বুকে চেপে সে বসে শাসায়
আমায়! আমায়! আমায়!

ন্যায় অন্যায় বোধ কই গেলো
মানবিকতা কি হার মানলো?
মনে রেখো ! মনে রেখো ! মনে রেখো !
যাহা করিবে অপরের তরে
তাহা আসিবে ফিরে জীবনে।

আরেকদিন ঝেপে আসে বুনো আঘাত
পড়ে থাকি খোলা চত্বরে কুপোকাৎ
অসহায়! অসহায়! অসহায়!
কেউ এগিয়ে এলোনা কাছে
পড়ে থাকি রক্তমাখা শরীরে
কেন কেউ প্রতিবাদ করেনা
চিৎকার করে বলি শোনেনা জনতা
আহা! আহা! আহা!

তুমি তো তাদের আপন কেউ না।
হঠাৎ হেসে ওঠে বিবেকপোকা
যাহা করিবে অপরের তরে
তাহা আসিবে ফিরে জীবনে।
শুন্য প্রান্তরে তাই একা বসে
উপলব্ধি হলো শেষে
আমার! আমার ! আমার !

সেই থেকে ভেবেছি কতবার
অন্যায় হলে হবে চিৎকার
কিন্তু আসলে হায়! হায়! হায়!
এই মন ধরেছে ঘুণেপোকায়
ঝুরো ঝুরো প্রতিবাদী কন্ঠস্বর
বিলীন হয়ে যায় - হায়! হায়! হায়!
আহা! আহা! আহা!

সুবিধাভোগী বিলাসী তনু
ভেঙ্গেচুরে দেয় মনের ধনু
বিষাক্ত প্রলোভন কামড়ায়
সুখের বিচিত্র আশায়
আহা! আহা! আহা!
আবার যখন সব আলো নিভে যায়
বুকে চেপে সে বসে শাসায়
আমায়! আমায়! আমায়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৪

রসায়ন বলেছেন: |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.