নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

নতুন নেতা চাই, যে হবে সাধারনের কান্ডারী

৩১ শে মে, ২০১৭ রাত ১২:৩২

দেশ আমাদের সবার।তাই মাঝে মাঝে দেশকে নিয়ে ভাবি যদিও আমার ভাবনার কোন মূল্যায়ন কারও কাছে নাই।কারন আমি কোন বড় নেতা বা কোন বড় মানুষ ও না,দেশের ছাপোষা সাধারন একজন মানুষ। তবে বিশ্বাস করি, দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র একদিন বিলুপ্ত হবে। হাসিনা বা খালেদার নেতৃত্ব দেশকে ভাল কিছু দেওয়া সম্ভব নয়,তা সাধারন মানুষ মাত্র সবাই স্বীকার করে। দেশে কি নতুন কোন দল,নতুন কোন মুখ আমরা দেখব না? না আজীবন তাদের গোলামী করে যাব। হোক সেটা ইউনুস বা ফখরুদ্দীনের মত লোক। আসলে আমরা সাধারন জনগন ফখরুদ্দীনের মত বলিষ্ট নেতা চাই,যে কিনা পারবে সব বাধা উপেক্ষা করে একটি স্বচ্ছ , সমৃদ্ধ দেশ উপহার দিতে। আমি সেই দিনই ভোট দিব,যে দিন আওয়ামিলীগ বা বিএনপিকে বিলুপ্ত করা সম্ভব।
এরা হল বাংলাদেশের গনতন্ত্রের দুইজন কীট। যারা মুখে মুখে গনতন্ত্রের বুলি আওরায় কিন্তু পরিবার তন্ত্রে বিশ্বাসী। এই দুজনকে হটানো ছাড়া বাংলাদেশের গনতন্ত্র কোন দিনই উদ্ধার সম্ভব নয়।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:


পরিবারতন্ত্র মুছে যাবে, তার আগে দেড় জেনারেশন অসুখী জীবন কাটায়েছেন পরিবারতন্ত্রের ফাঁদে

৩১ শে মে, ২০১৭ রাত ১২:৫২

ফ্রিটক বলেছেন: তাহলে আর মুক্তির উপায় কি?

২| ৩১ শে মে, ২০১৭ রাত ১:১৩

করুণাধারা বলেছেন: দুরাশা।

হতাশা।

মুক্তির আশা নেই।

৩১ শে মে, ২০১৭ রাত ৩:২৭

ফ্রিটক বলেছেন: আমারও তাই মনে হয়।মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ৩১ শে মে, ২০১৭ রাত ২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাসের মত।। অন্ততঃ আমাদের দেশের প্রেক্ষাপটে।।

৩১ শে মে, ২০১৭ রাত ৩:৩১

ফ্রিটক বলেছেন: ভাল বলেছেন। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওইপারেতে যত সুখ আমার বিশ্বাস, ঔ পারেতে যেতে তবুও যেতে মন চায়, মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ৩১ শে মে, ২০১৭ ভোর ৫:২১

চাঁদগাজী বলেছেন:


ফখরুদ্দীন সাহেব সম্পর্কেও আপনার ধারণা সঠিক নয়; উনি কি করেছেন, মিলিটারী কি করেছে বুঝা যায়নি; তবে, ২/৩ মাসের ভেতর ভোট করতে না পারা ছিল ভয়ংকর অদক্ষতা

৩১ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

ফ্রিটক বলেছেন: আপনার কথা ঠিক আছে। তবে ওনার অনেকগুলি কাজ ছিল প্রশংসনীয় যা সাধারন মানুষ কে আকৃষ্ট করেছিল, আর তাদের( অসৎ রাজনীতিবীদ দের) জন্য ছিল বিপদজনক।

৫| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৩২

প্রামানিক বলেছেন: দেখা যাক

৬| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৫৫

আখেনাটেন বলেছেন: পড়েছি মুঘলের হাতে খানা খেতে হবে সাথে। আরও কতদিন এ খানা খেতে হয় কে জানে? একই রেসিপি বিরক্তি আসায় স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.