নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

আধুনিক বেকারত্ত্ববাদ, আমরা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০১

ছাত্রজীবনে জীবনের লক্ষ্য রচনা পড়ে নাই, এমন ছাত্র মনে হয় পাওয়া মুশকিল,হোক সেটা বাংলা বা ইংরেজী। আমরা সবাই মোটামুটি এই রচনাটি পড়েছি।যার সারমর্ম ছিল সবারই প্রায় কাছাকাছি,হয় ডাক্তার নতুবা ইন্জিনিয়ার। সে যেমন ছাত্রই হোক না কেন? আমাদের শিক্ষক গণ কখনও তার ব্যতিক্রম কিছু হতে অনুপ্রেরনা বা উৎসাহ দেন নাই।এই যেমন ধরুর ব্যবসায়ী বা ভাল শিক্ষক হবার অনুপ্রেরনা,ভাল মানুষ হবার অনুপ্রেরনা। যার ফলাফল আমাদের পরনির্ভশীলতা,সরকারী চাকুরীর জন্য হাহাকার যদিও সেটা অনেক ঘুষের বিনিময়েও হয়। আমাদের চিন্তাশক্তি যেন ওই স্কুল থেকেই সংকীর্ণয়তায় বন্দী। আমরা১৫ লক্ষ টাকায় একটি এসআই পদের চাকুরি নিতে রাজী কিন্তু ৫ লক্ষ টাকায় ব্যবসা করতে রাজি নয়,যার ফলাফল আমাদের অন্যায় দাসত্ত্ববাদের সৃষ্টি। যে জাতির শিক্ষিত তরুনরা নতুন কিছু ভাবতে পারে না, সেখানে নতুন উদ্যোগতা পাওয়া দুষ্কর।যার ফলাফল সামান্য একটি চাকুরির জন্য হাহাকার। দেশের বেকারত্ব তখনই দুর করা সম্ভব, যখন ঘরে ঘরে খুদ্র উদ্যোগতা গড়ে উঠবে। সব কাজকে সমাজে সমান গুরুত্ব সহ দেখা হবে। এর জন্য আমাদের সুন্দর দৃষ্টিভঙ্গি ও সরকারী পৃষ্টপোষকতায় নতুন প্রকল্প ( বেকারদের ঋন সহায়তা) দরকার। তবেই দেশের যুবসমাজের হতাশার লাঘব সম্ভব। শিক্ষার হার বৃদ্ধি করেশিক্ষিত বেকার সৃষ্টি করার চেয়ে নতুন স্বল্প শিক্ষিত উদ্যোগতা সৃষ্টি দেশের জন্য যুগান্তকারি পরিবর্তন আনতে পারে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫০

চাঁদগাজী বলেছেন:


কথার কথা, নাকি আপনি সিরিয়াস?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৯

ফ্রিটক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার মনে হয়, তাই।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫৭

মলাসইলমুইনা বলেছেন: একটু দ্বিমত করি "শিক্ষার হার বৃদ্ধি করে শিক্ষিত বেকার সৃষ্টি করার চেয়ে নতুন স্বল্প শিক্ষিত উদ্যোগতা সৃষ্টি দেশের জন্য যুগান্তকারি পরিবর্তন আনতে পারে " আপনার এই মন্তব্যের সাথে | প্রথম অংশটুকই হয়তো ঠিকই আছে কিন্তু স্বল্প শিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি করে দেশের জন্য যুগান্তকারি পরিবর্তন আনা যাবে না | এই উদ্যোক্তাশ্রেণীকে অবশ্যই এনলাইটেন্ড হতে হবে | তাদের শিক্ষিত হতেই হবে (শুধু ডিগ্রির কথা বলছিনা ) মানে তাদের কার্যকর পড়াশোনা থাকতেই হৰে সেটা যেই ডিগ্রিরই সমমানের হোক না কেন | আমরা বলি বিলগেটস বা জুকারবার্গ কলেজ ড্রপ আউট সেটা কিন্তু সত্যি নয় | তাদের টেকনোলজি সম্পর্কিত জ্ঞান কিন্তু কম ছিল না ড্রপ আউটের সময় | কম পড়াশোনা করে যুগান্তকারি পরিবর্তন আনা যায় না কখনো |

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২১

ফ্রিটক বলেছেন: ভাই আপনার কথাও ঠিক আছে, অল্প শিক্ষিত বলতে তাদের প্রশিক্ষন কথা বলতে চেয়েছি। আর একটি কথা আপনি অবশ্যই জানেন, আমাদের দেশের অনার্স পাস করা একটি ছেলে যদি কৃষিকাজ বা দোকানদারি করতে যায়,তখন তাকে কিছু কথা শুনতে হয়, যা আমাদের নিচুতার পরিচয় ছাড়া কিছু নয়। অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে সমাজের কারনে কিছু করতে সাহস করে না। তাদের জন্য এটা বিষফোড়া হয়ে দাড়ায়। গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.