নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুধাবন

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৫

১। মানুষের জীবনটা একটি দাবা বা সাপ লুডু খেলা।এখানে সবাই
সুযোগের অপেক্ষায় থাকে।সুযোগ পেলেই একজন আরেকজন কে
কেটে ফেলতে দ্বিধা করে না।
২।পৃথিবীর দুইজন মানুষই স্বার্থহীন ত্যাগ করে। আর তারা হচ্ছে
বাবা মা। বাকিগুলি মেকিস্বার্থছাড়া কিছু নয়।
৩। আমার কাছে মনে হয় মানুষের জীবনটা একটি অভিনয় মঞ্চ।
কেউ ভাল থাকার জন্য অভিনয় করে,কেউবা আপনজনকে
ভাল রাখার জন্য বাধ্য হয়ে অভিনয় করে।
৪।সমস্যা ও চাহিদা এমন একটা জিনিস যা কখনও
শেষ হয় না। যদি নিজে নিজে সমস্যাগুলি নিজের মনে করে ভাবি
তবে তার সমাধান সম্ভব।নাহলে নয়।
যা আছে তাতেই তৃপ্ত থাকা চাহিদার অসীম স্তর।
এটাই চাহিদার সুখী সীমারেখা।
৫।কাউকে দোষ দেওয়ার আগে তার কথা শোনা উচিত।
তবেই ন্যায্য বিচার প্রতিষ্টা করা সম্ভব।
৬। যে মানুষকে ভালবাসে,সে মানুষের ভালবাসা পায়।
যদিও সেটা অনেক পরেও হয়।
৭। জীবনে যেমন টাকার প্রয়োজন আছে,তেমনি সম্পর্ক ও ভালবাসারও প্রয়োজন আছে, টাকা মানুষকে চিন্তামুক্ত রাখে কিন্তু সম্পর্ক এ ভালবাসা মানুষকে
উদার ও পরোপকারি হতে সাহায্য করে




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

যূথচ্যুত বলেছেন: ভালো।

তবে পৃথিবীর কোন ত্যাগ-ই স্বার্থহীন নয়। খালি বাবা-মা'র স্বার্থ সন্তানের নিজস্ব স্বার্থের সাথে সিংহভাগ সময় ওভারল্যাপ করে যায়--এই যা!

২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


পুরাতন, নতুন কিছু নয়

৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার কথা চাঁদগাজী বলে দিয়েছেন। এসব বহুল চর্চিত বিষয়...

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরাতন হলেও ভালই লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.