নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় দেওয়ার মত বড় কিছু অর্জন করতে পারি নি। মানুষের ভাবনা গুলি কোথাও না কোথাও প্রকাশ করতে হয়। আমার মতবাদ বা ভাবনা গুলি আমি সবার সাথে এখানে শেয়ার করব। আপনার ভাল লাগতে পারে, নাও পারে। সবাই মানুষ হলেও ভাল লাগা, না লাগা তার ব্যাক্তিগত ব্যাপ

ফ্রিটক

সত্য কি তা জানা ও সবার না বলা কথাগুলি শোনান জন্য ব্লগে আসা। সত্য বলতে ও জানতে চাই

ফ্রিটক › বিস্তারিত পোস্টঃ

আমাদের সেই স্বাধীনতা!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

হে মাতৃভুমি, তুমি আমাদের ক্ষমা কর
আমরা সেই কপোট জাতি
যারা আজও তোমার স্বাধীনতা নিয়ে
বিবেকের কাছে প্রশ্ন করি
এটাই কি আমাদের সেই স্বাধীনতা?
আজ বিচারালয় থেকে ফুটপাত পর্যন্ত
স্বাধীন স্বত্তাটিই যেন বিকিয়ে গেছে,
মুখ আছে কথা আছে,
শুধু যেন বলাই নিষেধ।
সাংসদ থেকে মিডিয়া,আইন বা আদালত
সব যেন শুনশান, ও যে ধারা ৫৭।
দেখা যাবে, শোনা যাবে,কিছু বলা যাবে না
এর নামই স্বাধীনতা,ভোটও দিতে হবে না।
সরকারি অফিস বলেন,কিংবা শিক্ষালয়
সব খানে রাজকুটনীতি,করে চলছে ত্রাস।
দেশ হয় ডিজি টাল,ব্যাংক হয় খালি
দেশের টাকায় বিদেশী ব্যাংক,হয় শুধু ভারি।
নীতির কথা মুখেই শুধু, টাকা ছাড়া কাজ
হয় বলে জানিনা,ফখরুদ্দিন ছাড়া।
ওল্টো রাজার ওল্টো দেশ, ওল্টো সব আইন
পাবলিগ মারার ফন্দি ফিকির,করেই যাচ্ছি জারি,
আমরা হলাম সাধারন,ওরা হচ্ছে এলিট
আমরা মরি দেশে,ওরা যায় বিলেত।
দিবস এলে দেশের টাকায়,কিছু গুনকীর্তন করি
বছর বছর ওয়াদা আর বুদ্ধিজীবীদের স্মরন করি
স্বাধীনতা পেয়েছে তারা,এরা যারা এলিট শ্রেণী
আমরা পেয়েছি দুমুটো ভাত,হয়তো এটাই স্বাধীনতা!




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

আমি তনুর ভাই বলেছেন:
তখনো নাকি বাংলাদেশীরা বলতে পারতোনা, এখন দেখছি, এখনো বাংলাদেশীরা কোনঠাশা, বলতে পারছেনা জোরে জোরে ভয় আছে বলে। সাধীনতা থাকলে কেও ই ভয় পেতোনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

ফ্রিটক বলেছেন: আপনার ছবিটা অনেক সুন্দর। ভাল থাকবেন,ভাল রাখবেন। ধন্যবাদ

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: কবিতা ভালও হয়েছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

ফ্রিটক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। লেখতে ভাল লাগে তাই মাঝে মাঝে লিখি। আপনার লেখাগুলি অনেক সুন্দর।ভাল থাকবেন

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


সামান্য সংখ্যক লোকজন সবকিছু দখল করে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.