নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমি এখনোও স্বার্থের উপরে উঠতে পারি না ?

গাওসেল এ. রাসেল

প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো, অনেক দুরেরও দেশে...

গাওসেল এ. রাসেল › বিস্তারিত পোস্টঃ

কতিপয় মুহুর্ত ও নিজস্ব দর্শণ !

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

অনুবাদক পোস্ট। ভালো লাগলো, তাই শেয়ার করলাম। ব্রাইটসাইড ডট মি থেকে সংগৃহীত।

চরমভাবে আকাঙ্খিত মানুষটিকে দেখে যখন উচ্ছাস বাঁধনহারা হয়ে যায়, তখন বুঝি এমনই হয়! মুভি প্রিমিয়ার এ ‘জনি ডেপ্’ এর আগমন উদযাপন করছেন তার একজন একনিষ্ট ভক্ত। চাহনি টা একবার দেখেন। জাস্ট ওয়াও।


কি? জানতে ইচ্ছে করছে না, ওরা কি দেখছে ? বিড়াল কুুকুর না হয় সহজেই আকর্ষিত হয়, তাই বলে মুরগীও!




এই জঙ্গী হামলা, রাজনৈতিক কচলা কচলি, অর্থনৈতিক টানাপোড়েন ! তারপরও জীবনটা খুব একটা খারাপ না!



মেরিলিন মনরো, নাও এ ডেইজ। বেচারা, সবই ঠিক আছে। শুধু বয়সটা একটু বেশী হয়ে গেছে। এই যা।



মেরিলিন মনরো রিটার্ণস। বাংলাদেশেও এরকম কয়েকটি তৈরী করা যেতে পারে। অন্তত বৃষ্টি থেকে বাঁচতে পারবে মানুষ। অবশ্য মোল্লা সাহেবরা কি বলবে, সেটাও চিন্তার বিষয়!



হুমায়ুন আহমেদের ‘কবি’ উপন্যাসে আতাহার তার বোনকে বিয়ে উপলক্ষে একটি কবিতা উপহার দেয়। তার শেষ লাইন ছিল, “ওদের দুটি হাতে খেলা করে পৃথিবীর সকল বিস্ময়!” জাস্ট লােইক দ্যাট।




বর্ষায় শুধু ঢাকার রাস্তায়ই পানি জমে না। ইউনাইটেড কিংডম এও জমে। তবে ওই পানিতে হংস সাতার কাটে, আর ঢাকার রাস্তায় পুরিষ্।!




চেয়েছিলাম শুধু দুইটা ছেলে। ইশ্বর এটি কি করলেন! বা থেকে ডানে ক্রমান্বয়ে দেখুন। হায়, কুসংস্কারাচ্ছন্ন লোক শুধু বঙ্গদেশেই জন্মায় না!





সবশেষে, মা ও সন্তান! আদিম এবং অকৃত্তিম ! আমি নিশ্চিত নই, মৃত্যুর পর কারো জন্য প্রার্থণা তার কোন কাজে লাগে কি না। আপনারা আমার মায়ের জন্য দোয়া করলে অন্তত আমি শান্তি পাবো।



মূল পোস্টের লিংক এখানে Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৪

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, সুমন দা।

২| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

জুন বলেছেন: সুন্দর ছবিগুলো,৬ নং ছবিতে স্বর্গের দেবদুতের মত ঐ ছোট শিশুগুলোর বিস্মিত চেহারা দারুন।
৫ নং ছবিটিও আকর্ষনীয়। শেয়ার করার জন্য ধন্যবাদ।
+

১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

গাওসেল এ. রাসেল বলেছেন: আপু, আমার খুব ইচ্ছে ব্লগের অন্য সবার মতো বিশ্লেষনধর্মী অথবা গবেষনাধর্মী পোস্ট লিখার। কিন্তু ঐ পরিমান জ্ঞানও অর্জন করতে পারি না আর তাই সাহসও পাই না। তাই এ ধরনের পোস্টই ভরসা। ছবিগুলো নিঃসন্দেহে সুন্দর এবং চিন্তার খোরাক যোগানোর মতো। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। উৎসাহিত হলাম। ধন্যবাদ।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩২

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর পোস্টু

১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, মিঃ অলিম্পিক। ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

ম্যাভরিক০৫ বলেছেন: চেয়েছিলাম শুধু দুইটা ছেলে। ইশ্বর এটি কি করলেন! বা থেকে ডানে ক্রমান্বয়ে দেখুন। হায়, কুসংস্কারাচ্ছন্ন লোক শুধু বঙ্গদেশেই জন্মায় না!

এটা মানতে পারলাম না। সন্তান বেশি নেয়ার সাথে কুসংস্কারের কোন যোগসূত্র পাচ্ছি না। এটা মানুষের ব্যক্তিগত ইচ্ছা।

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

গাওসেল এ. রাসেল বলেছেন: না, ম্যাভরিক ভাই। আমি ঐটা মিন করিনি। ঐ ভদ্রলোক দুইটি ছেলে সন্তান নেওয়ার আশায় অলমোস্ট ছয়টা মেয়ে সন্তান নিয়ে নিয়েছে। ছবিতে এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরকমটা আমাদের বাংলাদেশে খুবই কমন। বংশের বাত্তি জ্বালানোর জন্য একটি ছেলে সন্তান লাগবেই! এই বিষয়টিকে আমি কুসংস্কারচ্ছন্নতা বুঝিয়েছি।

৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১

ম্যাভরিক০৫ বলেছেন: তবে অবশ্যি ছবি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই। উৎসাহিত হলাম।

৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

জেন রসি বলেছেন: একটা ছবি দিয়েই আসলে অনেক কথা বলে ফেলা যায়। কিছু ছবি দিয়ে মুহূর্তকে একেবারেই থামিয়ে দেওয়া যায়! তেমন কিছু ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ! :)

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

গাওসেল এ. রাসেল বলেছেন: শুকরিয়া, ঠিক তাই। আপনাকেও ধন্যবাদ রসি ভাই।

৭| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৮

শায়মা বলেছেন: মুগ্ধ হয়ে গেছি ছবিগুলো দেখে কিন্তু দু একটা দেখে আর ক্যাপশান পড়ে অনেক হাসলাম।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৭

গাওসেল এ. রাসেল বলেছেন: ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে–
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।
হঠাৎ করে মাথায় আসলো। ধন্যবাদ আপা।

৮| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩১

শায়মা বলেছেন: বিশ্বপতি তো সবখানেই আছে ভাইয়া।:)

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, ঐ ভদ্রলোককেই খুজছি অনেকদিন ধরে।

৯| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: তাহালে খুঁজিবার জন্য সাধনার প্রয়োজন! সঠিক সাধনা

১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭

গাওসেল এ. রাসেল বলেছেন: বিশ্বপতিকে খুজতে হয় তার সৃষ্টির মাঝে। আমার ধারনা আরকি। এখন সমস্যা হলো খুজে ফেরার জন্য সেই সময় বের করাটাই আমার জন্য কষ্টকর। তাই সময় সুযোগ পেলে আর মিস করতে চাই না। অর্ধাঙ্গিনীকে নিয়ে বের হয়ে যাই। ধন্যবাদ শায়মা আপা, আপনার রিপ্লাইয়ের জন্য।

১০| ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগছে ক্যাপশন সহ ছবি গুলো।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, ভাই মনিরা সুলতানা। উৎসাহিত হলাম।

১১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: একরাশ ভালোলাগা জানিয়ে গেলাম

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, ভাই। উৎসাহিত হলাম।

১২| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব খুব সুন্দর ছবি ব্লগ। নানান ধরণের বিষয় সংস্লিষ্ট ছবি দিয়ে এবং ক্যাপশন দিয়ে অসাধারণ একটি পোস্ট! দারুণ লাগলো।অনেক শুভকামনা।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

গাওসেল এ. রাসেল বলেছেন: ধন্যবাদ, ভাই। সত্যিই আপনাদের মন্তব্য আমাকে উৎসাহিত করে। আরোও পোস্ট দিতে উৎসাহিত হই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.