নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা

১৯ শে মে, ২০১৩ রাত ১১:১১

আমি প্রেমে পড়ি না কোন রূপসীর শোভার

এতো শোভার আমার প্রয়োজন নাই

অতোটা ভালোবাসারও প্রয়োজন ছিলো না কখনো

একটা শরীর আর একটা মাংস মাধবীই আমার পছন্দ ।



আমি প্রেমে পড়ি না কেশবতী কোন নারীর কাজল কালো চোখের

প্রেমে পড়ি নগ্ন বাহুর , নীলিমার উন্নত বক্ষের

রক্তের প্রয়োজন ফুরিয়ে গেছে , ধ্বংস দেখে আমি ক্লান্ত

সময় যাচ্ছে ফুরিয়ে ,এবার প্রয়োজন বীর্যের ।



প্রয়োজন নেই প্রেমিকার,কি হবে গিয়ে দামী রেস্তোরাতে

কফির সাথে মিশিয়ে খাওয়া লাল রং আর চুমুতে ?

মন আমার পড়ে আছে ক্ষুদা ও খরার এই অবেলায়

অনাহারে ভোগা মানুষের ব্যথাতে ।



নষ্ট আমি পথ ভ্রষ্ট আমি

ফিরিয়ে দিয়েছি নিষ্পাপ রূপসীর একুশটি লাল গোলাপ

মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন

কত রাত কাটিয়ে দিয়েছি এমনি

করে হাজারটা পাপ।



নীলিমারা আজ ফিরে যাও ঘরে

মন এখন বিদ্রোহের মাঠে

বিশ্বাস রাখি

রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের

ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার

বিপ্লবী অসম্ভবে ।।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো কবিতা। তোমার সাম্প্রতিক সময়ে যে কয়টা লেখা পড়েছি তার মধ্যে অন্যতম ভালো কবিতা।

শুভেচ্ছা রইল। :)

১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ জাদিদ ভাই :) :)

২| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৭

স্বপনবাজ বলেছেন: মন্ত্রী কি লিখছেন এতা!
অনেক ভালো হইছে!

১৯ শে মে, ২০১৩ রাত ১১:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা পিনিক কবিতা লিখেছি ব্রাদার ;)


অনেক অনেক ধন্যবাদ ।

৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
নীলিমারা আজ ফিরে যাও ঘরে
মন এখন বিদ্রোহের মাঠে
বিশ্বাস রাখি
রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের
ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার
বিপ্লবী অসম্ভবে ।।


কবিতাটা চরম হইছে।

++++++++++++++


মন্ত্রী সাহেব ২য় প্লাস কিন্তু আমার।

২০ শে মে, ২০১৩ রাত ১২:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ব্রাদার :)

৪| ২০ শে মে, ২০১৩ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
এই নিয়ে ব্লগে আমি তিন জন ব্লগারের তিনটি কবিতা প্রিয়তে নিয়ে রাখলাম যদি আবার হারিয়ে যায়। এখন মুখস্ত করতে হবে।

২০ শে মে, ২০১৩ রাত ১২:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মনে হচ্ছে এর মধ্যে আমিও একজন :!> :!>


অনেক অনেক ধন্যবাদ কান্ডারী ভাই

৫| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৩১

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সুন্দর হইছে রুপম দা
চালাইয়া যান :)

২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আড়িয়াল খা । খাইয়া যান :D

৬| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

মহাজাগতিক পাগল বলেছেন: অসাধারণ !

২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ পাগল ভাই :)

৭| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: নীলিমারা আজ ফিরে যাও ঘরে
মন এখন বিদ্রোহের মাঠে


কপিতা গুড হইছে !

নীলিমা কিডা ? মন বিদ্রোহের মাঠে কি করে ? মাঠে তো ঘাস থাকে !

২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মাঠে তো গরুও থাকে ।

মন, গরু আগে না বাছুর আগে এইটা লইয়া গরুর লগে বিদ্রোহ করে । :D :D

৮| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ব্রাদার খুব ভাল লেখছেন. পছন্দ হইছে. পারলে ব্লগে আইসেন Click This Link

২০ শে মে, ২০১৩ রাত ১২:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার :)

অবশ্যই আসবো ।

৯| ২০ শে মে, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন
কত রাত কাটিয়ে দিয়েছি এমনি
করে হাজারটা পাপ।

২০ শে মে, ২০১৩ রাত ২:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :( :(

১০| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:

দুর্দান্ত !

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

১১| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

মামুন রশিদ বলেছেন: হেলাল হাফিজ দিয়ে শুরু হলেও ভাবনাগুলো একান্তই মন্ত্রীর ।



দারুন হয়েছে । আরে মানুষের সেই সময়টাই সেরা, যখন সে কারো প্রেমে পড়ে :P

২০ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মামুন ভাই

১২| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে মে, ২০১৩ রাত ১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ হাঃমাঃ ভাই

১৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ প্যারাটা বেশ সুন্দর !!!

২১ শে মে, ২০১৩ রাত ১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৪| ২১ শে মে, ২০১৩ রাত ১:৩৭

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মন্ত্রীর এই কবিতা আমাকে কবি নির্মলেন্দুগুন'র কথা মনে করিয়ে দিল।
মাননীয় মন্ত্রী মহোদয় আপনার এই কবিতা প্রিয়তে নেওয়া ছাড়া আর কুনো উপায় নাই।
আপনি আমাদের মন্ত্রী মহোদয় তাই আপনার কাছে এইরাম কবিতা এক্সপেক্ট করি।
তাই আপনার মাথার বারোটা বাঝিয়ে হলেও আমাদের জন্য এইরাম কবিতা প্রশব করেন, এইটাই এখন জাতির দাবী।

ভালো থাকেন বা মন্দ থাকেন তাতে আমার/আমাদের কিচ্ছু যায় আসেনা......মাগার আপনার কাছে আমার একটাই দাবী......আপনার প্রশব করা লেখা থেকে মাঝেমধ্যে ২/১টা কবিতা আমাদের সাথে শেয়ার করেন......।

২১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আলমগীর ভাই এতো সুন্দর একটা মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

চেষ্টা করবো ।

১৫| ২২ শে মে, ২০১৩ রাত ৩:৫৭

একজন আরমান বলেছেন:
ভাই তুমি দেখি এটম বোম ছারতেছো একটার পর একটা। আমার পড়া তোমার এই পর্যন্ত লেখা সেরা কবিতা এইটা।

কান্ডারী অথর্ব বলেছেন:
এই নিয়ে ব্লগে আমি তিন জন ব্লগারের তিনটি কবিতা প্রিয়তে নিয়ে রাখলাম যদি আবার হারিয়ে যায়। এখন মুখস্ত করতে হবে।


ওই মিয়া বাকি দুইটার লিঙ্ক দেন। আমিও খাই। সব ভালো কবিতা একলা একলা খাইবেন নাকি? X(X((

২২ শে মে, ২০১৩ দুপুর ২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এটম বোম ?? :D :D :D

অনেক ধন্যবাদ আরমান ভাই ।

তা কই ছিলেন মাঝখানের একদিন ??

১৬| ২২ শে মে, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
হ ভাই এটম !

ভাইরে বরিশাল আসছি। এইখানে আমার কিউবির নেট মিস্কল দেয় !

তাই মাঝে বিলায় পড়ছিলাম। গতকালকে শেষে বাধ্য হইয়া বাংলালিংক এ নতুন প্যাকেজ নিলাম। /:)/:)/:)

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিউবির নেট মিস্কল দেয় ???
হা হা হা ... চরম চরম :P :D

১৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪

বোকামন বলেছেন:






মাননীয় মন্ত্রী মহোদয়,
অসম্ভব সম্ভব হবে,
মন বিদ্রোহের মাঠে বিপ্লবী চির
অসম্ভব সম্ভব হবে .......


অনেক অনেক শুভকামনা রইলো
খুব ভালো লিখেছেন :-)

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বোকামন । ভালো থাকবেন ।

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

এরিস বলেছেন: নীলিমারা আজ ফিরে যাও ঘরে
মন এখন বিদ্রোহের মাঠে
বিশ্বাস রাখি
রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের
ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার
বিপ্লবী অসম্ভবে ।।
শুরুতেই কিছু চমৎকার বিশ্লেষণ দেখিয়েছেন। পুরো কবিতাটাই ভিন্নধর্মী। চমৎকার।তবে আমার মনে হয় বিদ্রোহের মাঠে নীলিমাদের প্রয়োজন আছে।

২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এরিস ।

আমার ব্লগ পাড়ায় আপনাকে স্বাগতম ।

১৯| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:২৬

শ্রাবণ জল বলেছেন: চমৎকার লিখেছেন!

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ জল

২০| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

এন এফ এস বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: মনে পড়ে এক বেশ্যার প্রেমে পাগল ছিলাম তখন
কত রাত কাটিয়ে দিয়েছি এমনি
করে হাজারটা পাপ।

ছিঃ ছিঃ কুনোব্যাঙ কি খ্রাপ

আর রূপম ভাই জোশ একটা কবিতা লিখছেন +

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পোলাটা আগে ভালই ছিলো , বলগে আইসা নষ্ট হইয়া গেছে । :P

ধন্যবাদ তুমারে ।

২১| ০১ লা জুন, ২০১৩ রাত ১:০৬

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার :)

০১ লা জুন, ২০১৩ সকাল ৮:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

২২| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:০৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: নীলিমারা আজ ফিরে যাও ঘরে
মন এখন বিদ্রোহের মাঠে
বিশ্বাস রাখি
রাতের আধারে কলঙ্কিত হয়ে যাওয়া মেয়ের
ভোরের আলোয় মুখের হাসি ফিরে পাবার
বিপ্লবী অসম্ভবে ।।


আহা!!! বেশ মুগ্ধপাঠ্য!! তোর শেষ কয়েকটা পোস্ট মিস গেছে। দেখি এক নাগাড়ে পড়া শুরু করি। B:-) /:)

নয় নাম্বার ভালু লাগাটা কিন্তু আমার। :P

০২ রা জুন, ২০১৩ রাত ১:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ =p~

২৩| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৬

ভুং ভাং বলেছেন: মচৎকার

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দন্যবাধ :)

২৪| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪১

মারুফ মুকতাদীর বলেছেন: বাহ, চমত্কার!

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ব্রাদার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.