নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মনীষীদের উক্তিতে বৌদ্ধ ধর্ম

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৩৫

১) বৌদ্ধরা এতই ভাগ্যবান যে তাদেরকে জন্মের পর থেকেই ‘কেউনা’ নামক কোন অশরীরি শক্তির দির্দেশ, আদেশ অথবা কোন প্রেরিত বা নাজেলকৃত মতবাদকে অন্ধের মত বিশ্বাস করে জীবন পরিচালনা করতে হয়না।

- ভে. প্রফেসর আনন্দ কৌশল্যায়না



২)যদি মানবজাতির মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তিকে দেখতে চান তাহলে ভিক্ষুকের আবরণে ঐ রাজপুত্রের দিকে তাকান- যার সাধুতাই মানুষের মাঝে অতি মহান।

-আব্দুল আতাহিয়া, “ এক মুসলিম কবি”



৩)পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বুদ্ধই মুক্তির বারতা ঘোষণা করলেন। ব্যক্তিক ঈশ্বর কিংবা দেব-দেবীর এতটুকুও সাহায্য ব্যতিরেকেই যে কোন ব্যক্তি স্বচেষ্টায় এ মুক্তি অর্জন করতে সক্ষম। তিনি সবাইকে আত্ননির্ভরতা, সাধুতা, শিষ্টাচার, বোধি, শান্তি ও সর্বজনীন প্রেম ও মৈত্রীর মতবাদকে গ্রহণ করার জন্য উপদেশ দিয়েছেন। তিনি জ্ঞান অর্জনের জন্য বেশী জোর দেন, কারণ প্রজ্ঞা ব্যতীত মুক্তি অসম্ভব।

-প্রফেসর ইলিয়ট, “বুড্ডিজম এন্ড হিন্দুইজম”



৪)যদি কোন ধর্ম আধুনিক বিজ্ঞানের সাথে সমান তালে চলে, তা হচ্ছে বৌদ্ধ ধর্ম।

- আলবার্ট আইনস্টাইন



৫)বৌদ্ধধর্ম মূলতঃ একটি গণতান্ত্রিক আন্দোলন যাহা ধর্মে গণতন্ত্র, সমাজে গণতন্ত্র ও রাজনীতিতে গণতন্ত্রকে তুলে ধরেছিল।

-ড. আহম্মেদ কর



৬)বৌদ্ধধর্মে অন্ধবিশ্বাসের স্থান নেই। ঔদার্যের দিক দিয়ে অতীতে যেমন এটা দুর্লভ ধর্ম ছিল এখনও তাই। এস-দেখ তর্ক করে ধর্মগ্রহণ করা না করার উদার মতবাদে বিশ্বাসী ছিলেন বুদ্ধ। অসহিষ্ণুতাকে তিনি পরম শত্রু মনে করতেন।

-ড. এস রাধাক্রষ্ণ “গৌতম দি বুদ্ধ”



৭)বুদ্ধকে যদি আদৌ ত্রাণকর্তা বলা হয়- ইহা শুধু এই অর্থে যে তিনি মানুষের মুক্তির পথ “নির্ব্বাণ” আবিস্কার করেছেন। কিন্তু সে পথ ধরে চলার দায়িত্ব অবশ্যই আমাদের।

-ভেন. ড. ডব্লিউ. রাহুলা, “হোয়াট দি বুদ্ধ টট”



৮)বৌদ্ধধর্ম নিয়তই জানার ও দেখার ধর্ম। না জেনে না বুঝে বিশ্বাস স্থাপন করার ধর্ম নহে। বুদ্ধের ধর্ম এহি-পসসিকো গুণে গুণান্বিত অর্থাৎ এস দেখ আহ্বানের যোগ্য তবে না জেনে না বুঝে বিচার বিশ্লেষণ না করে কেবল বিশ্বাস স্থাপন করার ধর্ম নহে।

--ভেন. ড. ডব্লিউ. রাহুলা, “হোয়াট দি বুদ্ধ টট”



৯)আমি অনেক বার বলেছি এবং আবারো বলতে চাই যে, “বৌদ্ধ ধর্ম ও আধুনিক বিজ্ঞানের মধ্যে পারস্পরিক প্রজ্ঞা ও জ্ঞানের এক গভীর বন্ধন রয়েছে।

-স্যার এডউইন আরনল্ড





সবাইকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ।



তথ্যসূত্রঃ "Info on Bodhgaya"। Buddhanet.net।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:৫৫

কিরিটি বলেছেন: একটা প্রশ্ন ঃ অন্যান্য ধর্ম সম্পর্কে বৌদ্ধ ধর্ম বেশ উদার। বৌদ্ধ ধর্মে এমনকি ভিন্ন মতাবলম্বী বিয়ের ক্ষেত্রেও ধরাবাধা কোনো নিয়ম নেই।
যদি কেউ বৌদ্ধ ধর্ম হতে অন্য কোন ধর্ম পালন করতে চায় সেক্ষেত্রে কি ধরণের স্পিরিচুয়াল সমস্যা হতে পারে? এ ব্যাপারে ধর্ম কি বলে?
কোন ধর্মীয় রেফারেন্স দিতে পারেন কি?

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বৌদ্ধ ধর্ম নাস্তিক ধর্ম। "নাস্তিক"এই অর্থে বললাম কারণ, এই ধর্মে স্রষ্টার কোনো অস্তিত্ব স্বীকার করা হয় না। পরলোক বিষয়ে এই ধর্ম নীরব। এই ধর্মে কোনো ঐশ্বরিক কিতাবের কথাও বলা নাই।

কাজেই কেউ যদি বৌদ্ধ ধর্ম থেকে কনভার্টেড হয়ে অন্য কোন ধর্ম পালন করতে চায় তাহলে স্পিরিচুয়াল কোন সমস্যা হবার কথা নয় । কারণ বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের দর্শনের উপর প্রতিষ্ঠিত , এইখানে স্পিরিচুয়াল বা আদ্ধাত্মিক কোন বিষয় নেই ।

আমি বৌদ্ধ ধর্মের লোক নই , তাই হুট করে ধর্মীয় রেফারেন্স দেওয়া আমার পক্ষে সম্ভব নয় ।

২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:০৪

ভূতের গলির মোকসেদ বলেছেন: নির্বিচারে মানুষমারা থেকে সরে আসতে হবে বৌদ্ধধর্মকে.।

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আসলে কোন ধর্মই মানুষ মারতে বলেনা । ইসলামও বলে না , বৌদ্ধও বলে না । মানুষ মারে ধার্মিকেরা ।
সেখানে সে নিজের ধর্ম কতটুকু সঠিক ভাবে পালন করছে সেইটা বিষয় ।

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

বাংলাদেশি বাংগালী। বলেছেন: ভূতের গলির মোকসেদ বলেছেন: নির্বিচারে মানুষমারা থেকে সরে আসতে হবে বৌদ্ধধর্মকে.।

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আসলে কোন ধর্মই মানুষ মারতে বলেনা । ইসলামও বলে না , বৌদ্ধও বলে না । মানুষ মারে ধার্মিকেরা ।
সেখানে সে নিজের ধর্ম কতটুকু সঠিক ভাবে পালন করছে সেইটা বিষয় ।

৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯

বেলাল আহমেদ রাসেল বলেছেন: বৌদ্ধরা মনে করে জীব হত্যা মহাপাপ, কিন্তু নির্বিচারে মানুষ হত্যা কো পাপ না.....

২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখুন নির্বিচারে জীব হত্যা সকল ধর্মেই পাপ , কিন্তু সবাই ই কম বেশী সেটা করছে ।

তবে এইটা মানতেই হবে যে , বর্তমানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা অনেকাংশেই গৌতম বুদ্ধের দর্শন থেকে বিচ্যুত হয়ে গেছেন । এর কারণ হচ্ছে ভোগেরর লালসা, পাওয়ার কামনা, না পাওয়ার বেদনা এবং প্রতিদ্বন্দ্বীতা যা মানুষে মানুষে জাতিতে জাতিতে হানাহানি সৃষ্টি করে চলেছে ।
কিন্তু এর দায় বৌদ্ধ ধর্মের না , এর দায় কপট ধার্মিকদের।

৫| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক বানী জানতে পারলাম ।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

৬| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:১৫

মামুন রশিদ বলেছেন: 'ভোলগা সে গঙ্গা' খ্যাত রাহুল সাংকৃত্যায়ন দুবার গোপনে তিব্বত ভ্রমন করেছিলেন । ঐখানে তিব্বতি ভিক্ষুদের হাজার বছরের প্রাচীন বৌদ্ধ দর্শন চর্চায় আকৃষ্ট হয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন । রাহুল সাংকৃত্যায়নের ভক্ত হিসাবে আমিও একসময় বৌদ্ধ ধর্মের প্রতি আকর্ষন বোধ করতাম ।

ধর্ম সম্পর্কে আমার বর্তমান বোধ হলো, প্রতিটা ধর্মই মানুষ এবং সমাজের জন্য ভালো কথা বলে । কিন্তু প্রতিটা ধর্মই তার ধর্মগুরুদের স্বেচ্ছাচারিতার কাছে বন্দী ।

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: "প্রতিটা ধর্মই তার ধর্মগুরুদের স্বেচ্ছাচারিতার কাছে বন্দী । "

এইখানেই অন্যান্য ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের মূল পার্থক্য বলে আমার মনে হয় । ধর্মগুরুদের স্বেচ্ছাচারিতা সাধারনত নির্দিষ্ট একটা কিতাবকে কেন্দ্র করেই গড়ে উঠে ।একটা নির্দিষ্ট ধর্মের হলে এই কিতাবের বাইরে যাওয়ার এখতিয়ার আমার থাকে না ।

কিন্তু বৌদ্ধ ধর্মে এই ধরনের কোন কিতাব না থাকায় , ধরাবাঁধা কোন নিয়মও নেই । বৌদ্ধ ধর্ম মূলত একটি দর্শন,যেটা গড়ে উঠেছিলো সিদ্ধার্থ তথা গৌতম বুদ্ধের জীবন দর্শনের উপর ভিত্তি করে , যার অনেক কিছুই বর্তমানে বিকৃত ।

আধুনিক সমাজ-বিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের মতো বুদ্ধ বিশ্বাস করতেন, ঈশ্বরে বিশ্বাসের বিষয়টি মানুষের মনের ভয়-ভীতি থেকে সৃষ্ট। কোথাও নিরাপত্তা খুজেঁ না পেয়ে ভয়ার্থ মানুষ নিরাপত্তার আশ্রয় হিসেবে ঈশ্বর কল্পনা করেন।বুদ্ধ মনে করতেন শুদ্ধ সার্থক জীবন যাপনে ঈশ্বরে বিশ্বাসের প্রয়োজন নেই।অথচ অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীরাই বুদ্ধকে ঈশ্বর ভেবে পূজা করেন ।

৭| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: মানুষের ভিতরকার হানাহানি আর মিথ্যা চাপা দিতেই যুগে যুগে আবির্ভাব হয়েছে নানা ধর্মের! সব ধর্মই পথ হারায় ধর্ম ব্যাবসার কবলে পড়ে!
মানবতা আর বিবেক প্রসূত চিন্তাভাবনা ই হলো সর্বোত্তম ধর্ম, মন্ত্রী! পোষ্টে ভালোলাগা!

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: "মানবতা আর বিবেক প্রসূত চিন্তাভাবনা ই হলো সর্বোত্তম ধর্ম, মন্ত্রী! পোষ্টে ভালোলাগা!"

কমেন্টে ভালোলাগা অভি ভাই । :)

৮| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
বেলাল আহমেদ রাসেল বলেছেন: বৌদ্ধরা মনে করে জীব হত্যা মহাপাপ, কিন্তু নির্বিচারে মানুষ হত্যা কি পাপ না.....

২৩ শে মে, ২০১৩ রাত ১১:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেখুন নির্বিচারে জীব হত্যা সকল ধর্মেই পাপ , কিন্তু সবাই ই কম বেশী সেটা করছে ।

তবে এইটা মানতেই হবে যে , বর্তমানে বৌদ্ধ ধর্মের অনুসারীরা অনেকাংশেই গৌতম বুদ্ধের দর্শন থেকে বিচ্যুত হয়ে গেছেন । এর কারণ হচ্ছে ভোগেরর লালসা, পাওয়ার কামনা, না পাওয়ার বেদনা এবং প্রতিদ্বন্দ্বীতা যা মানুষে মানুষে জাতিতে জাতিতে হানাহানি সৃষ্টি করে চলেছে ।
কিন্তু এর দায় বৌদ্ধ ধর্মের না , এর দায় কপট ধার্মিকদের।

৯| ২৩ শে মে, ২০১৩ রাত ১১:৩২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
মন্ত্রী সুন্দর আর স্বাভাবিক টাইপ উত্তরের জন্য ধন্যবাদ
তবে ঠিক এমনটাই অন্য ধর্ম'তে ।।

কিন্তু এর দায় কুনো ধর্মের না , এর দায় কপট ধার্মিকদের।

২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অন্য ধর্মের সাথে কিছুটা পার্থক্য আছে মামুন ভাইকে দেয়া রিপ্লাইতেই সেটা উল্লেখ করেছি ।

অনেক ধন্যবাদ ।

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ১:২৫

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: প্রত্যেক ধর্মে'ই উগ্রবাদী ধার্মিক থাকে যাদের কারণে ধর্মের বদনামি
মানুষে মানুষে হানাহানি আর যতো ভণ্ডামি।

একটা বিষয় জানার ইচ্ছে ছিল বন্ধু/ভাই হিসেবে যদিও এই পোস্টে এই প্রস্ন বেমানান তবুও ব্যক্তিগত ভাবে জানতে চাচ্ছিঃ
ধর্ম বলতে আমি বুঝি যারা আল্লাহ্‌/ঈশ্বর/ভগবানে বিশ্বাস করেন...
যে কুনো নিদৃস্ট স্রষ্টায় বিশ্বাস করার নাম'ই হচ্ছে ধর্ম।
যেহেতু বৌদ্ধ'রা ''কেউনা''য় বিশ্বাসী
তবে কেন বৌদ্ধ'দের বৌদ্ধধর্ম বলে থাকি ?

শুধুই জানতে চাওয়া মাত্র.....মাইন্ড খাওয়া হবে বুকামি।


২৪ শে মে, ২০১৩ রাত ২:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: না আলমগীর ভাই মাইন্ড খাওয়ার কোন প্রশ্নই আসে না ।

যদিও আমি কোন জ্ঞানী ব্যক্তি না ধর্ম বিশারদও না তবুও আমি চেষ্টা করছি নিজের মতো করে একটা উত্তর দিতে ।

আমি যা বুঝি ধর্ম হচ্ছে একধরনের জীবন দর্শন । একদল মানুষের জীবনাচার । তবে তাদের কোন নির্দিষ্ট লোকালয়ের গন্ডিভুক্ত হতে হবে এমনটা নয়,এমন কোন শর্তও নেই ।
ধর্মে কিছু স্থির নিয়ম কানুন আছে , কিছু বিধি নিষেধ আছে । এইগুলো সমাজের উন্নয়নের সহায়ক হবে ভেবেই তৈরী করা ।

ধর্ম দুই ধরনের ।
১) মানুষ্য সৃষ্ট ধর্ম
২) ঈশ্বর সৃষ্ট ধর্ম
খ্রিষ্টান , ইসলাম ও ইহুদি হচ্ছে ঈশ্বর সৃষ্ট ধর্ম । এ ধর্মের ধর্ম প্রচারকরা দাবী করেন ঈশ্বর এইটা সৃষ্টি করেছেন । তবে ঈশ্বরের স্বরূপ নিয়ে মতভেদ আছে ।

হিন্দু এবং বৌদ্ধ হচ্ছে মানুষ্য সৃষ্ট ধর্ম, যদিও অনেক হিন্দুই সেটা স্বীকার করতে চান না , হিন্দু ধর্মের ইতিহাস থেকেই বিষয়টা স্পস্ট ।
আর বৌদ্ধ ধর্ম বস্তুবাদী ধর্ম , এ ধর্ম আত্মশুদ্ধির উপরেই জোর দেয় বেশী ।

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: বৌদ্ধধর্ম নিয়ে ভাল কয়েকটা উক্তি পড়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ

২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ মাসুম ভাই :)

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ২:৫৮

মোহাম্মদ আলমগীর খান বলেছেন:
ধর্ম দুই ধরনের ।
১) মানুষ্য সৃষ্ট ধর্ম
২) ঈশ্বর সৃষ্ট ধর্ম


এখানেই আমার উত্তর পাইলাম।ধন্যবাদ।
এইনা হলে মন্ত্রী বুইজা শুইনা মাইন্ড না খাইয়া উত্তর দেওয়া বুদ্ধিমান মন্ত্রীর কা্ম।

তুমি মাইন্ড খাইলে তুমারে ম খা আলমগীরের সাথে তুলনা দিতাম।

২৪ শে মে, ২০১৩ রাত ৩:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা ম খা আলমগীরের সাথে আপনার নামের কিন্তু বেশ মিল রয়েছে আলমগীর ভাই ,খেয়াল কইরা ;)

:D :D :D

১৩| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


বানী গুলো সংরক্ষনে রাখার মতন।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ , কিন্তু রাখলেন না তো :(

১৪| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১১

মহাবিরক্ত বলেছেন: ভাল পোস্ট।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মহাবিরক্ত

১৫| ২৫ শে মে, ২০১৩ রাত ২:১৪

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মখা'র সাথে আমার নামের ফারাক ফারাক্কার বাঁদের মতো।

আমি নিজে দাবী করি আমি মখার চেয়ে বুদ্ধিমান, কারণ আমি বুইঝা কথা কই। আর মখা তো না বুইঝাই কথা কয়।
এই মখা'র কারণে আওয়ামীলীগ এখন ধ্বংসের মিছিলে
আমার ধারণা মখার জায়গায় তুমারে বওাইলে তুমি তার চেয়ে ভালচালাইতে পারবা।

২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হা হা হা :)

১৬| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:৪৪

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ তানিম ভাই

১৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০০

আমিনুর রহমান বলেছেন:

পোষ্টে +++

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আমিলুল ভাই :P

১৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:০১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মায়ানমার দেখিয়ে দিল, বৌদ্ধ ধর্ম ও পথ হারিয়েছে।
তাদের ধর্মীয় শপথ আর অহিংসায় নেই।

২৭ শে মে, ২০১৩ রাত ২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো বলেছেন দুর্জয় ভাই ।
তাদের ধর্মীয় শপথ আর অহিংসায় নাই ।

১৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ৯:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ++++++++++++

বৌদ্ধ ধর্ম নিয়ে মনীষীদের মন্তব্যগুলো চমৎকার লাগল। মন্তব্য গুলো থেকে বেশ ইনফরমেটিভ কিছু তথ্য জানতে পারলাম। সামনে বৌদ্ধ ধর্ম নিয়ে তোর কাছ থেকে একটা মেগা পোস্ট চাই।

শুভ কামনা।

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: দেবো আশা করি , আগে ভলগা টু গঙ্গাটা পড়া শেষ করে নেই ।

জন্মদিনের শুভেচ্ছা আবারো । পার্টি কই ??

২০| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

সোহাগ সকাল বলেছেন: কামের পোস্ট! ভাল্লাগলো অনেক।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ

২১| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন: বৌদ্ধ ধর্ম নিয়ে মনীষীদের মন্তব্যগুলো ভাল লেগেছে তবে সবার মতের সাথে একমত হতে পারলাম।

পোস্টের জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য! ++++++

২৬ শে জুন, ২০১৩ রাত ২:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সবার মতের সাথে একমত হওয়া কি সম্ভব নাজিম ভাই ??

সবাই যদি একমত হয়ে যেত তবে কি আর এতো এতো মতের সৃষ্টি হতো ??

ধন্যবাদ । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.