নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

অভিমানকে করতে লালন তোমার আমার সন্ধি বারণ.. (নির্মলেন্দু গুণের জন্মদিনে একটি অখাদ্য কবিতা পেশ করলাম)

২১ শে জুন, ২০১৩ রাত ১:২০





সোনামন,

বিশৃঙ্খলাময় বিকেলে হেটে গেছি বহুদূর

হাতে রাখোনি হাত, বুকে রাখোনি মাথা

তবুও করেছো ধন্য

ছ'লাইনের এই অখাদ্যটি

লিখলাম তোমায় নিয়ে

তোমার জন্য !



কয়েক লাইন না হয় আরো দেব বাড়িয়ে

চশমাটা পড়ে চারপাশটা ভালো করে

দেখো তাকিয়ে !



শ্লোগানে শ্লোগানে কাতর দুশমন

খ্যাপা মোষের ষাড়

আছে রাস্তায়, আছে হাট দোকানে

আছে যার যার তার তার।



আর আমি মিটি মিটি হাসি

ভুল বানানে চিঠি লিখি

ইলশে গুড়ি বৃষ্টি দেখি ।

মনের কথা মেঘকে বলি

সোনামন,

মেঘলা রাত্রি ভালোবাসি !



তুমিতো আছো ব্যাপক আনন্দে

দাঁড়িয়ে আছো ব্যালকনিতে

কথা দিয়েও আসোনি বলে

সংসদ দেখেও হাসোনি বলে।



বাড়িয়ে দিয়েছো যন্ত্রণা

আজ রাতে আর ঘুম হচ্ছেনা

পাশ বালিশ হয়ে যদি পাশে পেতাম

সোনামন,

মিথ্যে বাহাদুরির গল্প বলতাম ।।



............



অভিমানকে করতে লালন

তোমার আমার

সন্ধি বারণ...



ছবি কৃতজ্ঞতাঃ গুগল

টাইটেল কৃতজ্ঞতাঃ নচিকেতা

মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৫

নিয়েল হিমু বলেছেন: অখাদ্য হয়নাই রূপম । ভাল লাগছে খুব :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই । অনেক দিন পর আমার ব্লগে আসলেন :)

২| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

নিয়েল হিমু বলেছেন: অখাদ্য হয়নাই রূপম । ভাল লাগছে খুব :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই । অনেক দিন পর আমার ব্লগে আসলেন । :)

৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:২১

একজন আরমান বলেছেন:
অখাদ্য ভালো হয়েছে।

গুন'দা কে জন্মদিনের শুভেচ্ছা।

গুনের "তোমার চোখ এতো লাল কেন" কবিতাটা আমার অনেক পছন্দ।

ওটার মতো করে আমি একটা কিছু লিখতে চেয়েছিলাম।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালোবাসার ফাঁসি চাই।
আরমান ভাইয়ের মুখে হাঁসি চাই । :P

জন্মদিন নিয়ে একটু কনফিউশনে ছিলাম , বাংলা কবি । জন্মদিন বাংলা তারিখ অনুযায়ী হবে নাকি ইংরেজী অনুযায়ী বুঝতে পারছিলাম না । তাই কবিকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম ঐটা পোস্ট না করে এইটা করলাম ।

অনেক ধন্যবাদ আরমান ভাই । আপনার টা আগেই পড়েছিলাম । চমৎকার হইছে ।

৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অভিমানকে করতে লালন
তোমার আমার
সন্ধি বারণ

সুন্দর হয়েছে ।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ । লাইনটা নচিকেতার কাছ থেকে ধার করা । নচিকেতার একটা গানের লাইন ছিলো এরকম ।

"ধর্মকে করতে ধারণ
রাম রহিমের সন্ধি বারণ "

মন্তব্যের জন্য ধন্যবাদ সেলিম ভাই ।

৫| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৯

মামুন রশিদ বলেছেন: কবিতা চখাম হয়েছে ।


কবি নির্মলেন্দু গুন কে কবিতাটি পাঠিয়ে দিচ্ছি, দেখি কবি কি বলেন :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবি বলেছিলেন বলেই সামুতে পোস্ট করলাম কবিতাটি । ;)

ধন্যবাদ মামুন ভাই ।

৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন:
অভিমানকে করতে লালন
তোমার আমার
সন্ধি বারণ...
+++++++++ মন্ত্রী !

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

লাইনটা নচিকেতার কাছ থেকে ধার করা ।

ধর্মকে করতে ধারণ,
রাম রহিমের সন্ধি বারণ ।

৭| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++

ভাললাগা জানবেন।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ জানবেন ।

৮| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। কবি দীর্ঘজীবী হোন।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই !

৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন মন্ত্রী সাহেব ++++++

ভালো থাকবেন :)

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক দিন পর পেলাম আপনাকে ।

ভালো আছেন নিশ্চই ।

১০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
অখাদ্য টাইপ কেন বলা হল এমন একটি সুন্দর কবিতাকে X(

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমার কাছে অখাদ্যই মনে হইছে :(

১১| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার হয়েছে ।

২৩ শে জুন, ২০১৩ রাত ১:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ !
কোলে কি ভাতিজি নাকি ??

১২| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:


ভাতিজী আসবে কোথা থেকে :O

কোলে ভাতিজা যখন বয়স ৭ দিন :)

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির !!

১৩| ২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১

নাজিম-উদ-দৌলা বলেছেন: সোনামন বলে সম্বোধন করা দেখে একটু অবাক হয়েছিলাম। তবে সম্বোধনটার সার্থক প্রয়োগ ঘটেছে কবিতায়।
ভাল হয়েছে! +++++

২৬ শে জুন, ২০১৩ রাত ২:২৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই ।

কৃতজ্ঞতা জানবেন ।

১৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অন্যরকম কবিতা। শুভ জন্মদিন !:#P

০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ :)

ধন্যবাদ :)

১৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: title tai beshi sundor hoeche!!

tbe sudhui ki guner jnne, naki kono ovimanir jnne biseshvabe rochito? ei prosno sonsode uthhspito roilo amar!!! : p ;)

১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: গুনকে উৎসর্গ করে কোন অভিমানির জন্য লেখা । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.