নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

আমার পারমিতা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

" সাবধান হও পারমিতা ,

আমার গানের দেহ ছেড়ে আগামীর সমালোচকেরা

তোমাকেই পেয়ে যাবে ফিরে

তখন তোমার হাসি নিয়ে চুল ছেড়া বিচারের খেলা

আগামীর আদালতে যাবে আজকের যত অবহেলা
।।"

.

.

.

গত কয়েকদিন ধরেই টানা শুনে আসছিলাম কবির সুমনের "সাবধান হও পারমিতা" গানটি । গানের চাইতেও আমায় বেশী আকৃষ্ট করেছে "পারমিতা" নামটি ।

পারমিতারা তো সবার জীবনেই কম বেশী থাকে । শুনতে শুনতে ভাবলাম আমার একান্ত ভুবনে ক্ষণজন্মা পারমিতাকে নিয়েও এবার দায়িত্ব নিয়ে কিছু একটা লিখা উচিত ।



খেয়ে দেয়ে কাজ তো করি নেহায়েত একদমই কম । তাই আমার পারমিতাকে নিয়েও লিখে ফেললাম আজেবাজে কয়েকটি লাইন। যারা পারমিতার পরিচয় জানতে ইচ্ছুক লাইনগুলো উৎসর্গ করলাম তাদেরকেই...



..................



পারমিতা,

তোমার প্রিয় আকাশ ছেড়ে বৃষ্টিরা ঝড়তে নারাজ স্বার্থপর পৃথিবীতে

জীবনের প্রতিটি বর্ষা তাই বৃষ্টিহীন ।

যথোচিত প্রণয়ের রঙিন অদৃষ্টরা পরস্পর কালো অধ্যায়ের সাক্ষী

অভিশাপকে শাস্তি মেনে নিয়ে আমায় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে প্রতিদিন



উপেক্ষণীয় তুচ্ছ ভালো না লাগার যে ভবিষ্যতের সাথে তুমি

শুভদৃষ্টি ঘটালে

জেনে রেখো পারমিতা,

আমার আটপৌরে ভালোবাসারা সাক্ষী থাকবে

ধুমান্ধকার সে শুভদৃষ্টি তোমার চোখের পলক আটকাতে পারবে না ।



রাতের আকাশের আলোর অস্পস্ট ছোপের মত

তোমার চোখেও ঝাপসা আধার নামবে

প্রায়শ্চিত্ত শেষ হলেই

সে আধারে নির্জলা উপবাসে আমরা শুভদৃষ্টি ঘটাবো ।



নিষ্পত্র পোশাকে আবশ্যিক শয্যায় দুজনে

জমাট বাধা থকথকে পেট্রোল হয়ে

শুয়ে থাকবো অচৈতন্য নিদ্রারোগে



গিরিপথের সঙ্কীর্ণ গলি ভেদ করবে আমার নিঃশ্বাস

সুমের দেশীয় তিমির মতো ইট সুরকি মিশ্রিত পাকা বিছানায়

দুর্বোধ্য প্রেমপত্র পাঠ করবে তুমি ...

...

...

...

তারপর

সফেদ চাদরের দাম্পত্যবিহীন সম্পর্কগুলো বৈধতার খাম খুঁজে বেড়াবে

সুখের সন্ধানে ছুটাছুটি করে ক্লান্ত তুমি

আমার হটকারিতায় খানিকটা বিরক্ত হতে পারো

তবে তুমি খুশি হবে এই ভেবে যে আমি তোমায় খুন করিনি

গাদ্যিক গণিকাবৃত্তিতে রেখেছি তোমায় আজও জীবন্ত ।



ওরা বলবে

হ্যালুসিনেশনকে অভ্যাসে পরিণত করেছে তোমার অনুপস্থিতি

ওরা জানবেনা

তোমার উপস্থিতিগুলো চিরোদিনই ছিলো পাসওয়ার্ড বন্দী ।

মন্তব্য ৫২ টি রেটিং +২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: গানটি আমারও খুব ভাল লাগে। আপনার লেখাটিও ভাল হয়েছে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

এম মশিউর বলেছেন: পারমিতা সম্পর্কে বিশদ জানলাম।

ভালো লেগেছে।।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জানানোর জন্যই তো লিখেছি ভাই :)

পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


পারমিতার পরিচয় পেয়ে ভালো লাগল মন্ত্রী

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই । অনেক দিন পর আমার ব্লগে এলেন । :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


কেন এই কথা বলছেন ? আমিত সবসময় আপনার ব্লগে আসি

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সব সময় আসেন না , মাঝে মাঝে মিস করেন ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



:-& :-& :-&

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :-0 :-0 :-0 :-0

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন্ত্রী সাব - গানের লিংক দেন

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই নেন

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

নিক নূরুল বলেছেন: "ওরা বলবে
হ্যালুসিনেশনকে অভ্যাসে পরিণত করেছে তোমার অনুপস্থিতি
ওরা জানবেনা
তোমার উপস্থিতিগুলো চিরোদিনই ছিলো পাসওয়ার্ড বন্দী ।"

খুব ভাল লেগেছে মাননীয় মন্ত্রী মহোদয়।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূরুল ভাই :)

৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ডিফারেন্ট হইছে।
ভাল লাগছে।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০

একজন আরমান বলেছেন:

ভাই আমারে দিয়া জীবনেও এই টাইপের কমপ্লেক্স জিনিস লেখা সম্ভব হবে না।

আমি প্রথমে ভাবছিলাম এক জিনিস পরে দেখি আরেক জিনিস।

প্রতিটা লাইন নতুন কিছু জানান দিচ্ছিল।

রাতের আকাশের আলোর অস্পস্ট ছোপের মত
তোমার চোখেও ঝাপসা আধার নামবে
প্রায়শ্চিত্ত শেষ হলেই
সে আধারে নির্জলা উপবাসে আমরা শুভদৃষ্টি ঘটাবো ।


বেশ লেগেছে পুরো লেখাটি।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিছুদিন আগে ম্যাথ (কমপ্লেক্স ভের‍্যিয়েবল) পরীক্ষা ছিলো । ম্যাথের প্রিপারেশন নিতে নিতে কবিতাটি লিখেছিলাম , তাই হয়তো একটু কমপ্লেক্স হয়ে গেছে । :P

এই লেখাটি,লেখার মানুষটি আমার নিজেরও অনেক পছন্দের আরমান ভাই । তাই লেখার সময় কি থেকে কি লিখেছি নিজেও বুঝি নি । পরে দেখলাম মোটামোটি ভালই হৈছে ! :D

আপনি প্রথমে কি ভাবছিলেন ??

১০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৩

মাহমুদ০০৭ বলেছেন: বেশ কয়েকবার পড়েছি - ভিন্ন স্বাদ টা অনুভবে নিলাম ।
শব্দপ্রয়োগ নজর কাড়ল - বিশেষ করে শেষ দুই লাইন অনবদ্য ।
যাপিত জীবনের আবহে কবিতা , বিশেষণ যথার্থ ।
প্রিয়তে নিলাম ।

ভাল থাকা হোক :)
ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাই :)
শুভকামনা রইল ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:
"যাপিত জীবনের আবহে কবিতা , বিশেষণ যথার্থ ।"

হা হা হা আপনার মত গুছিয়ে সুন্দর করে যদি কমেন্ট করতে পারতাম মাহমুদ ভাই ...
জীবন ধন্য হয়ে যেতো ।

আপ্নাকেও অনেক শুভেচ্ছা জানাই । যাত্রা শুভ হউক ।

১১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫৫

বটবৃক্ষ~ বলেছেন: লাস্ট লাইনটা জোস!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় বটবৃক্ষ

১২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০৩

ফজলে রাব্বি চৌধুরী বলেছেন:
"ওরা বলবে
হ্যালুসিনেশনকে অভ্যাসে পরিণত করেছে তোমার অনুপস্থিতি
ওরা জানবেনা
তোমার উপস্থিতিগুলো চিরোদিনই ছিলো পাসওয়ার্ড বন্দী । " -------- মাঝে মাঝে কি সেই পাসওয়ার্ড বন্দী উপস্থিতি আপনার নজরে উন্মুক্ত ছিল ? নাকি আপনি নিজেও সেই বন্দী শালায় ঢুকার সাহস করেন নি ??

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: উপস্থিতিকে সকলের আড়ালে রাখার জন্যই তা পাসওয়ার্ড বন্দী ছিলো !

১৩| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো লেগেছে কবিতা। জটিল!

‘আজেবাজে’ কোন লাইন পেলাম না :)

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি বলেন ভাই ?? ঠিকমতো দেখেছিলেন তো ? কয়েকটা লাইন তো আজেবাজে হবার কথা !!

:D

অনেক ধন্যবাদ আপনাকে ।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৫

নেক্সাস বলেছেন: গানটা জটিল। ভাল লাগা গানের জন্য ধন্যবাদ

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ নেক্সাস !

১৫| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: পারমিতার কবিতা ভাল হৈছে মন্ত্রী ।

উৎসর্গের জন্য ধন্যবাদ ;)

পারমিতাকে চিনি তো! কিছু বলে দিতে হবে...?
:D B-)



১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা মামুন ভাই , এইভাবে হাটে হাড়ি ভাঙার কোন প্রয়োজন ছিলো কি ????

দিলেন তো সব ফাঁস কৈরা ;) ;)

১৬| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

নিয়েল হিমু বলেছেন: +++++++++++

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ নিয়েল ভাই :)

১৭| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

হাসান মাহবুব বলেছেন: গানটা অনেক প্রিয়। আপনার কবিতাটাও ভালো লাগলো।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ হাঃমাঃ ভাই !

১৮| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

আমিনুর রহমান বলেছেন:



কতগুলো প্রিয় একসাথে এই পোষ্টে !!!
প্রিয় মন্ত্রী, প্রিয় গায়ক সুমন, প্রিয় গান পারমিতা।
তাই গতকালই পড়ে গেছি আর ভালা লাগা দিয়ে গেছিলাম :)


কবিতা দুর্দান্ত হয়েছে +++

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সত্যিই তো ! কতগুলো প্রিয় একসাথে এই পোষ্টে !!!

প্রিয় মন্ত্রী, প্রিয় গায়ক সুমন, প্রিয় গান পারমিতা আর প্রিয় আমিনুর ভাই !!

অনেক দিন পর আপনাকে পেলাম আমার ব্লগে !

হুম দেখেছি আপনি গতকালই পড়ে গিয়েছেন !

অনেক ধন্যবাদ !

১৯| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

মাহতাব সমুদ্র বলেছেন: তোমার প্রিয় আকাশ ছেড়ে বৃষ্টিরা ঝড়তে নারাজ স্বার্থপর পৃথিবীতে
জীবনের প্রতিটি বর্ষা তাই বৃষ্টিহীন.।.।.।.।.।.।.।.।


প্রিয় আকাশীর মতই, জেগে থাকো পারমি্তা

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মাহতাব সমুদ্র !

জেগে থাকো পারমিতা ...

২০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: মন্ত্রীর কাব্য মন্ত্রমুগ্ধ করার মতই।

শুভেচ্ছা।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ প্রোফেসর সাহেব !

২১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

সমুদ্র কন্যা বলেছেন: খুব সুন্দরভাবে বলেছেন আপনার পারমিতার কথা। ভালো লাগলো খুব।

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

২২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

অস্পিসাস প্রেইস বলেছেন: "..... জেনে রেখো পারমিতা,
আমার আটপৌরে ভালোবাসারা সাক্ষী থাকবে
ধুমান্ধকার সে শুভদৃষ্টি তোমার চোখের পলক আটকাতে পারবে না ..... "

সুন্দর কবিতা মাননীয় মন্ত্রী মহোদয়। ভালো লাগলো :)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪

মাহবু১৫৪ বলেছেন: ++++++

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ ব্রাদার !

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

অরুদ্ধ সকাল বলেছেন:

আর যাই হোক পারমিতাকে অভিশাপ নয়

ভালো থাকুক পারমিতা'রা
ভালো থাকুক।

আপনার কবিতার লাইন গুলো অনেক সুন্দর। অনেক কিছুর আভাস।


আরো লিখুন। সময় করে পড়ে নিব।

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম সমাপ্তির আভাস ! নতুন কিছু করতে না পারার আক্ষেপও হয়তো !


অনেক ধন্যবাদ ।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪

দলছুট শুভ বলেছেন: আহা আহা। ফেবুতে প্রায়ই দেখি পারমিতার লাইক, কমেন্ট ইত্যাদি ইত্যাদি । :D :D :D

এইবার আর শেষ রক্ষা হলো না । চালায়া যান । শুভ কামনা বাসনা । :P

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা ...

এই পারমিতা ঐ পারমিতা না ! এই পারমিতা তো একটা ছোট বোন । ঐটা নিশ্চই বোন না ?? ;)

২৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

বটবৃক্ষ~ বলেছেন: হেহেহেহে!! ছিনলাম ছিনলাম!!
পিচ্চি সুইট কিউট রুপমকে ছিনলাম!!
;) ;) :#) :#) :#) :#)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ছিনছো ??

তাইলে একটা মিলাদ মাহফিলের আয়োজন করো !

:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.