নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

[প্রথম মিটিং ইতিমধ্যেই সম্পন্ন] আসন্ন বাংলা ব্লগ দিবস ২০১৩ উদযাপন বিষয়ে সিলেটের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৫

দেখতে দেখতেই একটা বছর চলে গেলো । মনে হয় এইতো সেদিনই যেন কেক কেটে বেলুন উড়িয়ে ব্লগ-ডে পালন করে এলাম ।



আহা ! কি মজাই না হয়েছিলো সেদিন । ব্লগ-ডে এর আগে সিলেটের ব্লগারদের কাউকেই চিনতাম না তেমন করে । ব্লগ-ডে করতে গিয়েই সবার সাথে পরিচয় হলো। কি দারুণ সম্পর্কই না এখন সবার সাথে সবার ।



তড়িঘড়ি করেই যেন একটা বছর চলে গেল । আর মাত্র কয়েকদিন পরেই সেই বহুল প্রতিক্ষিত ১৯শে ডিসেম্বর । আবারো আসছে বাংলা ব্লগ-ডে । গতোবারের মতো এবারো আশা করি আমরা সিলেটের ব্লগাররা নিজেদের মতো করেই দিনটা উদযাপন করতে পারবো ।



ব্লগার মহামহোপাধ্যায় এর একটা পোস্টের প্রেক্ষিতে আজ বিকেলে আমরা কয়েকজন ব্লগার মিলে প্রাথমিক ভাবে আড্ডার আদলে একটা মিটিং সেরে ফেলেছি।



আমাদের অনেক ইচ্ছে ছিলো গতোবারের মতো এইবারো জাকজমক ভাবেই ব্লগ-ডে উদাযাপন করার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আর ঐ পথে এগুবার সাহস পাই নি । তাই শত ইচ্ছা সত্ত্বেও এইবারের ব্লগ-ডে টা আমাদের এতো ওপেনলি না করে একটু ঘড়োয়া পরিবেশে স্বল্প পরিসরেই করে ফেলতে হবে।



তবে, আয়োজন স্বল্প পরিসরে হলেও আড্ডাবাজির যে কোন কমতি হবে না সেটা আমি নিশ্চিত করেই বলতে পারি , এ ব্যাপারে আমরা বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছি। পরিকল্পনাগুলো আপাততো সারপ্রাইজ হিসেবেই রাখতে চাই।



যাই হুক , আজকের মিটিং এ উপস্থিত ব্লগারদের সম্মতিক্রমে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে , আগামী ১৯শে ডিসেম্বর ব্লগ ডে উপলক্ষে আমরা সিলেটের চৌহাট্টায় অবস্থিত লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টে একটি ডিনার অর্থাৎ ভুড়িভোজের আয়োজন করবো । ভুড়িভোজের পাশাপাশি সেখানে যথেস্ট আড্ডাবাজিও করা হবে। আড্ডাবাজিতে যাতে কোন অসুবিধা না হয়, কোন কমতি যাতে না থাকে সেজন্যই স্থান হিসেবে লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টকে সিলেক্ট করা হয়েছে।



যেহেতু এটি একটি উন্মুক্ত প্রোগ্রাম নয় , এবং এখানে খাবার প্রি-অর্ডারের কিছু বিষয় এর সাথে জড়িত আছে তাই প্রোগ্রামের আগেই আমাদের নিশ্চিত হতে হবে ঠিক কারা কারা বা মোট কতজন ব্লগার ঐ দিন আমাদের সাথে উপস্থিত থাকতে পারবেন।



সেজন্য ১৫ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ০১৬৭২২৪৮৫৪৭(আমার) অথবা ০১৭১০২৬৩৮৫৫(দলছুট শুভ) নাম্বারে ফোন দিয়ে ১৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার ব্লগ ডে উপলক্ষে আয়োজিত ডিনার+আড্ডাবাজিতে আপনার উপস্থিতি অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে।



উপস্থিতি যত বেশী হবে আড্ডা ততো জমজমাট হবে । তাই সিলেটে অবস্থানরত সকল ব্লগারকে বিনীতভাবে অনুরোধ করছি ফোন করে নিজেদের উপস্থিতিটা নিশ্চিত করার জন্য।



সবাইকে বাংলা ব্লগ দিবসের আগাম শুভেচ্ছা।



যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হতে পারেন ।

সিলেটের ব্লগারদের ফেসবুক গ্রুপঃ সিলেটের ব্লগার ( Bloggers of Sylhet )



সংযুক্তিঃ

২০১৩ এর ব্লগ ডে নিয়ে ব্লগার মহামহোপাধ্যায়ের পোস্টঃ সিলেটে বাংলা ব্লগ দিবস ২০১৩ উদযাপন উপলক্ষ্যে সিলেটের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ

মন্তব্য ৫৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: আশা করি ব্লগ ডে'তে আরো অনেক বেশি মজা হবে। অপেক্ষায় আছি।


এই পোস্টের লিঙ্কটা আমার পোস্টের শেষে সংযুক্ত করে দিচ্ছি।


শুভকামনা।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মজা তো হবে অবশ্যই :)


ধন্যবাদ ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

জানা বলেছেন:


খুব ভাল লাগছে। চারিদিকে ব্লগারদের মধ্যে একটা উৎসবের আমেজ টের পাচ্ছি। আশা করছি, ব্লগাররা আনন্দ উৎসবের আমেজেই বাংলা ব্লগ, ব্লগার, ব্লগের অতীত, বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম, উপযোগিতা, বাংলা ব্লগ তথা কমি্য্যুনিটি ব্লগের নানান ইতিবাচক-নেতিবাক আলোচনা, মুক্ত বিতর্ক ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রাঞ্জল কথা বার্তায় ও মুখর থাকবেন। তুলে আনবেন আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে ব্লগ এবং ব্লগারদের সত্যিকারের দায়িত্বশীল ভূমিকা বা চলমান অবদানের কথা। মানুষের কথা, মানবিকতার কথা, যূথবদ্ধতার কথা। 'আমিত্ব'কে দূরে সরিয়ে উজ্জল হোক আমাদের 'আমরা'। বলবান হোক আমাদের গণতন্ত্র, রক্ষিত হোক আমাদের জাতিয় স্বার্থ, আমাদের মুক্তি আসুক যাবতীয় অন্ধকারকে চিরতরে রুখে দিয়ে।

জয় আমাদের হবেই। মানুষের কন্ঠ জোরালো থেকে জোরালোতর হবে....।

অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জয় আমাদের হবেই। মানুষের কন্ঠ জোরালো থেকে জোরালোতর হবে....।

অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় জানা আপু ।

ইয়ে মানে আপনাকেও সিলেটে ব্লগ দিবস উদযাপনের নিমন্ত্রণ দিয়ে দিলাম । সময় থাকলে চলে আসবেন কিন্তু :D

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

ঢাকাবাসী বলেছেন: যোগ দেয়ার সৌভাগ্য হবেনা তাই দুর থেকেই শুভেচ্ছা।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম । আশা করছি ভবিষ্যতের কোন এক ব্লগ ডে তে আপনাকে পেয়ে যাবো অবশ্যই ...

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দ্বিতীয় দফা কাঁশি দিয়ে গেলাম ;-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার দেখি বেশ কাশি হইছে... /:) /:) /:) /:)


টিবি হসপিটালে যান মিয়া,এইখানে কি ?? :P :P

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

মাহমুদ০০৭ বলেছেন: শুভেচ্ছা নিলাম । :)

সফল হোক ব্লগ দিবস ।

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই । নিমন্ত্রণ রইলো । আপনাদের ঐখানে কি হবেনা ??

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

মামুন রশিদ বলেছেন: ধন্যবাদ মন্ত্রী মহোদয় । আশাকরি লাগাতার খানিদানির ব্যবস্থা থাকবে ;) B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহে তা তো অবশ্যই , তা তো অবশ্যই :D :D

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

নিয়েল হিমু বলেছেন: এক বছর হয়ে গেছে ? !!!!! আমার তো মনে হচ্ছে সেদিনের কাহিনী !!!!!!! যাই হোক এক বছর পরে আপনাদের সবাইকে অন্ততত আরেকবার দেখতে পাব এই আশায় দিন গুনতে থাকলাম । আমি ফোনে আমার কনফার্ম অডার দিয়ে দেব ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ১৫ তারিখের আগে ফোন দিয়েন কিন্তু । আসন কইলাম সীমিত :P :P

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

বেকার সব ০০৭ বলেছেন: যোগ দেয়ার সৌভাগ্য হবেনা তাই দুর থেকেই শুভেচ্ছা। সফল হোক ব্লগ দিবস

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করলাম ।

সফল হোক ব্লগ দিবস । ধন্যবাদ আপনাকে ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

খেয়া ঘাট বলেছেন: মানুষের কন্ঠ জোরালো থেকে জোরালোতর হবে....।
অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়
বেকার সব ০০৭ বলেছেন: যোগ দেয়ার সৌভাগ্য হবেনা তাই দুর থেকেই শুভেচ্ছা। সফল হোক ব্লগ দিবস

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় খেয়াঘাট ।

যদি কোন ভুল না করে থাকি , আপনিও তো সিলেটিই । তাই না ??

দেশের বাইরে আছেন সম্ভবত । আশা করি কোন এক ব্লগ ডে তে আপনাকে আমাদের মাঝে পেয়ে আবো ।

ভালো থাকবেন ।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ কামনা আপনাদের জন্য।

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
সিলেট আইতে মুঞ্চায় ! /:) /:)


শুভকামনা রইলো। :)

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বরিশালে হইবো না এইবার ???

না হইলে চলে আসেন । :D

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
আপনার ফটোটা দেখলাম পুরা লায়ক ! ;) B-)

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: লায়িকা বিহীন লায়ক হবার চাইতে ভিলেন থাকাই ভালো । /:) /:)

১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দোয়া করে দিলাম মন্ত্রী

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ অভি ভাই । নিমন্ত্রণ রইলো ;)

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

একজন আরমান বলেছেন:
আমি এখনও জানি না, দেখি কি হয়। নিজেই এইবার অনেক দৌড়ের উপর আছি !

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বরিশাইল্যা মানুষ তো দৌড়ের উপ্রেই থাকবো । এইটাতো জানা কথা মিয়া :D

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ কামনা রইলো। আশা করছি আপনাদের প্রোগ্রাম জমজমাট হবে!

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই । আপনাকে পেলে আরো ভালো লাগতো । আশা করি কোন এক ব্লগ ডে তে আপনাকে আমাদের মাঝে পেয়ে যাবো ।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৯

খগম বলেছেন: অামি তো খুলনার ব্লগার :-&

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সিলেটের ব্লগ ডে তে আপনাকে আমন্ত্রন ।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

শরৎ চৌধুরী বলেছেন: আররেরেরেরেরে আয়োজন দেখে পুরাই মাথা নষ্ট হয়ে গেল।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে এতো যাস্ট স্যাম্পল দেখালাম শরৎ ভাই । মূল আয়োজন তো এখনো বাকি !!

সো নড়েচড়ে বসেন । ;)

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার ফটোটা দেখলাম পুরা লায়ক ! ;) B-)

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মন্তব্য কপিপেস্ট করা খুব খারাপ কাজ কিন্তু :D :D


বাই দ্যা ওয়ে ... নজর দিয়েন না যেন :P :P

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

মামুন রশিদ বলেছেন: মন্ত্রী, জিএফটিএফ কি এলাউ ??

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইতো এক্কেরে মনের কথাটা জিজ্ঞেস করেছেন মামুন ভাই ??

জিএফ কি এলাউ ?? এলাউ হলে তো আমি নিজেই কয়েকজনকে নিয়ে আসতাম । পকেটের করুণ অবস্থার কারণে অনেক দিন ওদের ভালো মন্দ খাওয়াইতে পারি না । :'( :'( :'(



:P :P :P :P

২০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

আমিনুর রহমান বলেছেন:




জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দ্বিতীয় দফা কাঁশি দিয়ে গেলাম ;-)




উনাকে কি আমি চিনি :P :P :P ;) ;) ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিনুর ভাই, এইটা নোয়াখাইল্যা গন্ডমূর্খর মাল্টি । নোয়াখাইল্যা গন্ডমুর্খ এখন ঘর সংসার নিয়া ব্যাস্ত আছে । :D

২১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

আকিব আরিয়ান বলেছেন: হবিগঞ্জ থাইকা কি আসা যাইব? আর কি কি প্রযোজ্য?

১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অবশ্যই আসতে পারবেন , ইন ফ্যাক্ট আপনি আসলে আমরা অনেক অনেক খুশি হবো ।

আপনি আমাদের ফেইসবুক গ্রুপটাতে জয়েন করেন । আর পোস্টে দেয়া দুইটা নাম্বারের যেকোন একটিতে ফোন দিয়ে আপনার অংশগ্রহনটা নিশ্চিত করেন ।

ভালো থাকবেন ।

২২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

জানা বলেছেন:


বাংলা ব্লগ দিবসের আগে আমাদের সবচেয়ে গৌরবের দিনটি আসছে, ১৬ই ডিসেম্বর। এবারের বিজয় দিবস উদযাপন বাঙালীর জাতিয় জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে। স্বাধীন দেশের স্বাধীন মানুষের মনে এবার খানিকটা দায়মুক্তির অনুভূতি কাজ করবে। গর্বিত বিজয়ের আনন্দে মূখর হোক আমাদের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। সম্ভব হলে ১৬ই ডিসেম্বর যার যার শহরে বাংলা ব্লগাররা একটি বিজয় মিছিল করুন।

ভাল থাকুন, নিরাপদে থাকুন।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বিজয় দিবসের অগ্রীম শুভেচ্ছা আপু ।

আর ১৬ই ডিসেম্বর উপলক্ষে বিজয় দিবসে বাংলা ব্লগারদের ব্যানারে একটি বিজয় মিছিল করার ব্যাপারটা নিয়ে আমি আমাদের সবার সাথে আলোচনা করবো ।

দেখি কি সিদ্ধান্ত নিতে পারি ।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

বেঈমান আমি. বলেছেন: শুভ কামনা রুপম ;)

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: :P

ধন্যবাদ মোশা ভাই ;)

২৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: ব্লগ ডের অগ্রিম শুভেচ্ছা। সফল হোক।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ সুমন ভাই । আপনাদের প্রতিও শুভকামনা রইলো ।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: @আমিলুল বাঈ,
আপনি আমাকে চিনবেন কি করে? আপনাকে যে আগে আমি কখনো দেখিই নি! যাউক্কা তারাতারি বাক্স পেটরা লইয়া সিলেটের ট্রেন ধরিয়া ফালাও। শেষে মিচ করিয়া ফেলতায়। বাক্কা মজা অইব আইয়া ফরুইন বেবাকতায় মিলিয়া।

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমিলুল কিডা ???
...
...
...
...
...
...
...
...

আমিনুর রহমান লুল নি ??? :P

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মামুন ভাইয়ের কমেন্টে বিশালাকার একটা দীর্ঘশ্বাস হইবে। যেন কমেন্টখানা উড়ায়া বঙ্গোপসাগর পাড়ি দিয়া সুদূর এন্টার্কটিকায় নিয়া ফালায়। আহারে এই ছাব্বিশ বছরের জীবনে একটা 'জীপ'ই বানাইতে পারিলাম না। আপচুচিত হইলাম! ব্যাপুক আপচুচিত হইলাম :(

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মিছা কথা কন ক্যা???



সব ফাঁস কইরা দিতাম নি ??

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সিলেটে আছেন মামু ভাই। না জমে উপায় নাই।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে ধন্যবাদ দূর্জয় ভাই ।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৯

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মামুন ভাই প্রথম মিটিংয়ের পর তো আর দেখা সাক্ষাত/কথা হয় নি তা আমার নাম কি লিস্টে আছে ? আমি কি আওনের ইজাজত পামু।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অবশ্যই পাবেন , চলে আসুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.