নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপম

আমায় ভাসাইলি রে , আমায় ডুবাইলি রে ....

মাননীয় মন্ত্রী মহোদয়

ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার...

মাননীয় মন্ত্রী মহোদয় › বিস্তারিত পোস্টঃ

শেষ দেখার পর আবার

০২ রা মে, ২০১৪ রাত ১০:১৭

শেষ দেখার পর আবার যেদিন তুমি অতিক্রম করবে আমায়

কসমেটিক সুন্দরীদের ভিড়ে তোমায় চিনে নেব ঠিক

মনে পড়ে যাবে সব কৈশোরে প্রেমের কথা

ঘামে ভেজা শার্ট সেদিনের সাক্ষী

ক্লাস ফাঁকি দিয়ে প্রথম করেছিলাম দেখা।



শহুরে দুরন্তপনা হয়ে ছুটে চলে যাওয়া রিক্সা

দেখে অবাক রোদে পাখিরা থাকবে ক্লান্ত

অনন্ত নিরবতায় দুই আঙুল

তোমাতে আর আমাতে

মাঝামাঝি দূরত্ব ।



অদম্য স্পৃহায় প্রাণমন আড়ষ্ট রেখে

ঘন অন্ধকারে বিরক্ত চুপচাপ নগরীর দিকে

স্বাভাবিক ভাবেই তাকিয়ে আমি জানতাম,

ক্ষানিকটা থেমেই তুমি শুরু করবে কাঁদা,

তারপর আবার নিরবতায় ছেয়ে যাবে পুরো নগরী

তারপর আবার অপেক্ষা...



তোমার দেহের সুবাসে

ঘন ঘন নিঃশ্বাসে

ঢেউ উঠা ঠোঁটে সমুদ্রদের খেলা

মেঘের আকাল ছাড়িয়ে তোমার ভেজা আঁচল সাক্ষী দিবে

চারিদিকে তখনো যে শ্রাবণীয় স্তব্ধতা ....



কিছু স্মৃতি অবেলার

কিছু রাগ কতক কান্নার

নিঃশব্দে হবে মাটি

ব্যক্ত হবে আমার মাঝে তোমার ফিরে আসবার কারণ

শ্মশান হবে চিন্তারাজি।



ঝড় হবে জলের,বিস্ময়ের

আর বায়বীয় ধূলার

জল ছড়াবে

ভাঙ্গবে অভিমানের পাহাড়

জনাকীর্ণ নিস্তব্ধতায় আলোকিত অন্ধকারে

হলে দেখা তোমার আমার

শেষ দেখার পর আবার ...







( কবিতাটির শিরোনামের সাথে ব্লগে আমার বর্তমান প্রেক্ষাপটের ভীষণ মিল রয়েছে, মিলটা যদিও কাকতালীয়। প্রায় মাস দুয়েক পর ব্লগে পোস্ট দিলাম , নিয়মিত হবার ইচ্ছা আছে ... )

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ১০:২৭

দালাল০০৭০০৭ বলেছেন: +++++++++ দিলাম

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

২| ০২ রা মে, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জনাকীর্ণ নিস্তব্ধতায় আলোকিত অন্ধকারে
হলে দেখা তোমার আমার
শেষ দেখার পর আবার ...


অনেক ভালো লাগলো আপনার কবিতা ! ++

আমার ব্লগে আপনাকে আমন্ত্রণ ।

ভালো থাকুন সদা সর্বদা ।

০২ রা মে, ২০১৪ রাত ১১:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ , নিশ্চই যাবো

৩| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৫৪

মামুন রশিদ বলেছেন: দারুণ লিখেছেন । সত্যি সত্যি প্রেমটেম করছেন না তো আবার!! ভালোই হত, একটা জম্পেস ট্রিট খেতে পারতাম ।


০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রেম করলেও দিবে দিবে করেও কেউ ট্রিট দেয় না ভাই , ধরা খাইলে এক প্লেট ফুচকা খাইয়েই মুখ বন্ধ করে দিতে চায় , সবাই খুব খারাপ :(

৪| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৫৫

মামুন রশিদ বলেছেন: দেখছেন, খাওয়ার কথা লিখতেই কমেন্ট অটো ডাবল হয়ে গেছে ;)

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেহেহে .... েকোতা কমেন্ট ডিলিট করে দিয়েছি ভাই ।

৫| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন মাননীয় মন্ত্রী মহোদয়।

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই ।

৬| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৩০

বাংলার পাই বলেছেন: অসাধারণ। শুভেচ্ছা রইলো।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৪৮

মাহমুদ০০৭ বলেছেন: মন্ত্রীর মত লেখা ।

জবরদস্ত কবিতা হইছে ।

প্লাস এবং আরো অনেক কিছু ।

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা ।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মন্ত্রীরা কবিতাও লিখেন বুঝি ?

আরো অনেক কিছুর মধ্যে কি কি আছে ভাই ? টেকা টুকা থাকলে দিয়েন , পার্টি ফান্ডে টাকা নাই ;) ;)

৮| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর কবিতা।
প্লাসায়িত করা হলো।

++++++


নিয়মিত হওয়ার ইচ্ছে প্রকাশের জন্য ধন্যবাদ :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম নিয়মিতই থাকবো এখন থেকে ।

প্লাসের জন্য ধন্যবাদ শোভন ভাই ।

৯| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: ফাকি ---ফাঁকা
ব্যাক্ত --ব্যক্ত
ঠোট--ঠোঁটে

কবিতাটি পড়তে বেশ লেগেছে ।শুভেচ্ছা নিন ।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: বানান ভুল এখন অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে আপনাদের কড়া শাসনে । :)

অনেক অনেক ধন্যবাদ ।

১০| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৪৯

নাসরিন চৌধুরী বলেছেন: ফাকি--ফাঁকি
ব্যাক্ত--ব্যক্ত
ঠোটে--ঠোঁটে

কবিতাটি পড়তে বেশ লেগেছে ।শুভেচ্ছা নিন ।

১১| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৫৩

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। :D :D :D :D :D

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি ।

১২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৫১

ফা হিম বলেছেন: মন্ত্রী সাহেবরাও বড় রোমান্টিক জানা ছিল না

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হাহাহা প্রত্যেকটা মন্ত্রীরই দু চারটা করে বাচ্চা আছে , রোমান্টিক না হলে ঐগুলা আসলো কোথা থেকে বলুন তো ;)

১৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৩২

শুঁটকি মাছ বলেছেন: ভালো হইছে! :)

(মন্ত্রী মহোদয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম! :P :P )

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফুল কই ??? খালি হাতে স্বাগতম মানি না , মানবো না । ;)

১৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্ত্রী ভাই কবিতা অসাধারন লাগল কিন্তু আফসোস একটা আছে সিলেটে আপনার সাথে দেখা হইল না :(

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আফসোস কি আমারও কম হইছে কাণ্ডারি ভাই ??? আমি তো পরীক্ষা ড্রপ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছিলাম । পরে কোন মতে নিজেরে কন্ট্রোল করছি ।

আরেকবার আসবেন , অবশ্যই দেখা হবে ।

১৫| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫৩

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সুন্দর।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আপনার নিকটাও অনেক সুন্দর , ধন্যবাদ ।

১৬| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

আড়ষ্টিত শব্দটা কেমন আড়ষ্ট লাগছে! শুধু আড়ষ্ট লিখলেই ভালো হবে।

০৪ ঠা মে, ২০১৪ রাত ১২:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আড়ষ্টিত লিখে যা বুঝাতে চেয়েছিলাম শুধু আড়ষ্ট লিখেই যে তা বুঝানো যায় সেটা বুঝতে পারি নি । এখন বুঝতে পেরে ঠিক করে দিয়েছি ।


অনেক অনেক ধন্যবাদ হাঃমাঃ ভাই ।

১৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তা মন্ত্রী সাব হঠাৎ কি মনে কইরা এত দিন পরে এই দিকে পা দিলেন?? কেউ গেসে গা নি? ;) B-) :P

দেখা হইলে লেখার ব্যাপারে কমু। B-) ;)

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হুম পরীক্ষা গেছে গা ... পড়াশোনার চাপে এত্তোদিন আসতে পারি নাই , অন্য কোন কারণে না ;)

১৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: শেষের টুকুর জন্য বাড়তি ভালো লাগা । :)

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ০৬ ই মে, ২০১৪ রাত ৮:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভাল্লাগছে।

নিয়মিত হোন।

০৮ ই মে, ২০১৪ রাত ১২:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই

২০| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক দিন পর লিখলেন। ভাল লাগল পড়তে।

২১| ৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

আইয়ু্ব হোেসন বলেছেন: ভাইয়া ভাল লাগলো আপনার লেখা পড়িয়া..................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.