নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

কবিতাকে জানতে হলে পড়তে হবে কবিতার ক্লাস

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬



বইয়ের নাম কবিতার ক্লাস

লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রথম প্রকাশ- বৈশাখ ১৩৭৭

বইটির মূল্য - ১৮০ টাকা

প্রকাশনা প্রতিষ্ঠান- নবযুগ প্রকাশনী



কবিতার ক্লাস বইটি লেখা হয়েছে কবিতার ব্যাসিক সম্পর্কে, অত্যান্ত প্রাঞ্জল ভাষায় পারিবারিক শিক্ষকীয় ঢঙ্গে। এমনসুন্দর ভাবেও যে কবিতার সম্পর্কে অনেক অনেক জটিল বিষয় বলা যায় তা আমার অন্তত জানা ছিল না। বইটি পড়ে শিখেছি অনেক।

বইটির প্রথম অধ্যায়ে কবি লিখেছেন -

"কেউ কেউ কবি নয়, সকলেই কবি"

কী অসাধারণ একটা লাইন পড়লেই মন জুড়ায়।এই একটা লাইন ই অনেক অনেক নতুন কবির জন্ম দেবে।

এইবার বই প্রসঙ্গে আসি।বইয়ের পাতায় পাতায় অত্যান্ত সাবলীল ভাবে বোঝানো হয়েছে



ছন্দ কি?

মাত্রা কি?

ধ্বনি কি?

পদ কি?

অক্ষরবৃত,

মাত্রাবৃত্ত,

স্বরবৃত্ত



দেখতে কেমন,উচ্চারণ কিরুপ,কবিতার শব্দের ভাঙ্গা গড়া,শব্দের ব্যাবচ্ছেদ এত সুন্দর করে বোঝানো হয়েছে তা আসলে এত সহজে কেউ বোঝাতে পারবে না।



বইয়ের শুরুতে লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলে নিয়েছেন যে তিনি সবাইকে কবি বানাবেন। সত্যি কথা কি বইটি যদি কেউ গভীর মনযোগ সহকারে পড়েন তবে দেখা যাবে পড়তে পড়তে তার মাথায় দু চার লাইন বাজতে শুরু করে দিয়েছে। এ এমন একটি বই যা পড়া দরকার একজন নবীন কবির,একজন আবৃতিকারের,সর্বোপরি একজন সাধারণ ছাত্রের। বইটি পড়ার পর থেকে আমার মাথায় ঘুরছে কোনভাবে যদি এই বইটি নবম-দশম শ্রেণীর ছাত্রদের হাতে তুলে দেয়া যেত,তবে বাংলাদেশ পালটে যেত। রবীন্দ্রনাথ,নজরুল হয়ত হওয়া সম্ভব নয় আবার, কিন্তু তাদের কাছাকাছি একটা প্রজন্মকে হয়তো আমরা পেতাম।



এবার লেখক কবি নীরেন্দ্রনাথ সম্পর্কে কিঞ্চিত জেনে নেয়া ভাল। উইকিতে যা পেলাম তা সরাসরি তুলে দিলাম পাঠকদের সুবিধার্থে।



"নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯ অক্টোবর ১৯২৪-) একজন ভারতীয় বাঙ্গালি কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম। উলঙ্গ রাজা তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্হ। এই কাব্যগ্রন্হ লেখার জন্য তিনি ১৯৭৪ খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। কবি পশ্চিমবঙ্গে বাংলা আকাদেমির সাথে দীর্ঘকাল যুক্ত।"



এখানে একটা কথা না বলে থাকতে পারছি না আসলে,বাংলাদেশের অনেক অনেক প্রতিভাবান আমাদের দেশে নেই। বিভিন্ন কারনে তাদের স্থান হয়েছে অন্যদেশে।এরুপ কখনৈ কাম্য নয়।



কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বইটির সংস্করণ পত্রে লিখেছেন জন্মসূত্রে বাংলাদেশী হলেও পশ্চিমবঙ্গে আমার বেড়ে ওঠা। আলোচ্য গ্রন্থ কবিতার ক্লাস অধমের সবচেয়ে আলোচিত বই সেই প্রিয় বইটি জন্মভূমি বাংলাদেশের নবযুগ প্রকাশনী প্রকাশ করে কিঞ্চিত হলেও আমার মতৃ ঋণ পরিশোধ করে দিল।



আমি বলব যে লেখা লেখক আমাদের উপহার দিয়েছেন,তার মাতৃ ঋণ সত্যিকারেই অনেকটা শোধ হয়েছে। এবং তার এমন বিনয়ের প্রতি সকল সময়ের জন্য শ্রদ্ধা।



বইটির পিডিএফ পড়তে চাইলে - কবিতার ক্লাস

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

হাসান মাহবুব বলেছেন: লিংকটাতো আসে নাই ঠিকমতো।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮

ডট কম ০০৯ বলেছেন: এডিট করে দিলাম হাসান মাহবুব ভাই। এবার ইনশাআল্লাহ ঠিক পাবেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

মামুন রশিদ বলেছেন: কবিতা লেখার ইচ্ছা না থাকলেও জানার ইচ্ছে আছে । problem loading page দেখাচ্ছে, ভালো কোন লিংক থাকলে দিয়েন ।

১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ডট কম ০০৯ বলেছেন: http://www.grontho.com এ গিয়ে অনেক বইয়ের মাঝে পেয়ে যাবেন মামুন ভাই।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭

আমিনুর রহমান বলেছেন:




এমনিতেই কবি মেলা বেড়ে গেছে এখন এই বই পড়ে আমার না প্রকপ আকার ধারন করে :P

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ডট কম ০০৯ বলেছেন: কি যে বলেন না আমিনুর ভাই।

বাড়িলে কমিতে হয়, একদিন কমিয়া যাবে। অন্তত এই বই পড়িলে আমার মত শিক্ষানবিশ কবি কমিবেই।

লাইন লিখতে গেলেই মাথার ভেতর নীরেন্দ্রনাথ আসিয়া ভর করে। লিখি আর কাটি
কাটি আর লিখি। ছাপাই না।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: তিনবার ট্রাই করলাম, ডাউনলোড হয় না ! !! X((

যাই হোক, এতো কবি হলে পাঠক হবে কে ??

অামি অামি........ B-)

নাইস শেয়ার। পরে ডাউনলোড করে নেবো।

১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

ডট কম ০০৯ বলেছেন: আচ্ছা আমি আপনাকে বইটা দিচ্ছি। ওয়েট।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাই, আমারে একটা বই গিফট করেন। পিডিএফ পড়তে পারি না -_-

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৬

ডট কম ০০৯ বলেছেন: না বলতে কোন শব্দ নাই।

পিডিএফ পড়া শিখুন কবি আহমেদ আলাউদ্দিন।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,





হচ্ছেনা । চারবার চেষ্টা করেছি । একসময "উলঙ্গ রাজা" বইটি ছিলো আমার কাছে । হারিয়ে ফেলেছি । অভাবটা বোধ করি আজও ।

বই প্রকাশকের নাম টুকে রেখেছি ।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। ভাল থাকুন সব সময়।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:


- কবিতার ক্লাস
- কবিতার দিকে ও অন্যান্য রচনা
-কবিতার কী এবং কেন

কবিতা নিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই তিনটি। তার গদ্য সমগ্র-১ তে তিনটা বই আছে। একটা পড়ছেন যেহেতু বাকি দুটো ও পড়েন। ভাল্লাগবে।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয় ভাই,আপনার মতামতের জন্য।

৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নবাজ অভি ভাই।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে মিঞাভাই বই গিফট করবেন না এটা বলেন -_-

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

ডট কম ০০৯ বলেছেন: মানুষের ভাল চাইলে উলটা পালটা বুঝে এইটা আপনে প্রমান করিলে। ;)

১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

সকাল হাসান বলেছেন: ডাউনলোড হচ্ছে না বইটা! নেট প্রবলেম মে বি!

কবি হওয়ার ইচ্ছা নেই, তবে জানার ইচ্ছা অনেক যে কিভাবে কবিতা লেখা যায়! মাঝে মাঝে গল্প লিখতেও কবিতার প্রয়োজন হয় - তখন কাজে দিবে!

ধন্যবাদ শেয়ার করার জন্য!

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক দামী কথা বলেছেন সকাল হাসান ভাই। আপনাকে ধন্যবাদ।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ কলমের কালি শেষ।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ।

সুখপাঠ্য একটি বই। পড়লে ভালো লাগার কথা পাঠকের।

ভালো থাকবেন ভাই। অনেক।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ দীপংকর চন্দ ভাই। আপনি ও ভাল থাকুন।

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয়তে নিলাম -- দরকারী পোস্ট

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ লায়লা। ভাল থাকুন।

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

ডি মুন বলেছেন: কবিতার ক্লাস ডাউনলোড হচ্ছে না :( :(

যাহোক, আপনার পোস্টটা ভীষণ উপকারী।
++++++++++

শুভেচ্ছা রইলো।

১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ডট কম ০০৯ বলেছেন: চাইলে ফেসবুকে আমি দিতে পারি ডি মুন ভাই। ভাল থাকুন।

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

ডি মুন বলেছেন:
অবশ্যই ভাই
তাহলে তো ভীষণ উপকার হয়। :)
ধন্যবাদ

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫

ডট কম ০০৯ বলেছেন: এই কয়দিন ব্লগে সাইন ইন করতে পারি নাই। সরি ফর লেট। আজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

ডট কম ০০৯ বলেছেন: এই কয়দিন ব্লগে সাইন ইন করতে পারি নাই। সরি ফর লেট। আজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১

এহসান সাবির বলেছেন: পড়তে হবে........

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

ডট কম ০০৯ বলেছেন: পড়ে ফেলুন।

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

তুষার কাব্য বলেছেন: দরকারী পোস্ট ...ভালো লাগলো ।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: পিডিএফ নামিয়ে রাখলাম। প্রিয়তেও যুক্ত করে রাখলাম। :B

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ এস কে নুর মোহাম্মদ।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.