নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

বলেছিলে দাঁড়িয়ে থাকো

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৭





বলেছিলে দাঁড়িয়ে থেকো



বলেছিলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে আছি

এদিকে বনভূমি গ্রাস করলো নগর,তবু দাঁড়িয়ে আছি

চরণে ফুল রেখে গেল কেউ, তবু দাঁড়িয়ে আছি

দাঁড়িয়েই আছি তোমার আশায়!



এমন করে,

দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বুঝে গেছি

কত কষ্টে পৃথিবী জুড়ে এত গাছ দাঁড়িয়ে আছে!



এতগুলো বৃক্ষের সব প্রেমিকাই বুঝি

তাদের কানে কানে বলে গিয়েছিল "দাঁড়িয়ে থেকো"

সেই থেকে বৃক্ষদের দাঁড়িয়ে থাকা।



দাঁড়িয়ে থেকে উপলব্ধ আমার

"সব প্রেমিক কেবল গাছ হয়

সব প্রেমিক কেবলই বৃক্ষ হয়"



দাঁড়িয়ে থেকে বলছি,

আশীর্বাদ রইলো,কোন প্রেমিক যেন গাছ না হয়

আশীর্বাদ দিচ্ছি, কোন বৃক্ষ যেন তোমার না হয়।



এই কবিতার কৃতজ্ঞতাঃ আলাউদ্দিন আহমেদ

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

প্রবাসী পাঠক বলেছেন: দাঁড়িয়ে থেকেই বলছি,
আশীর্বাদ রইলো,কোনদিন তুমি যেন গাছ না হও
আশীর্বাদ দিচ্ছি, বৃক্ষ যেন তোমায় হতে না হয়।


চমৎকার কবিতা। প্রথম ভালো লাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই। ভাল থাকুন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬

 বলেছেন: ++++++++++++++++ :D

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

ডট কম ০০৯ বলেছেন: সজীব ভাই আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভাল থাকুন। ;)

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

নুরএমডিচৌধূরী বলেছেন: দাঁড়িয়ে থেকেই বলছি,
আশীর্বাদ রইলো,কোনদিন তুমি যেন গাছ না হও
আশীর্বাদ দিচ্ছি, বৃক্ষ যেন তোমায় হতে না হয়।

অসম্ভব সুন্দর কবিতা
কবিতায় অফুরন্ত+++++++++++++++++++++++++++++---

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নুর এমডি চৌধুরী। আপনার সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: দারুণ লেগেছে। :) ++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫১

ডট কম ০০৯ বলেছেন: দুই জন নুর পর পর কমেন্টস করেছেন। কেমনে কি?

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬

রাখালছেলে বলেছেন: কবিতা ভাল হয়েছে । ব্লগে কবিতা পড়া হয় না কিন্তু আপনারটা পড়া হয়ে গেল । কি করে কে জানে । চালিয়ে যান ...:)

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ডট কম ০০৯ বলেছেন: যাক আপনার এমন কমেন্টস পড়ে দারুণ অনুপ্রেরণা পেলাম। চালিয়ে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

খেলাঘর বলেছেন:


মোহনীয়

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মোহনীয়।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১২

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! চমৎকার হয়েছে কবিতা ।
শুভকামনা নিরন্তর !

০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ দীপ্র ভাই।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার বিষয় নিয়ে লিখলেন ।

ভালো থাকবেন ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার। আপনিও ভাল থাকুন। শুভ কামনা নিরন্তর।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

সুমন কর বলেছেন: দাঁড়িয়ে থেকে বলছি,
আশীর্বাদ রইলো,কোন প্রেমিক যেন গাছ না হয়
আশীর্বাদ দিচ্ছি, কোন বৃক্ষ যেন তোমার না হয়।

বাহ্ কবি, চমৎকার।

৩য় ভাল লাগা।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। ভাল থাকবেন।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ' এতগুলো বৃক্ষের সব প্রেমিকাই বুঝি
তাদের
কানে কানে বলে গিয়েছিল
"দাঁড়িয়ে থেকো"
সেই থেকে বৃক্ষদের
দাঁড়িয়ে থাকা।'

ভাল লিখেছেন

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব । আমার ব্লগে আপনাকে স্বাগতম।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৮

মামুন রশিদ বলেছেন: দাঁড়িয়ে থেকে উপলব্ধ আমার
"সব প্রেমিক কেবল গাছ হয়
সব প্রেমিক কেবলই বৃক্ষ হয়"



গাছপ্রেমিক হইয়া বাঁইচ্চা আছি ;)


কবিতা এবং ছবি দুটোই সুন্দর হইছে ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। শুভ কামনা নিরন্তর।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

 বলেছেন: ++++++++++++++++ :D

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: মাইনাসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৯

এনামুল রেজা বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা ভাই। ব্লগে স্বাগতম।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,



হুমমমমম... একজন কাসাব্লাঙ্কার দেখা মিললো ।

ভীষন বৈরী মৃত্তিকা চিরে শুধু ঠায় দাঁড়িয়ে থাকা এক পায়ে।

ভালো লাগলো ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। ভাল থাকুন।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

ডি মুন বলেছেন: এমন করে,
দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বুঝে গেছি
কত কষ্টে পৃথিবী জুড়ে এত গাছ দাঁড়িয়ে আছে!


অসাধারণ। +++

কবিতা খুব ভালো লেগেছে।
শুভকামনা সবসময়।

:)

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাইয়া।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার উপমাসমৃদ্ধ একটা কবিতা। মুগ্ধ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: হামা ভাই মুগ্ধ হইছে,আমার পরম পাওয়া হয়ে থাকলো।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

নুরএমডিচৌধূরী বলেছেন: প্রেমের কবি
কি দিচ্ছেন এ সব
আমি যে পাগল হয়ে যাব
ব্লগে আসার সর্ব শ্রেষ্ঠ ভাললাগা
.................................
আমি গাছ হতে চাই
কেউ যদি বলে কেন?
আমি বলব ডট কমের কবিতা পড়ে ।

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

ডট কম ০০৯ বলেছেন: প্রেমিক হলে অটোম্যাটিক্যালি গাছ হয়ে যাবে নূর ভাই। ভাল থাকুন।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

তুষার কাব্য বলেছেন: দাঁড়িয়ে থেকে উপলব্ধ আমার
"সব প্রেমিক কেবল গাছ হয়
সব প্রেমিক কেবলই বৃক্ষ হয়"

সত্যি ই কি তাই... :)

খুব ভালো লাগলো কবিতা...

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ তুষার ভাই। ভাল থাকুন সুখে থাকুন।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! খুব ভালো লাগলো আমার!

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

ডট কম ০০৯ বলেছেন: আপনি তো আরো ভাল লিখেন। আপনার ভাল লেগেছে শুনে আমি আনন্দিত।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা অনেক।

এমন করে,
দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বুঝে গেছি
কত কষ্টে পৃথিবী জুড়ে এত গাছ দাঁড়িয়ে আছে!


আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মায়াবী রূপকথা বলেছেন: এটা ভালো, বেশ ভালো। আরো দেখছি।

০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:১৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়বী রুপকথা। ভাল থকুন সম সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.