নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

টুয়েলভ ইয়ারস এ স্লেভ (মুভি রিভিউ)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫১





দাসত্বের সংজ্ঞা হচ্ছে “কোনো মানুষকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা, এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। কাউকে তার ইচ্ছার পরিবর্তে দাস করা যেতে পারে। এটি হতে পারে তার আটক, জন্ম, ক্রয় করা সময় থেকে। দাসদের অনুমতি ব্যতিরেকে স্থান বা মালিককে ত্যাগ করা, কাজ না করার, বা শ্রমের মজুরী পাবার অধিকার নেই। কিছু সমাজে নিজের দাসকে হত্যা করা আইসঙ্গত, এবং অন্যান্য স্থানে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত”।



আসলে দাসত্ব বিষয়ে আমি লিখতে বসিনি,যে বিষয়ে লিখতে বসেছি তার জন্য এই দাসত্ব টার্মটা জানা জরুরী বলেই এমন প্ররম্ভিকার অবতারনা।সেদিন আইএমডিবিতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম টুয়েলভ ইয়ারস এ স্লেভ নামের এই ছবিটি। মুভিটি আমেরিকাতে মুক্তি পায় ৮ ই নভেম্বর ২০১৩ সালে যার বর্তমান রেটিং ৮.২।আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা বলে আইএমডিবিতে যে মুভির রেটিং ৮ এর উপর মরে যাবার আগে সুযোগ পেলে তা দেখা উচিত।লিঙ্ক সার্চ করে ডাউনলোড করে ফেললাম। পুরো ছবিটা দেখার পর বুঝতে পারলাম যে,আমরা যে সভ্যতার উপর দাঁড়িয়ে আছি তার অতীত কখনোই ভাল ছিল না।কত শত মানুষের রক্তে,ঘামে,শাসন,শোষনে আজকের এই পৃথিবী, আজকের এই আধুনিক সমাজ। হয়তো একদিন আসবে উত্তোরাধুনিক মানুষগুলো আমাদের দেয়া বর্তমানের শ্রমগুলোকেও এমনি ভাবে দাস হিসাবেই ট্রিট করবে। সে অন্য কথা থাক।



দাস প্রথা বিশ্বের প্রায় সকল দেশেই ছিল। পন্যের মত কেনা বেচা হত মানুষ।এক্ষেত্রে শক্তি সামর্থবান পুরুষদের দাম ছিল বেশী তাছাড়া উচ্চ বিত্তরা তাদের দাসদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন ।যেমন :হালচাষ,সেচ এর পানি,মাটি উবর কারানো,গবাদী পশু পালন,তাদের রক্ষনাবেক্ষন ইত্যাদি কাজ করতো ।দাসীদের সাধারণত রাখা হতে যৌন লোভ লালসা পূরণ করার জন্য ।তাদের উপপত্নি করে রাখা হত এবং তাদের সন্তানদেরও দাস রুপে রাখা হত বা বিক্রি করা হত।আর কোন কাজ সঠিকভাবে সম্পন্ন করা না হলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। মাঝে মাঝে মালিকের ইচ্ছাকৃত নির্যাতনের স্বীকার ও হতে হত।



টুয়েলভ ইয়ারস এ স্লেভ মুভিটি দেখলে উপরের বিষয়গুলিই আপনার সামনে ধরা দেবে পরিচালক স্টিভ ম্যাককুইন এর পরিচালিত এই মুভিতে।এবং আপনারা যে গল্পটি দেখবেন তা কিন্তু সত্যিকারে একজন মানুষ সোলমন নর্থহাপ এর জীবন কাহিনী। একজন মুক্ত মানুষের ১২ বছর দাসত্ব করার ঘটনা। মুভিটি এত পুরষ্কারে ভূষিত হয়েছে যে তার তালিকা বিশাল বড় চাইলে দেখে নিতে পারেন এখান থেকে



মুভিটির গল্পের বৈচিত্রতা মুভিটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় কিন্তু কিছু নুডিটি দৃশ্য গল্পের প্রয়োজনে যেভাবে পরিচালক উপস্থাপন করেছেন তা আমার কাছে খুব একটা প্রয়োজনীয় বলে মনে হয় নি।যারা সরল মনের অধিকারী তাদের বলব দেখার আগে মনটাকে শক্ত করে মুভিটি দেখতে হবে।





তাহলে ব্লগারগণ হাতে সময় থাকলে দেখতে পারেন টুয়েলভ ইয়ারস এ স্লেভ মুভিটি আশা করি খারাপ লাগবে না।



ডাউনলোড লিঙ্ক



মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউতে ভাল লাগা ।+

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। :D

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: দেখার লিস্টে অাছে। অবশ্যই দেখব। ভালো ৭২০প্রিন্টের অপেক্ষায় অাছি।
রিভিউ ভাল লাগল।



অ.ট.: অামিও একটি মুভি রিভিউ লেখার ব্যর্থ চেষ্টা করছি। কাল দিতে পারি।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

ডট কম ০০৯ বলেছেন: লিখে ফেলুন সুমন ভাই। আপনার রিভিউ পড়ার অপেক্ষায় রইলাম।

ভাল থাকুন সকল সময়।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

সকাল রয় বলেছেন:
রিভিউটা ভালোই লাগলো । এবার সিনেমা দেখতে পারলেই হলো

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

ডট কম ০০৯ বলেছেন: দেখে ফেলেন কবি। ঠকবেন না। ;)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

রিয়াসাত মোর্শেদ খান বলেছেন: পিসিতে আসে। কিন্তু দেখার উৎসাহ পাই না। রিভিউ কাজে দিলো

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ রিয়াসাত মোর্শেদ খান। সময় পেলে দেখে ফেলুন।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯

প্রবাসী পাঠক বলেছেন: ডাউনলোড দিলাম। রাতে দেখব মুভিটা।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

ডট কম ০০৯ বলেছেন: দেখে জানায়েন কিন্তু প্রবাসী পাঠক ভাই।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

মামুন রশিদ বলেছেন: আপনারে 'মুভিতে ধরছে' দেইখা আমার খুব ভাল্লাগতাছে! একই সাথে চমৎকার ও আনকমন মুভির খবর যেন রেগুলার পাই । আর ইয়ে মানে, একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়ে যাক!

আপনার সাথে যেদিন দেখা হইব, সেদিনই পেনড্রাইভ ভইরা মুভি লইমা আমু ;) B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহা

মামুন ভাই আমি শিক্ষা নবীস এখনো।

আর আপনার সাথে জেন্টেলম্যান চুক্তিতে আমি রাজী আছি। আশা করি দেখা হবে বই মেলায়। মোবাইল নম্বরটা ইনবক্স কইরেন সময় মত। ;)

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

আমি উদাসীন বলেছেন: এক কথাই ,অসাধারন একটা মুভি।

নায়ক টা অস্কার পাইসে এই মুভিটার জন্য।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

ডট কম ০০৯ বলেছেন: জি ভাই

সেইজন্যই কই নাই। লিঙ্ক দিয়া দিসি।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

এনামুল রেজা বলেছেন: আ গ্রেট মুভি। রিভিউও ভালো লিখেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা। আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সকল সময়।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

পাজল্‌ড ডক বলেছেন: খুব ভাল মুভি.....কিছু কিছু জায়গায় প্রচন্ড ইমোশনাল স্ট্রেস্ এ নিয়ে যাওয়া হয়েছে দর্শককে.....কিন্তু কেন যেন মনে হচ্ছিল সব কিছু এক্সপেক্টেসন মতোই হচ্ছে, টুইস্ট বা বিস্ময় নাই কোনো.........আমার মত এটা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

ডট কম ০০৯ বলেছেন: খুব একটা খারাপ কথা বলেন নাই। সহমত। পাজল ডক।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪১

ডি মুন বলেছেন:
বাহ, খুব চমৎকার করে লিখেছেন আদ্যোপান্ত।

মুভিটা দেখতে গিয়েও দেখতে পারি নি। খারাপ লাগে, মনটা বিষণ্ণ হয়ে যায়। তাই আর দেখা হয়ে ওঠে না।

দেখি মন শক্ত করে একদিন দেখে নিতে হবে।

ধন্যবাদ আপনাকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

ডট কম ০০৯ বলেছেন: দেখে ফেলেন ডি মুন ভাই ভাল লাগবে আশাকরি।

অনেক কিছু জানতে পারবেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

যেনী বলেছেন: অনেকদিন থেকেই ভাবছি এই মুভিটার রিভিউ দিব কিন্তু আপনিই দিয়ে ফেললেন ----যাক অনেক ভালো হয়েছে। এই মুিভটা কিন্তু 2013 সালে অস্কার পুরস্কারের জন্য বেস্ট মুভির তালিকায় গ্রাভিটি'র কাছে শিরোপা হারায়, আর বাকি প্রায় সব পুরস্কার এই মুভিটায় পায়-------একটা রিভিউ রেডি করছি, আশা করছি অতি শীঘ্রই পোস্টাইতে পারব ইনশাল্লাহ।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৩

ডট কম ০০৯ বলেছেন: সমস্যা কি জেনী। আপনার রিভিউ লিখে পোষ্ট করে ফেলেন। আরো ভাল হয় কষ্ট করে যদি লিঙ্কটা দেন।

পড়ে দেখব ইনশাআল্লাহ।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: রিভিউ ভালো লাগলো। মুভিটা দেখারও ইচ্ছা আছে। টিভি সিরিয়াল Roots দেখেছিলাম অনেক আগে। সেটাতেও দাস প্রথার করুণ ইতিহাস তুলে ধরা হয়েছিল। অনেক পুরস্কারে ভূষিত হয়েছিল সিরিয়ালটা।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী বাঙ্গালী। সময় করে দেখে ফেলুন আশাকরি ভাল লাগবে।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ডাউনলোড দিলাম।

রিভিউতে ++++

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গ মেলায়। কিপ ওয়াচিং ক্লাসিক মুভিজ লাইক ইট।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৬

যোগী বলেছেন:
আজ মুভিটা দেখবো

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

ডট কম ০০৯ বলেছেন: মুভি দেখে জানায়েন কেমন লাগলো।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২

মেহেরুন বলেছেন: অনেক আগেই দেখেছি। অনেক ভালো একটা মুভি।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

ডট কম ০০৯ বলেছেন: আসলেই দারুন একটা মুভি। তবে কষ্টকর ও বটে।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

তুষার কাব্য বলেছেন: ভাল লাগা রিভিউতে...দেখতে হবে অবস্যই...

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার ভাই। দেখে ফেলুন ।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫২

রহস্যময়ী কন্যা বলেছেন: এই মুভি তো অনেক আগেই দেইখা ফালাইসি ভাইয়া :-*

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: দেখে ফেলে দিলেন কেন। যত্ন করে রেখে দিতেন। এইবার বলেন রিভিউ কেমন হয়েছে। হাহহাহহা

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

জুন বলেছেন: টিভিতে ম্যুভি দেখতে ভালোলাগে না ।অন্ধকার হলে বসে ডলবি সাউন্ড সিষ্টেমে সিনেমার যে এফেক্ট, যে উত্তেজনা তা বাসায় বসে পাওয়া অসম্ভব ডটকম :( ধরেন টার্মিনেটর বা ইন্ডিপেন্ডেটস ডে, আর আমার প্রিয় অভিনেতা নিকোলাস কেইজের সব ম্যুভি এসব টিভিতে দেখা :((
তবে আপনার সংক্ষিপ্ত রিভিউ ভালোলাগলো :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ডট কম ০০৯ বলেছেন: এটা সংক্ষিপ্ত!! বলেন কি জুন আপ্পি

আমি তো উলটো ভাবলাম লেখাটা বড় হয়েগেছে।

রিভিঊ পাঠের কারনে আপনাকে বিশেষ ধন্যবাদ।

আর মুভি আসলে বড় পর্দায় দেখাই উত্তম।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

কলমের কালি শেষ বলেছেন: মুভি অনেক ভালো হয়েছি অনেকে বলেছে তবে দেখা হয়ে উঠেনি । আপনার সুন্দর রিভিওটা পড়ে মনে পড়লো আবার । দেখতে হবে ।

রিভিও তে +++

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ কলম ভাই।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৪

প্রবাসী পাঠক বলেছেন: গতকাল রাতে মুভিটা দেখলাম। অসাধারণ বললেও মনে হয় কম বলা হবে। ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটি মুভির সাজেশান দেয়ার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

ডট কম ০০৯ বলেছেন: যাক এমন কথা শুনে ভীষণ ভাল লাগলো।

ধন্যবাদ প্রবাসী পাঠক ভাই।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: রিভিউ ভাল লাগল। ধন্যবাদ

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: ছবিটার অনেক সুনাম শুনেছি। দেখা হয় নাই। আপনার রিভিউ পড়ে দেখার আগ্রহ জাগলো।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

এহসান সাবির বলেছেন: অনেক ভালো লাগা একটি মুভি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.