নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩



মাসের শেষ দিনগুলি কেমন যায়,জানতে চেওনা সরলা
আমি নিজেও জানি না কেমন সেই অপূর্নতা!
তবে দারুণভাবে অনুভব করি, ঈশ্বরের মত।

এভাবেই দিন যায়,মাস যায়,বছর আসে
বছরের সাথে বাড়িওয়ালা আসে,রুমমেট হাসে
গম্ভীর মুখে বাড়ি ভাড়া বাড়ে,হাসি মুখে খাবারের বিল
আমি হাসি বা গম্ভীর কোনভাবেই বলতে পারি না
সামনের মাসে টিউশনীর টাকাটা বাড়াবেন।

তাই,
নিজের খরচগুলিকে আত্নহত্যার পথে ঠেলে দিই
মনকে বলি সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
চা পান ব্রিটিশদের গোলামী করার সমান
বন্ধুদের বলি আজ আর আসছি না,আড্ডা দিতে
ভেবে দেখ সরলা কতগুলি টাকা বেঁচে গেল,সামান্য তিনটে মিথ্যায়।


একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ।

সুন্দর +। প্রেমের কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে আপনার কবিতা পড়ে ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

ডট কম ০০৯ বলেছেন: একটা লিখে ফেলেন কবি। ভীষণ আনন্দিত হব যদি লিখেন।

আর কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

ব্লগার মাসুদ বলেছেন: সুন্দর ভাললাগলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ব্লগার মাসুদ।

আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

মায়াবী রূপকথা বলেছেন: অসাধারন ভাইয়া। ছোটগল্পের মত সুন্দর। আর নিজের কাছে হেরে যাবার মতই কস্টের।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ডট কম ০০৯ বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম মায়াবী রুপকথা।

ভাল থাকুন নিরন্তর।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

মাসের শেষ, তবু ভালো থাকবেন। সবসময়।

মাসের শেষ দিনগুলি কেমন যায়,জানতে চেওনা সরলা
আমি নিজেও জানি না কেমন সেই অপূর্নতা!

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: এমন প্রসংসার যোগ্য আমার লেখা নয়। তথাপিও আপ্নাকে ধন্যবাদ দিপংকর ভাই।

ভাল থাকবেন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,




দারুন ।
একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ।
এই সুন্দর কথাটির গায়ে গা লাগিয়ে বলতে ইচ্ছে করে ---
"...উত্তুরে বাতাস বইলেই কি ধরে নিতে হবে
এসে গেছে শীত,
বুক কাপলেই কি ভয় ?
যখোন ফিরে গেছি তোমার থেকে
আসলে সে তো ফেরা নয়।"

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

ডট কম ০০৯ বলেছেন: দারুন বল্লেন তো ভাই। লাইন গুলি অসাধারণ হয়েছে। ভাল থাকবেন।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

নিলু বলেছেন: চালিয়ে যান ভাই

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৯

ডট কম ০০৯ বলেছেন: টেনে নিয়ে যাচ্ছি নিলু। দোয়া করবেন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় মুগ্ধতা।

একটা জিজ্ঞাস্য ছিল

এটা কি প্রেমের কবিতা
নাকি
অর্থ সংকটে থাকা কোন প্রেমিকের স্বগতোক্তি।

প্রশ্নটা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক জানি না।
মনে হল বল্লাম।

ভাল থাকবেন ভাইয়া।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

ডট কম ০০৯ বলেছেন: ইহা অর্থ সংকটে থাকা প্রেমিকের স্বীকারোক্তি।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৪

নাসরিন চৌধুরী বলেছেন: খুব সুন্দর লিখেছেন । পড়েই মুগ্ধ।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

ডট কম ০০৯ বলেছেন: আপনার মুগ্ধ পাঠের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

তুষার কাব্য বলেছেন: একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ।

মুগ্ধ !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

সুমন কর বলেছেন: শেষটা চমৎকার হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

ডট কম ০০৯ বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ সুমন ভাই। এর পরের বার শুরুটা ভাল হবে ইনশাআল্লাহ।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১

নুরএমডিচৌধূরী বলেছেন: একদিন তোমাকেও মিথ্যে বলব
আমি তোমার সুখ নই,তোমার সুখ অন্য কেউ


লিখায়+++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নুর এম ডি চৌধুরী।

শুভকামনা নিরন্তর।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগল

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।

আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন সব সময়।

১৩| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

শতদ্রু একটি নদী... বলেছেন: সিমপ্লি অসাধারন। একেবারে চোখে ভেসে উঠলো সব।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ শতদ্রু একটি নদী। ভাল থাকবেন।

১৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৫

মনিরা সুলতানা বলেছেন: আপনার এই কবিতা আমি পড়েছি, মনে গেথে ছিল জানি না কেন মন্তব্য করা হয়নী..

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

ডট কম ০০৯ বলেছেন: হয়ত এই কমেন্টস করবেন বলেই মন্তব্য করা হয় নি। কেমন আছেন মনিরা।

১৫| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

মনিরা সুলতানা বলেছেন: আমি তো ভাল
আপনি ?

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

ডট কম ০০৯ বলেছেন: আমি ভাল নেই!! খুব মন খারাপ।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: কেটে যাক মনের ঝড়
শুভ কামনা ...

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ডট কম ০০৯ বলেছেন: কেটে যাবার মত আশু কোন যোগ দেখতে পাচ্ছি না। তবু তোমার আশা পূর্নতা লাভ করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.