নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

সাদাকালো সংসার

০৩ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭



আমার কাছ থেকে শৈশব,কৈশর,যৌবন গেছে চলে
সিঁড়ির পাড়ের মত ধাপে ধাপে কত কী না হারিয়েছি
শৈশবে রংপেন্সিল,কৈশরে প্রিয় লাটিম,যৌবনে সুলেখার নীল খাম।

রং পেন্সিল হারানোর দায়ে মায়ের পিটুনি পেয়েছিলাম
লাটিম হারিয়ে চোখের নোনা জল
নীল খাম হারিয়ে গিয়েছিল বলে
সুলেখার বদলে অন্যের সাথে করি সংসার নামের নাট্য!!

কোণ হারানোই ছাপ ফেলতে পারেনি আমার জীবনে।
যেমন পারেনি সুষমা ও!!

চন্দ্রমল্লিকা আজ ভোরে জানালো
কাল রাতে রং পেন্সিল বলে নাকি ঘুমের ঘোরে কান্না করেছি।

আজকের এই অপরাহ্নে বুঝে গেছি
শৈশবে রং পেন্সিল হারানোর দায়েই বুঝি,
চন্দ্রমল্লিকার সাথে আমার সংসার, আজো সাদাকালো।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:২৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। আপনার প্লাস সাদরে গ্রহীত হইল।

২| ০৩ রা মে, ২০১৫ রাত ১১:২৯

শতদ্রু একটি নদী... বলেছেন: ওয়াও কবিতা হইছে ভাই। ওয়াও টাইপের হাহাকার।

ব্যাপক ভাল্লাগছে। ++

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:২৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ একটি নদী।

৩| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৩৩

মন ময়ূরী বলেছেন: সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৩০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মন ময়ূরী। ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।

৪| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১০:২৬

আদরসারািদন বলেছেন: মনের মত ভাল্লাগছে..........

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৩০

ডট কম ০০৯ বলেছেন: ধইন্ন্যা আপনার জন্য।

৫| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৪৩

ঘনায়মান মেঘ বলেছেন: অত্যন্ত সুন্দর। খুব ভাল লেগেছে।

০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৩০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ঘনায়মান মেঘ। ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

৬| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: আমরা সবাই এমন করে শৈশবের কাছে বাঁধা পড়ে থাকি। এই অনুভূতি সর্বজনীন।

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৫:৫২

ডট কম ০০৯ বলেছেন: প্রিয় শৈশব এমনি করে আমাদের জীবনে মাঝে মাঝে জানান দেয়।

৭| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আজকের এই অপরাহ্নে বুঝে গেছি
শৈশবে রং পেন্সিল হারানোর দায়েই বুঝি,
চন্দ্রমল্লিকার সাথে আমার সংসার, আজো সাদাকালো। ’’----------অসাধারণ লেখা -----

০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৫:৫৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন লায়লা। আপনার এমন কমেন্টস আমাকে অনুপ্রানিত করলো।

৮| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার হাহাকার ছুঁয়ে গেছে।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ডট কম ০০৯ বলেছেন: আসলে আমি এত হাহাকার চাই নি।

৯| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩৩

মায়াবী রূপকথা বলেছেন: বেশ ভালোলাগলো ভাইয়া। :)

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী রুপকথা। অনুপ্রানিত হলাম।

১০| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:৩৪

িচতা বাঘ বলেছেন: Perfect calculation of life....

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

ডট কম ০০৯ বলেছেন: আসলে কোন কিছুই পারফেক্ট নয়। এটা আমার বিশ্বাস।

১১| ০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: নীল খাম হারিয়ে গিয়েছিল বলে
সুলেখার বদলে অন্যের সাথে করি সংসার নামের নাট্য!!


চমৎকার লিখেছেন।

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কেমন আছেন আজকাল?

১২| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
চন্দ্রমল্লিকার সাথে সংসার না কইরা হেমলতার সাথে করলেই পারতেন। তাইলেই রঙ্গিন হইত ! :P

ভাল্লাগছে মিতা। :)

০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০২

ডট কম ০০৯ বলেছেন: ধইন্ন্যা মিতা।

১৩| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২২

কাবিল বলেছেন: ভাল লাগা রইল।

০৭ ই মে, ২০১৫ সকাল ৯:৫৯

ডট কম ০০৯ বলেছেন: আপ্নাকেঊ ধন্যবাদ কাবিল ভাই। ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.