নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

আবহাওয়া

০৬ ই জুন, ২০২৩ বিকাল ৩:৫৩

হারুন সাহেব আপনাকে এমন উসকো-খুসকো দেখাচ্ছে কেন?
আপনার বাড়িতে কেমন গরম পড়েছে?
দিন দুপুরে লাল সূর্যের মতো চোখও লাল হয়ে আছে আপনার?
মানুষতো ভুল বুঝবে আপনাকে,
ভাববে দিনদুপুরে এই গরমে ছাইপাঁশ খেয়ে আছেন বোধ হয়!
বাজারে গিয়েছিলেন আজ?
সেখানকার আবহাওয়া কেমন,
কি বললেন,
আগুনের তাপ বাজারের পুরো বাতাস গরম করে রেখেছে!
এমন অসময়ে কেউ বাজারে যায়!
বৃষ্টির দিন বাজারে যাবেন
যেদিন আপনার বুক পকেট, প্যান্টের পকেট আর মানিব্যাগ বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে থাকবে
সেদিন।
আপনার মতো জ্ঞানী লোক এই ভুল করে!
দেখুন বাজারের অসহ্য গরমে আপনার মাথা থেকে কপাল বেয়ে টুপটুপ করে ঘাম ঝরছে,
দেখলেই বুঝা যাচ্ছে বাজারের গরমে আপনার মাথাও গরম হয়ে আছে,
আঁচড়ানো চুল এলোমেলো হয়ে পাগলের মতো লাগছে আজ আপনাকে।

হারুন সাহেব,
বাজারের এই অসহ্য ভাপস্যা গরমে বোকার মতো এতো বড় ব্যাগ নিয়ে বাজারে গেলেন!
কী লাভ হলো আপনার?
ব্যাগতো প্রায় শূন্যই মনে হচ্ছে!
তারপর থেকে অযথাই আজ রাস্তায় দাঁড়িয়ে পাগলের মত সবার নিকুচি করছেন,
মাথা গরমে আজ হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে কিন্তু আপনার,
বউ বাচ্চার কথা একবারও ভাবলেন না?

হারুন সাহেব,
আপনি না শিক্ষিত ভদ্রলোক?
এরপর থেকে শুধু বৃষ্টি দেখেই বাজারে যাবেন,
মনে থাকবে তো?
—————
রশিদ হারুন
০৬/০৬/২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৭ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

মিরোরডডল বলেছেন:




হারুন সাহেব,
আপনি না শিক্ষিত ভদ্রলোক?
এরপর থেকে শুধু বৃষ্টি দেখেই বাজারে যাবেন,
মনে থাকবে তো?


হারুন সাহেবের মনে থাকবে কিনা জানিনা কিন্তু এরকম লেখার জন্য রশিদকে মনে থাকবে।


২৪ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৫

পাজী-পোলা বলেছেন: কবিতাটি পড়তে গিয়ে কতবার যে হেসেছি, হাসি আটকে রাখতে পারিনি। আপনার লেখা গুলো অসাধারণ। আমি আবৃত্তিকার হলে প্রতিটি লেখাই আবৃত্তি করতাম।

২৫ শে আগস্ট, ২০২৩ রাত ১:৪৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ভালোবাসা নিবেন। আপনাকে অনেক অনেক ধন্যবৈদ উ্ৎসাহ দেবার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.