নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

কেন এমন হয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ২:১৮


জ্বল জ্বল বিকেলে বলা কওয়া নেই
হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হলো!
তুমি ভিজে একাকার,
চারিদিক হঠাৎ করেই মলিন হয়ে গেলো।
অথচ তুমি একই ভাবে ঠায় দাঁড়িয়ে আছো একতলার রেলিংবিহীন ছাঁদের মাঝখানে,
যেনো জানতে এখনই বৃষ্টি ঝরবে তোমার জন্য
অথবা বৃষ্টি জানতো তুমি তার জন্যই অপেক্ষায় আছো!

মনোলীনা,
তোমার ছাদ ঘেষা বিদুৎ এর তারে বসে একটা কাক একনজরে তোমার দিকে তাকিয়ে ভিজছে।
কাক বিষয়ে আমার জ্ঞান খুবই কম,
কাকটি আনন্দিত হয়ে ভিজছে না কষ্টে ভিজছে?
সেটি বুঝতে পারছি না।

একটা ছাই রঙের বিড়াল মাঝে মাঝে পাশের বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে তোমাকে দেখছে
আর বৃষ্টির ঝাপটায় বারবার মুখ লুকাচ্ছে!
বিড়াল বিষয়েও আমার জ্ঞান খুবই সীমিত,
বিড়ালটি এতো উৎসাহ নিয়ে বারবার তোমার ভিজে শরীরের দিকে কেন তাকাচ্ছে?
সেটিও বুঝতে পারছি না।

মনোলীনা,
তোমার বাড়ির উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে আমি ভিজতে ভিজতে তোমাকেই দেখছিলাম,
ঠিক কাক আর বিড়ালটির মতো।
একমনে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজতে ভিজতে আমি কেন তোমার দিকে তাকিয়ে, তাও বুঝতে পারছিনা!
আমি আশ্চর্য হয়ে দেখলাম
নিজের বিষয়ে‌ই আমার জ্ঞান সবচেয়ে কম।

একটা মোটর গাড়ি রাস্তার ময়লা জল আমার শরীরে ছিটিয়ে চলে গেলো
অথচ আমার মনে কোন রকম রাগ হলো না.
মোটর গাড়ির ড্রাইভারের দিকে একবারের জন্যও রাগী চোখে তাকিয়ে দেখিনি,
আমি শুধুই তোমার দিকে তাকিয়ে।
ঝুম বৃষ্টিতে দুজনেই ভিজছি
জ্বলজ্বল থেকে হঠাৎ বৃষ্টি ভেজা মলিন এই বিকালে একবারের জন্যেও তুমি আমার দিকে তাকাওনি ।

মনোলীনা,
একটা বিষয়ে আমার জ্ঞান বাড়ছে ইদানিং,
রোদ, ঝড়-বৃষ্টি, আর শীত যাই হোক না কেনো?
তুমি আমাকে দেখ বা না দেখ
তোমাকে দেখতেই আমার ভালো লাগে
এই ব্যাপারে আমার কোন লাজ লজ্জা আর অপরাধবোধ নেই।

আমার আরেকটু জ্ঞান বাড়াতে হবে নিজের সম্পর্কে,
নিজেকে আরো জানতে হবে;
এই যে তোমাকে দেখলেই বলা কওয়া নেই
সব সময়ই ঝুম বৃষ্টি শুরু
আর আমার শরীর বৃষ্টির অদৃশ্য জলে ভিজে একাকার হয়ে যায়

মনোলীনা,
তুমি কি জান, আমার কেন এমন হয়?

————-
র শি দ হা রু ন
১৫/০৯/২০২৩
মন্ট্রিয়াল, কানাডা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর ও শ্রুতিমধুর।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৫

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন:




রশিদের আরো একটি অপূর্ব সৃষ্টি।




৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.