নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

জীবন মান‌ে

২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৪


জীবন মান‌ে গল্প,
ম‌িছ‌েমিছ‌ি সময় অল্প,
জীবন মান‌ে আঁধার ভূম‌ি
ঘর বাধ‌ি আমি তুম‌ি ।
জীবন মান‌ে সাগরের হাহাকার
ভাবনার দল নিরাকার ।
জীবন মান‌ে তুচ্ছ চাওয়া
শত পদ্ম ক‌ে খুঁজ‌ে পাওয়া ,
হাত‌ের মুঠ‌োয় আনার বাহানা
ন‌িরুদ্দ‌েশ পথ অজানা ।
জীবন মান‌ে তারার ম‌েলা
ক‌িছু ভুল আক্ষ‌েপের খ‌েলা ,
জীবন মান‌ে শিশ‌ির ভেজা কচ‌ি ঘাস ,
পা ফ‌েলে , অনুভূত‌ির ব্যাকুল আভাস ।
জীবন মান‌ে হাত‌ে হাত রাখা
মন তুল‌িত‌ে ছব‌ি আঁকা ,
মধুময় স্বপন বুনা
অবশ‌েষে ন‌িজ‌েক‌ে জানা ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৩

আহলান বলেছেন: জীবনের অনেক মানে,
সব মানে এক আল্লাহই জানে ....সুন্দর পদ্য ..

২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ।জীবন‌ের অন‌েক গুল‌ো মান‌ে হয়

২| ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে জুন, ২০১৬ রাত ১০:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১

আমি তুমি আমরা বলেছেন: শেষ দুটো লাইনেই জীবনের মানে উঠে এসছে। ভাল লাগল :)

৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.