নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

ক‌ে স‌ে ?

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১


ব‌িষাক্ত এক তট‌িনীর তীর‌ে
শত জন‌ের কথার ভীড়‌ে
সন্ধ্য‌ে হল‌ে তরী ভাস‌ে
হর‌েক রকম পাখ‌ি আস‌ে,
তীব্র ঝাঝাল‌ো গন্ধ‌ে
সব পাখ‌ি ওড়‌ে পালায় ,
মাতালতা থাক‌ে রন্ধ্র‌ে ।
শশী আস‌ে ম‌েঘের ভ‌েলায়
আল‌ো সাজ‌ে ছন্দ‌ে ।
হঠাৎ ভয়ানক ক্রন্দন‌ে ,
সব বাত‌ি হার‌িয়‌ে যায়
ভয় তবু তাড়া জাগায় ,
ক‌ি স‌েই রহস্য !
যা আজও হয়ন‌ি জানা
মাঝরাত‌ে ক‌িস‌ের এত আনাগ‌োনা
জ‌োছনায়ও যাক‌ে হয়ন‌ি দ‌েখা
স‌ে ক‌ি ক‌েবল‌ি আড়াল‌ে আসে ?
ক্ষন‌ে ক্ষন‌ে আচমকা হাস‌ে ,
পাহাড়া বস‌েছে‌ে সারা পাড়া জুড়‌ে
আতঙ্ক‌ে সারা গা যাচ্ছ‌ে পুড়‌ে ,
তব‌ে ক‌ি স‌েই হব‌ে
যাক‌ে দ‌েখেছ‌ি শ‌েষ কব‌ে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:

আগা মাথা কিছুই বুঝলাম না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.