নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

অপাড়েতে দাড়িয়ে

২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২



ঘড়ির কাটায় ঠিক দশটা
অপেক্ষায় আছি
রাত্রি মোচন হবার
জোছনার চাদরে মাখা রাত্রিকে
বিদায় বলার ।
শিষ্ট ভনিতা, অসীম দ্বিধা কাটিয়ে
উঠে দাড়াবার ।
ঘড়ির কাটায় ঠিক বারটা
সবাই তখোন ঘুমের ঘোরে,
জোনাকির আলোর মাঝে
নিস্তব্ধ রাত্রি আলোয় একাকার ।
শিরশির করে উঠে প্রতিটি স্পন্দন
কম্পনে কম্পনে সমস্ত দেহমন ।
নির্জীব হয়ে বসে থাকা
চিরন্তনকে আলিঙ্গন করার স্বাদ
চারিদিকে সুর তুলে হাহাকার ।
ঘড়ির কাটায় ঠিক তিনটা
ধীরে ধীরে পদচরনে
ঔদ্ধত মেঝে ধুলিকনা
চিৎকার করে বারন জানায়
যেও না ।
দিশেহারা কান শুনে না কিছুই ।
ঘড়ির কাটায় ঠিক চারটা
আযান দেবার তখোনও বাকি
উর্ধ্ব কম্পনে ছুটে চলে
ভাবনার জাল পিছে ফেলে
জলের মাঝে দিলাম ডুব ।
ঘড়ির কাটায় ঠিক পাঁচটা
তখোনও কেউ দেখেনি
নীরব গগন কেবলি চেয়ে দেখল ।
ঘড়ির কাটায় ঠিক ছয়টা
চারিদিকে কোলাহল
নেই কোথাও আমি
ক্রন্দনে সমীরন,
জাগাল সারা পাড়া ।
ঘড়ির কাটায় ঠিক এক মাস
কেউ রাখেনি মনে,
কত বিরহ কত যন্ত্রনায়
চলে গেছি আমি
কেউ রাখেনি সেই খবর,
কেউ রাখেনি আমায় মনে ।
আমার মৃত্যু যে অনর্থক
জানলাম অপারেতে গিয়ে ।
উৎসর্গ :(সে সকল মানুষকে যাদের মনে আত্নহত্যা করার বাসনা জাগে)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

অ‌প্রিয় সত্য বলেছেন: কেউ রাখেনি সেই খবর,
কেউ রাখেনি আমায় মনে ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৩

নূর-ই-হাফসা বলেছেন: হুমম

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

কবীর হুমায়ূন বলেছেন: শুভ কামনা কবি।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আমার মৃত্যু যে অনর্থক
জানলাম অপারেতে গিয়ে
- এ কথাটা এ পারেতে ওদেরকে বুঝানো দায়!

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৩

নূর-ই-হাফসা বলেছেন: আগ‌ে বুঝা সম্ভবও না । কারন তখ‌োন ১টা ঘ‌োর কাজ কর‌ে ।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫

০১মৃনাল বলেছেন: লেখাটা অনেক সুন্দর ছিল। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.