নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

খারাপ সময়

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫


কয়েক দিন ধরে মন ভীষন খারাপ। কোনো কিছুতেই কিছু ভালো লাগছে না ।সব অসহ্য লাগছে ।
কিছু উপায় বলুন যা করলে মন ভালো হয়ে যাবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মন খারাপের কারণ না জেনে
মন ভাল হওয়ার আলাপন কি করা যায়?

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: সব কিছুর জোরালো কারণ খুঁজে পাওয়া যায়না

২| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০১

mb kaniz বলেছেন: শপিং করুন, ঘুরতে যান ভাল লাগবে।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

নূর-ই-হাফসা বলেছেন: সম্ভব না সামনে এক্সাম আছে

৩| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৩

mb kaniz বলেছেন: শপিং করুন, ঘুরতে যান ভাল লাগবে।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ২:২৪

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: মুভি দেখেন, সিরিজ দেখেন, বই পড়েন তা ও ভালো না লাগলে বন্ধুদের সাথে আড্ডা দেন আর না হলে আপনার যা করতে মন চায় তাই করেন অথবা আবার মন খারাপ করেও বসে থাকতে পারেন, তখন, মন খারাপে মন খারাপে কাটাকুটি হবে আর আপনার মন ভালো

১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:০৯

নূর-ই-হাফসা বলেছেন: :| হুমম ধন্যবাদ

৫| ১০ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪১

amihasan বলেছেন: রাতের দিকে স্টেশনে যেতে পারেন... কিছুক্ষনের জন্যে হলেও ভালোলাগবে।
আথবা...কোন অপরিচিত সরকারি হাসপাতালের ওয়ার্ড এর আযাচিত অসুস্থ মানুষ প্রত্যক্ষদর্শন করতে পারেন।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ । রাতে স্টেশন এ যাওয়া হয়নি । তবে সরকারি হাসপাতালে রোজ দেখা হতো । আপনি কেন বলেছেন আমি বুঝতে পেরেছি ।

৬| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হালকা মেডিটেশনে বসুন!

চোখ বন্ধ করে হারিয়ে যান প্রিয় স্বপ্নের জগতে... এক - দু্ই- তিন- অনন্ত

ডুবে থাকুন কিছুক্ষণ! ভেসে উঠে দেখুন সব কেমন ফ্রেশ লাগছে!

:)

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০০

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ১ অথবা২ মাস পর থেকে মেডিটেশন স্টার্ট করব । আপনাকে ধন্যবাদ ।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: পরীক্ষার প্রস্তুতি ভালো হলে টেনশণ চলে যাবে, মন ভালো হবে। পরীক্ষা শেষ, তো শান্তি।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২২

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক । মন ভালো হয়ে গেছে ।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.