নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

ডেঙ্গিতে পেঁপে পাতার রস: বৈজ্ঞানিক গবেষণার ফলাফল

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৩

"ডেঙ্গিতে পেঁপে পাতার রস কাজ করে না... কোন বৈজ্ঞানিক প্রমাণ নাই..." এরকম কথাবার্তা অনেক চিকিৎসক বলছেন। তাঁদের অনেকেই অত্যন্ত প্রবীণ ও আমার পরম শ্রদ্ধেয় মানুষ। তাঁদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে লিখছি-

গতকাল বিকেল পর্যন্ত বিশ্বের ৬টি বৃহৎ চিকিৎসা ডেটাবেইজ থেকে সংগৃহীত মোট ৬৮২টি গবেষণা প্রবন্ধ পড়ে ২১টি নিরীক্ষামূলক প্রবন্ধ পেলাম। তার মধ্যে ৯টি মানুষের ক্ষেত্রে এবং ১২টি এনিম্যাল মডেলে ডেঙ্গিতে পেঁপে পাতার রসের প্রভাব প্রকাশ করেছে। এনিম্যাল মডেলের ফলাফল সবগুলোতেই ভালো। পেঁপের রসে একাধিক ঔষধি উপাদান পাওয়া গেছে যা ডেঙ্গিতে প্লেইটলেট (প্লাটিলেট বা প্লেটলেট না) বাড়ায়।

এবার আসা যাক মানুষের প্রসঙ্গে। নতুন চিকিৎসার কার্যকারিতা প্রমাণে বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে "Randomized controlled trials (RCT)", যেখানে বিজ্ঞানীরা একদল রোগীকে সাধারণ চিকিৎসা দিয়ে থাকেন (কখনো কখনো কিছুই দেন না), আরেকদল রোগীকে নতুন চিকিৎসা (ট্যাবলেট, সিরাপ, নতুন অপারেশন/পদ্ধতি) প্রয়োগ করে থাকেন। তারপর দুই গ্রুপের মধ্যে চিকিৎসার ফলাফল দেখেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। এরকম অনেক গবেষণার ফসল একত্র করে মেটা-এনালিসিস করা সম্ভব, যা চিকিৎসার নীতি প্রণয়নে সাহায্য করে। আজকের যুগে আমরা যেসব ওষুধ ব্যবহার করি, তার প্রত্যেকটি এইসব ধাপ পার হয়ে বাজারে এসেছে।

মানুষের ক্ষেত্রে যে ৯টি RCT পেয়েছি, তার মধ্যে অধিকাংশ (৭টি) বলছে যে নিয়মিত (দিনে দুই থেকে তিনবার) পেঁপে পাতার রস ডেঙ্গিতে প্লেইটলেটের পরিমাণ চতুর্থ থেকে সপ্তম দিনের মধ্যে বাড়ায়। যে দুইটি স্টাডি বলছে যে প্লেইটলেট অপরিবর্তিত থাকে, তারা জানাচ্ছে যে প্লেইটলেটের পরিমাণে প্রভাব না রাখলেও যারা পেঁপে পাতার রস খেয়েছেন তাদের মধ্যে হাসপাতালে অবস্থানের সময়কাল তুলনামূলক কম। সবগুলো গবেষণাপত্র (৯টি) বলছে যে পেঁপের রসে বিশেষ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পেট-ফাঁপা, বমিভাব, বদহজম জাতীয় যেসব লক্ষণ, সেটা পেঁপে পাতার রস খাওয়া আর না-খাওয়া রোগীদের মধ্যে একই রকম দেখা গেছে। মজার বিষয় হচ্ছে, ডেঙ্গির চিকিৎসায় পেঁপের রস সবগুলো স্টাডিতেই স্বাভাবিক চিকিৎসার পাশাপাশি দেয়া হয়েছে, বিকল্প হিসেবে নয়।

কাজেই ডেঙ্গিতে পেঁপে পাতার রস আর যাই হোক ক্ষতিকর নয়, বরং কিছুটা উপকারী বলা চলে। মূল চিকিৎসার পাশাপাশি পেঁপে পাতার রস দেয়া যায়, সে বিষয়ক বৈজ্ঞানিক গবেষণার সামান্য ফলাফল বাংলার ডেঙ্গি আক্রান্ত মানুষের সেবায় নিয়োজিত সম্মানিত চিকিৎসকদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখলাম।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি পেপে বাগানের মালিক?

২| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০১

জাহিদ হাসান বলেছেন: কালোজিরা সর্বরোগের ঔষধ।

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: উপকারে আসলে তো ভালো। পার্শ্বপ্রতিক্রিয়া থাকলে সমস্যা।

তাছাড়া, আক্রান্ত মানুষের হজমশক্তি, রুচি ইত্যাদি বিবেচনা করে চিকিৎসকরা ঔষধ সাজেস্ট করেন।

৪| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ২:০০

সুপারডুপার বলেছেন: হোমিওপ্যাথি, এলোপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসায় চেষ্টা করে দেখা যেতে পারে , ডেঙ্গু জ্বর কোন ঔষুধে ভালো হয়। অনেকে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে হাসাহাসি করলেও অনেক জটিল রোগ হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসায় ভালো হয়।তবে হাতুড়ে ডাক্তারের চিকিৎসা সবক্ষেত্রেই খারাপ।

আমার নিজের অভিজ্ঞতায় :
আমার বাতজ্বর ভালো হয়েছে এক মাসের মতন আয়ুর্বেদ চিকিৎসায় ও গলার পাথর ভালো হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসায়। যেখানে এলোপ্যাথি বলে দিয়েছিলো বাতজ্বরের জন্য দীর্ঘদিন পেনিসিলিন ট্যাবলেট খেয়ে যেতে ও গলায় অপারেশন করতে। আমার এই দুইটার কোনোটাই করতে হয় নি।

আমার মতে চিকিৎসা বিজ্ঞান / মেডিকেল সায়েন্স কোনও বিজ্ঞান না। কারণ এখানে পদার্থবিজ্ঞান , রসায়নের মতন নীতি বলা যায় না। বরং এখানে অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়।


পৃথিবীতে যেহেতু ডেঙ্গু জ্বর হয়েছে, এটার ওষুধ এই পৃথিবীতেই আছে। হোমিওপ্যাথি, এলোপ্যাথি ও আয়ুর্বেদ চিকিৎসার ভালো অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেখা যাক। মানুষ একসময় ডেঙ্গু জ্বর ভালো হওয়ার ওষুধ আবিষ্কার করবেই। এই শুভ কামনা টুকুই এখন করতে পারি।

৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৩:৫৭

কানিজ রিনা বলেছেন: কারো গায়ে নাকি এত বিষ আছে ডেঙ্গু
মশা তাদের কামড়ালে মশাই নাকি মাড়া
যায়। আমার মনে হয় তারা নিয়মিত মদ্যপ
ও ইয়াবা খায়।

৬| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: ডেঙ্গি না ডেংগু?
আমিও অনেকের কাছে শুনেছি কচি পেঁপে পাতার রস খুব উপকারী। কিন্তু কোনো ডাক্তার এখনও এ কথা ঘোষনা করে নি।

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

আহা রুবন বলেছেন: আমি কয়েকজন ডাক্তারের কথা শুনেছি তাঁরা পেঁপে পাতার উপকারীতা সম্পর্কে কোনও বৈজ্ঞানিক গবেষণার কথা জানেন না বলেছেন, কিন্তু বলেননি কাজ করে না এটি প্রমাণিত। ডাঃ এবিএম আব্দুল্লাহ তো বললেন ফার্মেসির গবেষণা করে দেখা উচিত সত্যিই পেঁপে পাতায় কোনও উপকার হয় কি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.