নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন গাধামানব

মোহাম্মদ মাহবুব হোসেন

ডাল দিয়ে ভাত খাই, রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমি ভেজাল হলে'ও আমার লেখাগুলো খাঁটি ।

মোহাম্মদ মাহবুব হোসেন › বিস্তারিত পোস্টঃ

জল ও জীবনের কাব্য

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

শুনেছি জল থেকে নাকি জীবনের সৃষ্টি,
আদিতে জলধির বুকে
জেগে উঠেছিল প্রাণের স্পন্দন,
এককোষী থেকে বহুধা এগিয়ে আজকের মানুষ
তার মাঝে শত স্বপ্নের অনুরণন।

সেই জল কালেভদ্রে জমাট বাঁধে
চোখের কোণে,
প্রিয়তরেষুর প্রতীক্ষায় নীরব সময়
ঘড়ি আর ক্যালেন্ডারে প্রহর গোণে,
শুরু হয় বিচিত্র এক সংগ্রাম,
থেমে থাকা সেই অশ্রুজলের সাগরে
একটি পৃথিবী গড়ে তোলা নিত্য,
বেদনাহীন আলো আর ভালোবাসায় পূর্ণ
আমাদের পৃথিবী- সেই জলধির পটে
হয়ে ওঠে একমাত্র সত্য।

তাই বলি-
চোখের জল যেন গড়িয়ে না পড়ে চিবুক বেয়ে
থেমে থাকুক তা স্বপ্ন ধরে,
জীবন হয়ে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.