নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমার দিন কাটেনা , রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না

তোমরা যখন পড়তে বসো মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মত বন্য

ইমরা

অতি সাধারণ , অলস,ঘুম আর আরাম প্রিয়

ইমরা › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্রিয়া

১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

আমাদের বাসার পাশে এক হোটেল আছে । প্রতিদিন রাতের খাবার খেয়ে চা খেতে হোটেলে যাই।হোটেলে ঢুকতেই দেখা যায় একটা মোটাসোটা লোক ভুঁড়ি বের করে,পান মুখে দিয়ে বসে আছে কাস্টমারদের থেকে টাকা নেওয়ার জন্য। হোটেলে ঢুকে আমি কোণার টেবিলে বসি, পরিচিত ছেলেটা আমি বসার সাথে সাথেই চা নিয়ে হাজির হয়ে যায়, এক গাল হেসে জিজ্ঞেস করে, “ভাই ভালো আছেন নাকি?” ।আমিও হেসে জবাব দেই। চা খেয়ে বিল দিতে ঐ ভুঁড়িওয়ালা লোকের সামনে দাঁড়িয়ে ১০ টাকার নোট দেই। চা এর দাম ৮ টাকা, কিন্তু কখনই ঐ বেটা আমাকে ২ টাকা ফেরত দিবে না, দিবে ২ টা অখাদ্য এল্পেনলিবে চকলেট! আমি প্রতিদিন বলি টাকা দিন,আমি এই চকলেট খাই না। লোকটা চোখ মুখ কুঁচকিয়ে বিরক্ত মুখে বলে, “ ভাংতি ২ টাকা নাই”। আমি অসহায় হয়ে চকলেট নিয়ে সেই পরিচিত ছেলেটার দিকে তাকাই,আর সে মুচকি একটা হাঁসি দেয়। সেই চকলেট আমি না খেয়ে পকেটেই রেখে দেই। এভাবে জমতে জমতে গত কয়েকদিনে ৯ টা চকলেট জমা হয়েছে পকেটে। আজকে সন্ধায় গতানুগতিক নিয়মে হোটেলে বসলাম , চা খেলাম , চা খেয়ে ভুঁড়িওয়ালার সামনে দাঁড়ালাম আর ১০ টাকা দেওয়ার বদলে চায়ের বিল ৮ টা চকলেট ভুঁড়িওয়ালার সামনে রেখে বললাম, “ভাংতি টাকা নাই”। এইবারো সেই ছেলেটার দিকে তাকালাম, আজকে সে মুচকি হাসির বদলে অট্টহাসে ফেটে পড়লো । :) :D B-) ;) :P

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:২১

ইমরা বলেছেন: জানি আর কতকাল অপেক্ষা করতে হবে প্রথম পাতায় যাওয়ার জন্য :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.