নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন আমার দিন কাটেনা , রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না

তোমরা যখন পড়তে বসো মানুষ হবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মত বন্য

ইমরা

অতি সাধারণ , অলস,ঘুম আর আরাম প্রিয়

ইমরা › বিস্তারিত পোস্টঃ

যে হারতে হারতে জিতে সে ই 'সেরা'

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৩

...এবং দিনের শেষে সবাই একজন সফল মানুষের গল্প ই শুনবে। কীভাবে তুমি ব্যর্থ হলে...ব্যর্থতার পিছনে কারন কি এটা কেউ ই জানতে চাইবেনা। এমনকি তোমার আপনজনেরাও না...



সুতরাং গল্প বলতে চাইলে সফল হও, জীবনের সাথে ইদুর-দৌড় প্রতিযোগিতার রেসে নামো এবং দিনশেষে সফল হও।



তারপর কোনদিন যদি মনে হয়... সফল হওয়ার চেয়ে হেরে যাওয়া ই ভালো তাহলে ফিরে যাও জীবনের কাছে। এতে তুমি হারবেনা বরং জিতবেই। এই জীবনে সবাই জিতে, কেউ হারে না। আর যে হারতে হারতে জিতে সে ই 'সেরা'

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এই জীবনে সবাই জিতে, কেউ হারে না। আর যে হারতে হারতে জিতে সে ই 'সেরা'

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫

ইমরা বলেছেন: হয়তবা সেটাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.