নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকবাল সুমন

"ঘোড়ার ডিমের খোঁজে নয়, ডিমওয়ালা-ঘোড়ার খোঁজে...

ইকবাল হোসাইন সুমন

আমি ইকবাল সুমন। মাঝে মাঝে টুকটাক লিখা লিখি করি। এছাড়া কোন কিছু করি না।

ইকবাল হোসাইন সুমন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে ইচ্ছে খেলা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪০

আমার গুগল সিনক্রোনাইজের কোনে পড়ে থাকা ফোন নাম্বারগুলো,
ভেসে উঠেছে এ যাবত হাজার খানিকবার, বেলা-সারা বেলায়,
এরপর মোবাইল খোয়া বা নষ্ট হওয়া হিড়িক পড়েছিল।

একটা সেকেন্ড, দুই তিনটা চক্রতে দিনে রূপান্তর হয়েছিল,
দিনটা বছরে, আর বছরটা আরও ৫টা বছরে।

প্রিয় সুভাষিণী, অঞ্জনের বেলা বোসকে মনে আছে?
২৪৪১১৩৯ কে মনে আছে?
এরপর স্বয়ংক্রিয়তার খপ্পর, সে সব রং নাম্বার বেমানান হয়েছিল।

কিন্তু আমার সেল স্ক্রিনে পড়ে থাকা অব্যবহারিত নাম্বার এখনো ঝুলে আছে,
আরও বেশী একাকী,
আরও বেশী সহায়-সম্বলহীন,
অনাবাদী-আবাদি বা স্বর্গ-নরকের মত!
থেকেও, অনুপযোগীর শিখরে।

হে নাম্বারের ওপারে থাকা মানুষটা,
কালের বিবর্তনে তোমার বিবর্তন দেখার ইচ্ছে হয়!
হঠাৎ করে আমাকে দেখে আঁতকে উঠা চেহারা দেখার ইচ্ছে হয়!
ভুলে যাওয়া আমাকে প্রমাণ করার ইচ্ছে হয়!
রমিজের দোকানে আবার চা খেতে ইচ্ছে হয়!
আবার বেলা বোসকে রং নাম্বারে ফোন দিতে ইচ্ছে হয়!

একটা টাইম মেশিন কেনার ইচ্ছে হয়!
ইচ্ছে ইচ্ছে খেলতে ইচ্ছে হয়!!!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

চাঙ্কু বলেছেন: টাইম মেশিন কবে কিনবেন? ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

ইকবাল হোসাইন সুমন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
মেসিনের কোয়ালিটি কন্ট্রোলের দিক বিবেচনা করছি। সঠিক সময় সঠিক জায়গায় নেবে তো? তারপরে না হয় কেনার প্রশ্ন। বড়ই সন্দিহান।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

সনেট কবি বলেছেন: বেশ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

ইকবাল হোসাইন সুমন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য
অনেক ধন্যবাদ

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: ইচ্ছেগুলো চমৎকার! কবিতার শ্রেষ্ঠ লাইনঃ
কালের বিবর্তনে তোমার বিবর্তন দেখতে ইচ্ছে হয়!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

ইকবাল হোসাইন সুমন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
দাদা, সত্যি ইচ্ছে হয় কিন্তু। বিবর্তনগুলো বড়ই রহস্যজনক।।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

ইকবাল হোসাইন সুমন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
হুম দাদা সত্য। একদম সত্যি

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

এ.এস বাশার বলেছেন: আবেগ ঘন কথামালা..... হৃদয় ছুয়েছে.......

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

ইকবাল হোসাইন সুমন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেয়ার জন্য।
ধন্যবাদ দাদা।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খায়রুল আহসান স্যারের সাথে আমি একমত।
খুব চমৎকার হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.