নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসতিয়াক অয়নের ব্লগ

হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় !

ইসতিয়াক অয়ন

আমি কে ? কেউ না ...

ইসতিয়াক অয়ন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পিঁপড়েপৃথ্বী

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

তার শাড়ি দেখে চিনি নি তাকে
চিনি নি তার চুড়ি-হারে,
তার বাসায় যেদিন বেড়াতে গেছি
কি যেন কি দরকারে,
তাকের ওপর রবীন্দ্রনাথ-
'সঞ্চয়িতা' একলা ছিল.., খুব সহজে
তাই দেখেই চিনেছিলাম
এক নিমেষে !!

প্রথম-প্রথম ভীরু ছোঁয়া, প্রথম চুমু,
প্রথম প্রেমের কবিতাটা
শুনিয়েছিলাম যখন তাকে
বরিষনের সে সন্ধ্যাটা
ছাদের পাশের চিলেঘরে
আমরা দুজন একলা ছিলাম বর্ষাজলে
আহারে, কি মধুর স্মৃতি..!
মধুর প্রহর !!

এখন সময় বদলে গেছে- 'একলা' শব্দ
দোষের তো নয়, একা একা
হাঁটতে গিয়েও কারও তেমন ভয় করে না
রবীন্দ্রে সেই একলা চলা
আজকে সবই হরহামেশা-
সবাই বলে, 'একলা চলা শিখতে হবে'
-এইতো আত্মমর্যাদাবোধ
-এই অধিকার !!

তবুও দেখি চতুর্দিকেই কার্টেলমেন্ট
'পিঁপড়েপৃথ্বী'; এই তো সেদিন,
চেনা শহর- মফস্বলে- ক্যান্টনমেন্ট
ওয়েবে আমরা ব্যস্ত যেদিন
অন্য সকল দিনের মতই...
একটি মেয়ে ধর্ষিতা হয়- খুন হয়ে যায়
মেয়েটা নাকি একলা ছিল !
-এই অপরাধ !!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

মনিরা সুলতানা বলেছেন: একলা থাকায় বড্ড সাহস
একলা হাঁটে কি সর্বনাশ !!!
অপরাধ তো করেছে ই সে
তোমার প্রথা'য় আগুন ঢেলে ।

লেখায় ভালোলাগা ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

রানার ব্লগ বলেছেন: নির্বাক !! কমেন্ট করছি না।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ---

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন? ভিন্ন রকম এবং ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.