নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে চলার পথের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই ।

আমি শঙ্খচিল

জীবন যুদ্ধে পরাজিত সৈনিক

আমি শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

কোন এক সন্ধ্যার বার লাইফ ( চরিত্র গুলি কাল্পনিক )

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯

চাকুরিজীবী ছেলে সজল । গ্রাজুয়েশন শেষ করার পর ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে । সপ্তাহে পাঁচ দিন ৯টা-৬টা অফিস করেই জীবন চলে যাচ্ছে । ছাত্র জীবন শেষ হয়েছে প্রায় দুই বছর এখনো বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করেনি । অফিস ভাল লাগে না সজলের , সারা সপ্তাহ কাজ করার পর খুবই ক্লান্ত হয়ে পড়ে, তার উপর ঢাকা শহরের জ্যাম এ জীবন অতিষ্ঠ, কিন্তু কি করবে সেটাও বুঝে উথতে পারে না । সাপ্তাহিক ছুটির দিন গুলোতে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করেই পার করে দেয় । অ্যাডভেনচার ভাল লাগে সজলের , এখন স্বাবলম্বি হওয়ার কারনে চায় জীবনের স্বাদ নিতে , বন্ধু বান্ধবের সাথে আড্ডায় চিন্তা ভাবনা করে ছুটি পেলে কোথায় ঘুরতে যাবে। সজলের খুব কাছের বন্ধু আরিফ । আরিফের থেকেই সজল প্রথম বিয়ার জাতীয় বিভিন্ন পানিয় খেতে শিখেছিল । আরিফ সজলকে বুদ্ধি দেয় চল বন্ধু একদিন বার এ যাই , সারা সপ্তাহ অফিস করে তুই আমি সবাই ক্লান্ত থাকি নাহয় বৃহস্পতিবার সন্ধ্যায় বার এ গিয়ে খেলাম । আরিফ বারে গেলেও সজলের যাওয়া হয়নি । সজল রাজি হয়ে যায় ।

কথামত সজল আর আরিফ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ এর কাছাকাছি একটি বার এ প্রবেশ করে । এটা সজলের প্রথম অভিজ্ঞতা, বার এ ঢুকে সজলের প্রথমে কিছুটা চোখ জালা পোড়া করে কারন সিগারেট এর ধোঁয়ায় বার ভেসে আছে, হাল্কা গান বাজছে, পুরো বার এ আবছা একটা আলো জ্বালানো, সব পরিষ্কার দেখা যায় না । আরিফ – সজল একটা টেবিল নিয়ে বসে । বারে প্রচুর মানুষের সমাগম , এত মানুষ বার এ আসে এটা সজলের ধারনা ছিল না । বার এ সবাই মোটামুটি সজলের বয়সের কাছাকাছি ,কেউ আছে তার থেকে বয়সে বেশ বড় , কেউ হয়ত ব্যবসায়ী, কেউ হতবা তার মতনই চাকরিজীবী, আবার হয়ত কেউ ছাত্র । আরিফ বিদেশী মদ এর অর্ডার দেয় । সজল সিগারেট খেতে খেতে দেখে তার পাশের টেবিলে একজন মদের নেশায় চুর হয়ে আছে , সবার সাথে আবল তাবল কথা বলছে । ওয়েটার মদ নিয়ে আসে, আরিফ-সজল পান করে, ওদের টেবিলটা জানালার পাশে হওয়াতে সজল জানালার কাচ দিয়ে বাইরে রাস্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে । রাস্তায় অনেক জ্যাম, আজ বৃহস্পতিবার সন্ধ্যা, সারা সপ্তাহ কাজের পর কাল সাপ্তাহিক ছুটি , সবাই ঘর ফেরার তালে আছে , কেউ হয়তবা ক্লান্ত হয়ে সজলের মত কোথাও আনন্দ খুজতে যাচ্ছে । সজলের কাছে ভালই লাগে , মদটা হালকা হালকা চরতে শুরু করেছে । এই শহরে আরিফ - সজলের মত হাজারও মানুষের বসবাস, সবাই যার যার জীবন থেকে কিছু নিতে চায় । আরিফ সজলকে নিয়ে দৈনন্দিন জীবনের বিভিন্ন গল্পে মেতে ওঠে । ঠিক করে হয়ত আবার কখনো কোন এক বৃহস্পতিবার বন্ধু বান্ধব মিলিত হবে কোন এক বার এ ।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: ধুর! কিছুই তো ঘটলো না।

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৪

আমি শঙ্খচিল বলেছেন: কি ঘটাতে হবে ?

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

নিষ্‌কর্মা বলেছেন: লেখক জানলে তো ঘটাবে।

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৪

আমি শঙ্খচিল বলেছেন: ঘটাতেই হবে এমন কিছু ত মনে হয়নি ভাই , দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.