নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতো করে কিছু কথা বলতে এসেছি

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৩

কবিতার মতো করে কিছু কথা বলতে এসেছি

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

নিজে নিজেকে কবি বলি না ,কেউ যদি বলে
জনাব,জনাবার বদান্যতা ,
যদি কোন পত্রিকা প্রকাশ করে ,তাদের কাছে কৃতজ্ঞ
কেউ যদি পড়ে তাদের কাছে ঋণী।

কবি হতে আসিনি ,কবিতা লিখতে আসিনি ,
কবি লড়াই লড়তে আসিনি,কবির পরীক্ষা দিতে আসিনি
কবিতা লিখতে পারবো না কোন দিন ,
তবে একটা কবিতার অপেক্ষায় থাকি ।

কবিতা হোক না হোক,
কবিতার মতো করে কিছু কথা বলতে এসেছি,
কিছু কথা রেখে যেতে এসেছি।
ঘুনে ধরা সমাজের কিছু ঘুন যদি ঝরে আমার শব্দ মালয়,
বিবেকের দরজায় করা নাড়তে এসেছি ,
যদি শব্দ হয় দরজা খোলার ,মানবতার কথা বলতে এসেছি ,
কোন একটি লাইন ,পংক্তি কাজে লাগে মানবতার।

কবিতার বাজারে নিলামে উঠেছে কবিত্ব ,
নানা দর্শনে ধর্ষিত আমার শব্দ মালা ,
কবি আর কবিতার জাত হয় কি?
কোন দল হয় কি কবিতার,কবিতা কি ধর্মের ,
কবিতা কি কোন গোষ্ঠীর কথা মতো চলে?
নিজের লেখায় এখন করতে হয় অর্থ লগ্নি ,
কতটা নিচে নেমেছি ,কেউ কি ভাবি,
কেউ দোকান খুলে বসেছি ,কবি আর কবিতার!
আমি লিখতে পারিনা,কেউ আমাকে দিয়ে লেখায়।

ভালো ই হলো ,কবি হইনি ,কবিতাও হয়না !
লেজুড় বৃত্তির মোসাহেবি কবিতা দিয়ে কি হবে এ সমাজের?
কতো কবি ঘাপটি মেরে চুপটি করে বসে আছে, খাতা কলম নিয়ে ,
লিখবে না প্রকৃতির ভারসাম্য হীনতা নিয়ে , ঘুম, খুন, হত্যা,
বেকারত্ব, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন নিয়ে লিখবে না!
লিখবে না লাঞ্চিত বোনের জন্যে ,
একের পর এক লাশ উপহার কবি আর কবিতার জন্যে!
থেমে থাকবে কলম!

লিখবে না আমার বিশ্বাস ,
আমার ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যে কারীর বিরুদ্ধে ,
দেশ দ্রোহীদের বিরুদ্ধে আসে কবিতা কালে ভদ্রে ,
দেশ প্রেমের অতিরিক্ত চেতনার কবিতাও হয় মাঝে মাঝে!

লিখবে, পরকীয়ায় কবিতা ,লিখবে প্রেমের কবিতা,
প্রেম আর কবিতা , সে কি যুগল বন্ধন ,নারী,বর্ষা,নদী ,পায়েল,
নুপুর,কংকন,নীল,নীলাম্বরী ,আকাশ ,পাহাড় ,সমুদ্র ,সবুজ ভূমি ,
আমার বাংলা ভাষা ,মুক্তি,স্বাধীনতা,লাল সবুজের পতাকা
আহা , এই সব যে কবিতার মূল উপাদান ।
ভাষা আর ব্যাকরণ ও যে আসে না !
আমি যে প্রেমের কবিতাও লিখতে জানিনা।
যদি প্রেম বুঝতাম,ভালবাসা জানতাম ,
তাহলে কি বুকটা খাঁ , খাঁ করতো ,বর্ষায়।

কবি হতে আসিনি ,কবিতা লিখতে আসিনি,
আছি একটি কবিতার অপেক্ষায়।
তোমরা আমায় কবি বলো না,আমি নিজে নিজেরে কবি বলি না।
আমি যে কবিতা লিখতে জানি না।
কেউ যদি কবি বলো ,তাতে আমার কি দোষ বলো ?
কবিতা হয় না ,কবিতার মতো করে কিছু কথা লিখি মনের কষ্টে ?
আমি যে এক কষ্ট বিলাসী মানুষ।

কষ্ট ভাড়া করি ,দত্তক নেই ,কষ্টের জন্ম দেই.
বুকের জমিনে কষ্টের আগাছা হয়েছে ,
বেড়ে উঠছে ,উপড়ে ফেলতে পারি না।

সিঙ্গাপুর ,১৯-৮-২০১৬ ইং

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: এতো সুন্দর কবির পিছনে ঐ গেঁয়ো ছেমরি ডা কে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.