নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ফন্দি ফিকির

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯


ফন্দি ফিকির
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

কাল নাগনীর ফনায়
ধোঢ়া ব্যাটার ত্রাহি ত্রাহি জীবন
প্রেম মানে না জাত আর ধরন
শাস্ত্র মেনে প্রেম করে কত জন?
অন্যের প্রেয়সী ভেজায় রুপসী
নিজের খান ডাল ভাত
চিকেন বিরায়ানীর স্বাদ নিতে
পরকীয়ার বজ্রপাত!
পরের চুগলীতে চলে গুগলী
আপনজনার বেলায় বিদ্রোহী
নিজের গায়ে দুর্গন্ধ রেখে
শ্রুত্রুর সুগিন্ধেও নাক চেপে ধরি!
ধর্ম কর্মে নাম্বার ওয়ান প্রমানে ব্যাস্ত সে
নিজের চোখে কালো কাপড় বেঁধে
অনিয়ম অপরাধ অন্যায় করে চলে
নিন্দুকেরা শুধুই মন্দ বলে।
কেউ দেখেনি,
কেউ জানে না বিশ্বাস বড় পোক্ত
দুনিটা আজ নরমের যম,
শক্তের হয় ভক্ত!
টাকার কাছে নস্যি সব,
ধান্দা ফিকির ছাড়া নাই কিছু
মিষ্টি কথায় ছল চাতুরী,
ছুটছি ভাগ্যের পিছু।
নেতার কদম বুচি,নিত্য সুচী
সে কি চেতনার বাড়াবাড়ি
নেতার স্তুতি না হলে ভাই
পশ্চাতে অংগুলি!
সুযোগ পেলেই জ্ঞান দিবে সবাই
বাবর আলী মহা মুর্খ
জানেনা চতুর, বাবর আলী জানে সব
কে ঠক,কে জোচ্চোর।
ইচ্ছে করে হারে বাবর আলী
হারার মাঝে খুঁজে সুখ!
বলে না কাউকে,
সময়ের ফেরে নওটনকী সে
জিতেছ যে,
তার মুখে দেখে অপরাধ বোধ।
দু' দিনের দুনিয়া জানে সকলে
বেঁচে থাকার সে কি কসরত !
অমরত্ব চাই এ জীবনে
পর জনম দূর ছাই,যা হয় হউক!
জন্ম নিলে আজান হবে
শেষ যাত্রায় জানাজা, তকবীর
জীবদ্দসায় ধর্মটারে
অশান্তির প্রতিক প্রমানে
নিষ্টুর ফন্দী ফিকির।
সিংগাপুর,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.