নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

টোকাই

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫


টোকাই
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি বস্তির রাজা, আমি মাস্তান, আমি টোকাই রং বাজ !

আমার পরিচয় একটাই আমি টোকাই

আমি টোকাই ,টোকাইয়া খাই

মা নাই ,বাবা নাই ,ফুটপাতে ইষ্টিশনে ,

রাস্তায় রাস্তায় দিন কাটাই,রাত কাটাই

তোমাদের ফেলে দেয়া খাবার খাই,

কেউ বলো পথ শিশু ,কেউ বলো টোকাই।



স্কুল নাই কলেজ নাই, আদর নাই সোহাগ নাই ,

যখন যেখানে খুশি সেখানে যাই ,ভাই নাই, বাবা নাই

ঈদ এলে আবদার নাই ,নতুন জামা নাই

জুতা নাই ,তেল, সাবান , সেম্পু নাই,আমি টোকাই।



যেখানে রাত সেখানে কাইত ,তোমাদের মত টেনশন নাই!

ঈদ এলে, তোমারদের সন্তানেরা নতুন জামা কাপড়ে

,বাহারি সাজে আনন্দে আত্ব হারা

সন্তানের হাসি মাখা মুখ ,তোমারা পাও সুখ ,

বাড়ির দেয়ালের ফুটো দিয়ে দেখে,আমি করি উপভোগ !



তোমাদের খুশি, দূর হতে দেখি ,

আমি টোকাই ,আমার আবার ঈদ ?

ঈদ তোমরা কর বছরে ,আর আমি?

খাবার পেলে ঈদ ,কাপড় পেলে ঈদ ,

তোমাদের একটু সহানুভুতি আমার ঈদ .

তোমার মেয়ের খেলার পুতুল

,ছেলের খেলার বল কুড়াইয়া দিয়া আনন্দ পাই ,

তোমার ধমক খাই .আমি টোকাই।



আমি যাযাবর ,আমি টোকাই,

খালি পেটে ঘুরি ,হাত পাতি ,খাই লাথি

কখন ও হাসি ,কখন ও কাঁদি।

আমি পিচ্চি আমি টোকাই ,বিড়ি খাই ,

গাঞ্জা খাই ,হেরোইন খাই ,

বোমা মারি ,স্লোগান দেই ,আমি টোকাই।

আমি তোমাদের জন্য ভোট চাই ,

আমি গণ জাগরণ মঞ্চে স্বাধীনতা গান গাই ,

আমি হেফাজতের অসহায় এতিমের পাশে দাড়াই।



আমি ভাত চাই .আমি কাপড় চাই,

আমি শিক্ষা চাই ,আমি মানুষ হতে চাই .

কেউ আছ .আমাদের দায়িত্ব নেবে?

বোমা মারার দরকার হইলে আমারে খোঁজ

স্লোগানের দরকার হইলে আমারে খোঁজ ,

গাড়ি ভাংচুর ,ইট পাটকেল ,

অগ্নি সংযোগে আমার আদর

হরতাল আন্দোলনে আমার কদর।



দুর্নীতি করো ,কালো টাকার পাহাড় বানাও

নিজের ছেলেরে আদর করো ,

আমি খাবার চাইলে শালা বাইন চুত গাইল দেও!



রাতের আঁধারে আমার দাম ,

দিনের আলোতে লাতথি ,উস্ঠা ,গালি

তোমরা আবার বড়াই করো ,

তোমরা স্বাধীন দেশের বাঙালি।



ওই মানুষ ,নাই হুঁশ আমি কি করবো আফসোস

তোমরা ফুর্তি করছো পয়দা হইছি আমি

যে পেটে ধরছে ,গলা টিপ্প়া মারে নাই ,

ফালাইয়া ভাগছে .আইজ আমি টোকাই।



এই রাস্তা আমার মা ,ইষ্টিশন আমার বাবা,

এই বাজার আমার ভাই, নদীর আমার বইন

আমি টোকাই !



অনাদরে অবহেলায় আইজ আমি রংবাজ ,

আমি ধান্দা বাজ ,করি মন্দ কাজ

বড় হইলে হই সন্ত্রাসী ,বেশ্যা লইয়া মাস্তি করি ,

আমি সাবেক টোকাই ,বর্তমান আমি কিলার

রাজনীতির পিলার , আমি তোমাদের ভাড়াটে গুন্ডা ,

আমি ত্রাস ,আমি সন্ত্রাস,আমি অবাঞ্চিত

বুলেটে ঝাঁজরা হয় আমার বুক ,রক্তে রঞ্জিত পিচ ঢালা পথ ,

পথে জন্ম পথেই শেষ ,আমি টোকাই,আমি টোকাই

জন্ম থেকে মৃত্যু আমি টোকাই।



তোমাদের কাছে অনুরোধ একটাই,

বন্ধ করো নোংরা রাজনীতি, সবাই এক হও ,বাচাও দেশ,

গড় সোনার বাংলাদেশ।


সিঙ্গাপুর ,২০১৩ সালে লেখা -
https://www.youtube.com/watch?v=KOUoIPxI3AM

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.