নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

সাত দিন যেন সাত জনম ,সাত যুগ

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

সাত দিন যেন সাত জনম ,সাত যুগ
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

সাত দিন, এক দিন দু দিন নয় ,সাত দিন !
এমনিতেই মাটির গন্ধ নিবো বলে যে দিন প্রতিজ্ঞা করেছিলাম
সে দিন থেকেই আর কোন গন্ধ অনুভব করতে পারিনা !
এখন আরো সাতদিন ,নির্ধারিত তারিখের পর
আরো সাত দিন অপেক্ষা।
গুনে গুনে এক বছর সাত মাস তিন দিন ,
স্পর্শ করা হয়নি মাতৃভূমির ঘাসের জমিন ,প্রিয়তমার মুখ ,
হয়নি কাছে থেকে দেখা তারে ,হয়নি অভিমান ,
রাগ অনুরাগের পড়া হয়নি, কোন প্রেম বিরহের কবিতা।
রক্তের উত্তরসূরিদের হামাগুড়ি পড়েনি ক্ষরা বুকে ,
মায়ের আঁচলে মোছা হয়নি ঘর্মাক্ত বদন ,আব্বু বলে ডাকেনি বাবা।
হাওয়ায় ভেসে আসা কথা মালায় কি মন ভরে ?
সময়ের সাথে অর্থের সাপ নেউলের খেলায় কি আর
নেভানো যায় বুকের আগুন,
ধরা যায় না ,ছোঁয়া যায় না ,আজকাল দেখা যায় বটে ,
কাছে থেকেও দূরে বহু দূরে।
আট ঘাট বেঁধেই নেমেছিলাম এবার ,পালাবো প্রবাসের জেল খানা থেকে ,
যদিও বছরান্তে স্বেচ্ছায় করি কারাবরণ,কদিনের জন্য যাবো মায়ের কোলে
বধুয়ার আদরে ,ঔরষের ফুল গুলির কাছে ,যারা আমায় বাবা বলে ডাকে ,
যারা আমায় দিয়েছে পিতৃত্বের অধিকার , অপেক্ষায় থাকে ,কচি মুখ ,
কি উচ্ছাস,একটাই আবদার ,বাবা আসবে কবে ?
দিন তারিখ হাওয়াই জাহাজের টিকিট সব ঠিক ছিলো !
হটাৎ বজ্রপাত, কাজের বিনিময়ে অর্থের যোগান দাতা
দৈত্যের ভূমিকায় এসে বাঁধ সাধলো, কেড়ে নিলো আরো সাত দিন।
নাগালে এসেও দূরে সরে গেলো, প্রিয় মুখ আর মাতৃভূমি।
সময় বড় বেরসিক আজ ,কাজ গুলি করছে তামাশা !
শেষ হয়েও হয় না শেষ !
সাত দিন, এক দিন, দু' দিন নয় ,সাত দিন
অপেক্ষায় আছে ,মায়া , মমতা,মাতৃভূমি।
আর আমি ,দু লাইন লিখে সময়ের সাথে করছি প্রতিবাদ।
প্রয়োজন মেটানোর নিদারুন আয়োজন !
দেশ ছেড়ে ঘর ছেড়ে ,শিশিরে ভেজা ঘাসের জমিন ছেড়ে ,
বেকারত্ব ঘুচাতে , আপন জন ছেড়ে ,
দেশ দেশান্তরে স্বেচ্ছায় করি কারা বরণ !
এই সাত দিন যেন সাত জনম ,সাত যুগ ,
তারিখটা দশ সেপ্টেম্বর দু,হাজার ষোল।
হে প্রভু ,শেকলে বেঁধেছ পা ,চারদিকে রেখেছে প্রবাসের দেয়াল
অন্যের হুকুমের জীবন ,কাজের বিনিময়ে এক চিলতে হাসির কসরৎ !
সাময়িক মুক্তির দিন তারিখ যেন ঠিক থাকে।
তা নাহলে লিখা হবে আরো একটি কষ্টের কবিতা।
ঝরবে ক'জনার চোখে বেদনার নোনা জল !
সিঙ্গাপুর ,১৯-৮-২০১৬ ই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.