নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

বক ধার্মিক নই

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩




বক ধার্মিক নই
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
ধার্মিক না হতে পারি বক ধার্মিক নই
হ্যা, সত্যি বলছি ,বক ধার্মিক নই
আস্তিক না হতে পারি, শত ভাগ সত্যি ,
নাস্তিক নই ,হ্যা ,নাস্তিক নই ,
নিদেন পক্ষে ,
বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আল্লাহ ,
হজরত মুহাম্মদ (স:)প্রেরিত রাসূল।
বিশ্বাস করি কালেমা ,বেঈমান নই !
খুনি নই ,খুন ,রক্ত ভয় করি
কষ্ট হয় ,এই ভেবে
আহারে ,কি কষ্ট পেয়েছে ,মৃত্যু যন্ত্রনায়।
কাউকে মারতে দেখলে মূর্ছা যাই
কেউ মার্ খেলে কষ্ট পাই !
ধার্মিক না হতে পারি, বক ধার্মিক নই
বিধর্মীর চেয়ে বক ধার্মিকেরা ধর্মের শত্রু।
ধর্মকে বিশ্বাস করি ,ধর্মান্ধ নই
উগ্র নই ,উগ্রতায় ইসলাম নেই ,
ধর্মের ব্যাবসা ,ধর্ম বিশ্বাস এক নয় !
ধর্ম নিয়ে যারা অপপ্রচার করে
ধিক্কার জানাই ,
যারা রাজনীতির হাতিয়ার বানায় ,ধিক্কার জানাই
যারা লেবাস ধরে ধার্মিকের ,তাদের জন্য করুনা হয়
তারা কত অসহায় ,এই ভেবে করুনা হয়।
ধর্ম নিয়ে দলাদলি মাজহাব ভাগাভাগি
আমার্ মাজহাব সঠিক, বাকি বেদ্বীন ,বেদাত
ইসলামের উপর এটাই বড় আঘাত ,
এই সুজুগে সুবিধাভোগী করছে বরবাদ।
অস্ত্র বিক্রি করছে ,জঙ্গি মদদ দিচ্ছে
বিপথে নিচ্ছে ,ইসলামের সর্বনাশ করছে
মস্তিষ্কের ধোলাই হচ্ছে ,মানুষ মারছে ,মানুষ মরছে !
আফসোস ,মানুষত্বের বলি হচ্ছে !
সারা দিন,রাত ধর্ম ,ধর্মের চুগলি করবে
ভুল ধরবে ,ভুল চলবে
আর মরলে, সেই ধর্মেই মৃত্যু কামনা করবে!
সে ধর্মের নিয়মে
শেষ যাত্রার শেষ কৃত্য কামনা করবে !
মানুষ হতে হবে ,মনুষত্য থাকতে হবে
সবাই বলে, আমিও বলি , মানুষ হলেই তো ধার্মিক হবে
মানুষের মঙ্গল কামনা করবে ,শান্তি কামনা করবে !
মানুষ বিশ্বাসী হবে কখন,সে যখন ধর্মভীরু হবে
ধর্ম ভীরু কখনো মানুষের ক্ষতি চাইবে না
কখনো রক্তপাত চাইবে না ,অশান্তি চাইবে না
ধর্মে যেমন সংযোজন নেই ,বিয়োজন নেই
কেননা ,শেষ পয়গম্বর একজনই।
আমার ধর্ম ,ইসলাম ,আমার ধর্মের কথা বলছি ,
ইসলাম শান্তির ধর্ম ,এটা আমার বিশ্বাস ,
কারণ আমি বক ধার্মিক নই।
সমস্যা একটাই ,ধর্মটাকে কেউ ব্যাবহার করে,
কেউ ব্যবহৃত হয় ! আমি বক ধার্মিক নই !
কে ,কেমন,কোথায় ,কিভাবে ,কেন বক ধার্মিক ?
হয়তো আপনার ,আমার পাশেই আছে!
হয়তো আপনার ,আমার রক্তেই আছে !
ক্ষমতায় যেতে ,ক্ষমতায় থাকতে
ধর্মের ব্যাবহার অপব্যাবহার রোধ না হলে
শান্তি জীবনে আসবে না ,ব্যক্তি জীবন,সামাজিক জীবন ,
দেশীয় জীবন,বৈশ্বয়িক জীবনে অশান্তি থাকবেই !
আবার বলছি,আমি বক ধার্মিক নই !
ইসলাম রক্ষার নামে
ইসলামের ধ্বংস করাই যেন আজ মূল টার্গেট !
ধৈর্য্য নেই ,অশান্ত সবাই ,দেশ প্রেম নেই ,
ধর্মান্ধতা আছে,ধর্মের প্রেম নেই
ঠাট আছে ,বাট আছে ,অহংকার আছে ,শ্লীলতাহানি আছে
আধুনিকতার নাম বেলাল্লাপনা আছে !
অসম মিশ্র সংস্কৃতির প্রতিযোগিতা আছে !
মানুষের মনুষত্ব্য নেই , শুদ্ধ সমন্বয় ছাড়া উপায় নেই।
এই মিন ইট ,শান্তি চাই ,শান্তি।
সিঙ্গাপুর ,১৭-৮-২০১৬ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.