নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘামের কালিতে হৃদয়ের কোরা কাগজে লিখি শ্রম সাহিত্য

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু

আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে দারুন মজা ভাই

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬


ফেসবুকে দারুন মজা ভাই
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু
ফেসবুকের দারুন মজা
কিশোর ভাবে আমি তার ছোট ভাই
ইনবক্সে ঢুকেই কেমন আছো বন্ধু
প্রোফাইলে চেক করে টাস্কি খাই।
ফেসবুকে দারুন মজা ভাই।
কে ছেলে কে মেয়ে
প্রোফাইলে দেখে বলা মুশকিল
ইনবক্সে ম্যাসেজে ঢুকেই হাই
হ্যালো দেব কি দেব না
ছেলে নাকি মেয়ে, একি ফেক নাকি সঠিক
বুঝি না ভাই
ফেসবুকে দারুন মজা ভাই।
লাইক,কমেন্টস অনেকেই আশা করে
বুঝি, সময় পেলে দেই
যাকে দেই,সে নিজেরে ভাবে সেলিব্রেটি
কেউ একটু বিজ্ঞ বটে,কেউ আমার উপর চটে
তিনারা কাউরে লাইক ও করেন না,কমেন্টস ও করেন না
যেমন দেশের মন্ত্রী আর কি ভাই,
অথচ তারাও কম যান না,সেল্ফিতে,তুল্ফিতে,স্টেটাসে
জ্ঞান গর্ভ লিখছেন
অনেকেই কথার মাহিত্ব,ঘনত্ব,গভীরতা না বুঝেই
কমেন্ট লড়াই করছেন
বানান ভুলের সেকি প্রতিযোগীতা,
রক্ষা কবচ,মোবাইলের কি বোর্ড সমস্যা!
এক লাইনে কয়টা ভুল যার লেখা তার জানা নাই
ফেস বুকে দারুন মজা ভাই।
গ্রুপে কি হচ্ছে,যারা গ্রুপে আছে তারাই জানে
যেন টাকার বান্দী,গোলাম,বাদশার শাহী মহল
চলে জি হুজুর জাহাপনা,
আমি ইঞ্জয় করি বেশ, পারলে জ্ঞান গর্ভ কিছু ছাড়ি
ইন্ডাইরেক্টলি খাই,
ফেসবুকে দারুন মজা ভাই।
কবিতা,গল্প,স্বপ্ল অল্প বেশী খবরের অনলাইন শেয়ার চলছে
আপু ম্যাডাম,স্যার,বস গিরির তেল আছে
নিজেকে শুধু প্রমাণের ছলনাও চলছে।
অবসরের ইবাদত বন্দেগী ছেড়ে দারুন টাইমপাস
সেল্ফি দিয়ে কেউ যখন বলে ক্যামন লাগছে আমাকে
ওয়াও,সুপার,সেক্সি,বিউটিফুল,অসাম কমেন্ট পাচ্ছে।
কবিতা,আহা কবি আর কবিতা, খোলা খাতা
চলছে,চৌত্রিশ কোটি কবির দেশ জানতামই না
ফেস বুক যদি থাকতো না,
আছে এখানে চটির কারখানা,কি বুঝছেন এটা জুতা না!
জি,আছে, সিম্পল শেয়ারে পরকালের জান্নাতে ঠিকানা,
দেখা মাত্রই আমিন বলবেন,অবশ্যই শেয়ার করবেন
যেন হুকুম না মানলে মরণ! আর কি?
জুকার বার্গ জিনিস একখান বানাইছো বাবাজী।
আগে ভাবতাম,আমার মতো বাবর আলীরাই ফেসবুকে
এখন দেখি,না সব ধরনের স্ষ্টি,সব ধরণের প্রানী আছে
আশরাফুল মাখলুকাতের সেরা প্রানীর পাশা পাশি
সমস্যা একটাই, সবাই ঠিক,বাবর আলী দোষী!
কি আর বলব,একটু কষ্ট পাই
নিজের দিকে না তাকাইয়া,অন্যরে যা খুশী বলে যাই
এটা কি ঠিক,আপনে বালা অইলে জগত ভালা
ভুইলা যাই।
সেই যাই হোক,অদ্য এখানে সমাপ্তি দিয়ে যাই
ফেসবুকে দারুন মজা ভাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.